13/09/2023
মাহমুদউল্লাহ রিয়াদের মতন যোগ্য ও অভিজ্ঞ ফিনিশার সাইলেন্ট কিলার যেখানে সুযোগ না পেয়ে অফফর্মের আফিফ আর নাঈম শেখ সুযোগ পায়,সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা দেখা মানে অযথা সময় নষ্ট আর হতাশার প্রহর গুনা। সারা বছর খেলানো হল তাইজুলকে আর বাদ দিয়ে নেওয়া হল নাসুমকে। তানজিদ, শামীমের এখনো ওডিয়াই ম্যাচে অভিষেক হয় নি তাদেরকে নিরীক্ষা -পরীক্ষা করা হবে, বিসিবি প্রধান নিজের মুখে বললেন রিয়াদ, আফিফ আর শামীম ১৭ জনের বাহিরে অর্থাৎ অতিরিক্ত খেলোয়াড়, সেখানে ডাহা মিথ্যার মতন ১৭ জনের মধ্যে রিয়াদ না এসে আফিফ আর শামীম ঠিকই আছে!! মাহমুদউল্লাহ রিয়াদকে ইংল্যান্ড সিরিজের পর থেকে বিশ্রাম নামক নাটকের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে আর নন- পারফর্মার আফিফ আর নাঈম শেখ ঠিকই আছে!! অনভিজ্ঞ তানজিদের বদলে অভিজ্ঞ পারফর্মার বিজয়, নন পারফর্মার আফিফ এর বদলে দেশসেরা ফিনিশার সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ, অনভিজ্ঞ আর ব্যর্থ নাঈমের বদলে অভিজ্ঞ সৌম্য, অভিজ্ঞ পারফর্ম স্পিনার তাইজুলকে নাসুমের বদলে রাখা যেত!! সব কিছু ছাপিয়ে ইনজুরি আক্রান্ত এক দেশসেরা ওপেনার তামিম ইকবালের বদলে দুইজন অনভিজ্ঞ ওপেনার নাঈম আর তানজিদ, দেশসেরা ফিনিশার সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের রিপ্লেস আফিফ, শামীম আর শেখ মাহদি বাহ চমৎকার পরিকল্পনা!! রিয়াদকে গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ও দল থেকে বাদ দিয়ে কেমন ভরাডুবি আর হতাশাজনক পারফরম্যান্স দল করেছে তা সহজেই অনুমেয় আর এই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভরাডুবি হবে!! কেমন পবিত্র হৃদয় আর কতটুকু ধৈর্য্যশীল, বিনয়ী পর্দার আড়ালে পার্শ্বনায়ক হয়ে মুচকি হাসি হেসে অলিখিত বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ভাই 😭😭❤️♥️✅,স্যালুট ভাই তুমি থাকবে হৃদয়ের ভিতরে দেশের অগনিত ভক্তের মধ্যে, অকৃতজ্ঞ ও বেঈমান জাতি শেষ সম্মানটুকু ও দিল না!!!