Md Maksud Alam

Md Maksud Alam শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি Bhola,Barishal, Bangladesh

ইস্পিতা নামের এই মেয়েটিকে কমবেশি ভোলা জেলার  সবাই চিনে, SA Êspita( facebook ID)  ভোলা সরকারি কলেজের অনার্সের প্রাণীবিদ্য...
23/06/2025

ইস্পিতা নামের এই মেয়েটিকে কমবেশি ভোলা জেলার সবাই চিনে,
SA Êspita( facebook ID) ভোলা সরকারি কলেজের অনার্সের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী ছিলেন। (সদ্য JCD নেত্রী)
ফেসবুকে এমন কোনো দিন নাই সে পোস্ট করতো না, ওর লাস্ট পোস্ট ছিলো ১৩ জুন-২০২৫।
রাজনীতির প্রতি এক আকাশ ঘৃণা নিয়ে রাজনীতি থেকে অব্যাহত নেয় সে।
তারপর থেকেই মেয়েটা উধাও।

গত কয়েকদিন আগে ভোলা কর্ণফুলী-৪ লঞ্চে একটি ধর্ষনের ঘটনা হয় বলে গুঞ্জন শুনা যায়।
সেই লঞ্চ থেকে ঝাপিয়ে পড়া (অনেকের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর ধর্ষনকারীরা লঞ্চ থেকে ফেলে দেয়) মেয়েটি আর কেউ নয়,ভোলা সরকারি কলেজের ছাত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতা।

এতো বড় একটা ঘটনা,
অথচ কারো কোনো টু শব্দ নেই।
না আছে ছাত্রদের, না আছে মেয়েটা যাদের সাথে রাজনীতি করতো তাদের।

উপর্যুক্ত তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবী জানাই।

23/04/2025
07/04/2025

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমি এর প্রধান শিক্ষককে হেনস্থা করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

03/01/2025

এখনও যাদের ইএফটি এর ম্যাসেজ আসেনি
তাদের করণীয় :

# আপনার প্রতিষ্ঠানের MPO মডিউলে প্রবেশ করুন।
Payment Staus এ ক্লিক করে
Year: 2024-25 এবং Month: December দিয়ে লোড অপশনে ক্লিক করুন।
প্রদর্শিত তালিকায় যাদের নাম আছে,
তারা সংশ্লিষ্ট ব‍্যাংকে গেলেই টাকা তুলতে পারবেন।
# যাদের এ তালিকায় নাম নেই, তারা EFT data update অপশনে ক্লিক করে যে তালিকা দেখতে পাবেন,
সেখান থেকে আই বাটনে (চোখের ছবিতে) ক্লিক করে বিস্তারিত তথ‍্য দেখতে পাবেন।
এমপিও শীটে বিদ‍্যমান তথ‍্য ও সংশোধিত তালিকায় দেওয়া তথ‍্যের গড়মিল হতে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে প্রস্তুতি গ্রহণ করুন।
# এবং মাউশি হতে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ সংক্রান্ত চিঠি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
★ সবার জন্য শুভকামনা রইল।

28/12/2024

ফুলে ফুলে সাজিয়ে দিও আমার চতুর দোলা,
ক্ষমা করে দিও সবাই শেষ বিদায়ের বেলা।

26/12/2024

এই শীতে বেশি বেশি সবজি খান,
মাছ ও মাংসের উপর চাপ কমান।
আজকে লক্ষ্মীপুর বাজারে কাঁচামালের দর/মূল্য--
১। নতুন আলু ০১ কেজি ৫০
টাকা।
২। শিম ০১ কেজি ৫০ ও ৬০ টাকা।
৩। পাতা কপি ০১ কেজি ২০ টাকা।
৪। ফুল কপি ০১ কেজি ২০ টাকা।
৫। মুলা ০১ কেজি ১৫ টাকা।
৬। শশা ০১ কেজি ২০ টাকা।
৭। কাঁচা মরিচ ০১ কেজি ৬০ টাকা।
৮। ধনে পাতা ০১ কেজি ৪০ টাকা।
৯। পিয়াজ ০১ কেজি ৬০ টাকা।
১০।পালং শাক ০১ কেজি ২০ টাকা।
১১। লাল শাক ০১ কেজি ২০ টাকা।
১২। টমেটো ০১ কেজি ৬০ থেকে ৮০ টাকা।
১৩। প্রায় ০২ কেজি ওজনের কচি লাউ মাত্র ২০ টাকা।
বিঃদ্রঃ লক্ষ্মীপুরের সাপ্তাহিক কাঁচামালের হাট এখন পূর্বের স্থান/পুকুর পাড়ে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,ভোলা পিটিআই সংলগ্ন আদর্শ পাড়া হতে নিখোঁজ   আব্দুল্লাহ আল ফাহাদ কে ০৫ দিন পর আজ বা...
17/12/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
ভোলা পিটিআই সংলগ্ন আদর্শ পাড়া হতে নিখোঁজ আব্দুল্লাহ আল ফাহাদ কে ০৫ দিন পর আজ বাসার পাশের ডোবায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। হে মহান রব এই শোক সইবার মত নয়, তুমি তার বাবা-মা,আত্মীয়-স্বজনকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো,
হে দুজাহানের মালিক তোমার জান্নাতের পাখিকে তুমি কবুল করো, আমিন।

টাকশালের গল্প: অদৃশ্য এক দুনিয়াআপনি কি কখনও ভেবেছেন, যে টাকা প্রতিদিন ব্যবহার করেন, সেটি কোথায় এবং কীভাবে তৈরি হয়? এই...
14/12/2024

টাকশালের গল্প: অদৃশ্য এক দুনিয়া

আপনি কি কখনও ভেবেছেন, যে টাকা প্রতিদিন ব্যবহার করেন, সেটি কোথায় এবং কীভাবে তৈরি হয়? এই রহস্যময় জগৎটির নাম টাকশাল। সরকারি ভাষায়, এটি দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (SPCBL)। কিন্তু আমাদের কাছে, এটি কেবল একটি অফিস নয়; এটি দেশের অর্থনীতির হৃদস্পন্দন।

টাকশাল একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা। গাজীপুরের ৬৬ একর জমিতে বিস্তৃত এই ক্যাম্পাসটি বাইরের চোখের আড়ালে রয়ে গেছে। এখানে শুধু অফিস নয়, রয়েছে কোয়ার্টার, খেলার মাঠ, ক্লাব, স্কুল, মেডিকেল সেন্টার, এমনকি ছোট্ট একটি লেক। পাখির ডাকে সকালে ঘুম ভাঙে, আর কাজের শেষে লেকের পাশে বসে প্রকৃতির শান্তি অনুভব করা যায়। কিন্তু এই সুন্দর জগতের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রোডাকশন ইউনিট।

প্রোডাকশন ইউনিট মানেই গোপনীয়তার সর্বোচ্চ সীমা। ঢোকার আগে প্রতিটি কর্মীকে চেকিং, পাঞ্চ কার্ড, এবং গেটপাস নিয়ে যেতে হয়। এখানে কোনো মোবাইল বা নগদ টাকা ব্যবহার নিষিদ্ধ। সব কিছু সুরক্ষিত পদ্ধতিতে হয়। মেশিন ঘরের ভেতর কাঁচা সিকিউর পেপার থেকে আস্ত একটি টাকার নোট তৈরি হয়। চেক বই, স্ট্যাম্প, এমনকি সনদপত্রও এখানে তৈরি হয়।

অনেকেই ভাবেন, টাকশালে কাজ করা সহজ। কিন্তু প্রোডাকশন কর্মীদের প্রতিদিন ১৬ ঘণ্টা কঠোর পরিশ্রম করতে হয়, যার মধ্যে ৭ ঘণ্টা ওভারটাইম থাকে। সেই কঠোর পরিশ্রমের ফলেই আপনি প্রতিদিন নিরাপদে টাকা ব্যবহার করতে পারেন।

এই জায়গা নিয়ে মানুষের কৌতূহল অসীম। কারণ বাইরের কেউ কখনো এখানে প্রবেশ করতে পারে না। যারা এখানে কাজ করেন, তারাই জানেন, কীভাবে টাকার জন্ম হয়, কীভাবে দেশকে আর্থিকভাবে শক্তিশালী করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করা হয়।

টাকশাল শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি দেশের জন্য একটি গর্বের নাম। আমাদের প্রতিদিনের নোট, চেক বই বা স্ট্যাম্পের পেছনের গল্প যদি জানতেন, তাহলে আপনিও এই জায়গাকে নিয়ে গর্ব করতেন।

"টাকশাল: যেখানে প্রতিটি টাকা দেশকে এগিয়ে নেওয়ার প্রতীক।"




লক্ষীপুর সদর উপজেলার চররুহিতা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব তাজউদ্দিন তাজল গুরুতর অসুস্থ হয়ে লক্ষীপুর কেয়ার হসপি...
09/12/2024

লক্ষীপুর সদর উপজেলার চররুহিতা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব তাজউদ্দিন তাজল গুরুতর অসুস্থ হয়ে লক্ষীপুর কেয়ার হসপিটাল চিকিৎসাধীন আছেন। সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করেন।

নিখোঁজ হওয়ার দুই মাসেও শামীমের কোনো খোঁজ মিলেনি। শামীমের মা পা'গল প্রায়! দয়া করে সবাই পোস্টটি শেয়ার করে সারা বাংলার আনাচ...
07/12/2024

নিখোঁজ হওয়ার দুই মাসেও শামীমের কোনো খোঁজ মিলেনি। শামীমের মা পা'গল প্রায়! দয়া করে সবাই পোস্টটি শেয়ার করে সারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দিন প্লিজ!

শি'শু'টিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে সাহায্য করুন প্লিজ!

With সকাল-বিকাল শখের ছাদ বাগান – I just got recognised as one of their top fans! 🎉
07/12/2024

With সকাল-বিকাল শখের ছাদ বাগান – I just got recognised as one of their top fans! 🎉

01/12/2024

লক্ষ্মীপুর সদর, বিসমিল্লাহ তামিরুল কোরআন মাদ্রাসা ও বিসমিল্লাহ আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন।

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Md Maksud Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Maksud Alam:

Share