
20/05/2025
চেনা পথ ছেড়ে এসেছি বহু দূরে,
ভিনদেশি আকাশ আজ ঘুমায় আমার ঘরে।
চোখে স্বপ্ন, হাতে ব্যথা, বুকে এক যন্ত্রণা,
প্রতি নিঃশ্বাসে বাজে শুধু বাংলারই সুরধ্বনা।
মায়ের কণ্ঠের ডাক নেই, বাবার স্নেহের ছোঁয়া,
বন্ধুরা সব ছবি হয়ে যায়, হৃদয়ে স্মৃতি বয়ে।
ঈদের সকাল কিংবা পয়লা বৈশাখ,
প্রবাসে সবই যেনো নিঃসঙ্গ এক পরিণামাক।
তবু মন বলে — “ধৈর্য ধরো, দিন ফুরাবে একদিন”,
এই ঘাম, এই ত্যাগেই গাঁথা হবে বিজয়ের চিন।
আমি ফিরবো, হবো আপন আলোয় জ্বলা,
মাটির মানুষ, সেই বাংলার প্রাণে মিশে থাকা ছায়া।