Md Maksud Alam

Md Maksud Alam শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি Bhola,Barishal, Bangladesh

04/09/2025

আমার বড় মা-মনি 'মাশরুরা আলম রুহি' কবিতা আবৃতি--

'লিচু চোর'
কবিঃ কাজী নজরুল ইসলাম।

🌪 ভোলা ট্রাজেডি-১৯৭০ – ইতিহাসের ভয়াবহ ঘূর্ণিঝড়“৩-৫ লাখ প্রাণ হারাল এক ঝড়ে”১৯৭০ সালের ১২ নভেম্বর, বৃহস্পতিবার বঙ্গোপসা...
04/09/2025

🌪 ভোলা ট্রাজেডি-১৯৭০ – ইতিহাসের ভয়াবহ ঘূর্ণিঝড়

“৩-৫ লাখ প্রাণ হারাল এক ঝড়ে”

১৯৭০ সালের ১২ নভেম্বর, বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে উঠে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (The Great Cyclone of 1970) ভোলাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমবঙ্গে আঘাত হানে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর একটি।

👥 জনসংখ্যা ও ক্ষয়ক্ষতি

সে সময় পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল প্রায় ৬৪.২ মিলিয়ন। ভোলার দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঘনবসতি ছিল। বিশেষ করে তজুমুদ্দিন উপজেলায় প্রায় ১.৬৭ লাখ মানুষের মধ্যে ৪৫% বা প্রায় ৭৫,০০০ মানুষ এক রাতেই মারা যান।

💔 বেঁচে থাকা মানুষের লড়াই

মৃত্যুর ছায়া থেকেও অনেকে বেঁচে যায়। তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে মানুষ গাছের সঙ্গে বাঁধা পড়ে বা ছাদে উঠে বেঁচে থাকার চেষ্টা করে। অনেকের শরীরে তীব্র আঘাত ও ছাল উঠে যায়, যাকে বলা হয় “Cyclone Syndrome”।

তৎকালীন জরিপে মৃতের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে ৩–৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে। আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ৩.৬ মিলিয়ন।

⚡ ঘূর্ণিঝড়ের ভয়াবহতা

বাতাসের বেগ: ঘণ্টায় ১৯০–২৪০ কিমি

জলোচ্ছ্বাস: প্রায় ১০ মিটার

ঘরবাড়ি: ৮৫% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত

মাছ ধরা শিল্প: ৯০% জেলে ক্ষতিগ্রস্ত, ৭৭,০০০ জেলের মধ্যে ৪৬,০০০ জন মারা যান

কৃষি ক্ষতি: প্রায় ৬৩ মিলিয়ন ডলারের ফসল নষ্ট

গবাদিপশু: প্রায় ২.৮ লাখ মারা যায়

📍 সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় তজুমুদ্দিন উপজেলায়, যেখানে অর্ধেক মানুষের মৃত্যু ঘটে। এছাড়া ভোলা দ্বীপ, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, পটুয়াখালি, চট্টগ্রাম, মংলা, কক্সবাজারসহ বিস্তৃত দক্ষিণাঞ্চল বিধ্বস্ত হয়।

🆘 সাহায্য ও রাজনৈতিক প্রতিক্রিয়া

পাকিস্তানি সেনাবাহিনী প্রাথমিক ত্রাণ পাঠায়, ২৪ নভেম্বর প্রেসিডেন্ট ঢাকায় এসে পুনর্বাসনের ঘোষণা দেন এবং ১১৬ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়। তবে সাধারণ মানুষের দৃষ্টিতে এই সাহায্য ছিল অপর্যাপ্ত ও দেরিতে আসা। অবহেলা ও অমানবিকতা তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক ক্ষোভ বাড়িয়ে তোলে এবং স্বাধীনতা আন্দোলনের পথকে আরও ত্বরান্বিত করে।

🌊 মানুষের বেঁচে থাকার গল্প

ঝড়ে সবচেয়ে বেশি প্রাণ হারায় শিশু ও বৃদ্ধরা। বেঁচে থাকা মানুষরা গাছের ডালে, নৌকায় বা ছাদে উঠে ঠান্ডা ও ক্ষুধার সাথে রাত কাটায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেকেই দীর্ঘ সময় সাহায্য পায়নি।

☁ ঘূর্ণিঝড়ের জন্ম ও আঘাত

৮ নভেম্বর ১৯৭০ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়, যা ১১ নভেম্বরের মধ্যে Severe Cyclonic Storm এ পরিণত হয়।

১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভোলা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে প্রবল বেগে আঘাত হানে। সবচেয়ে ভয়াবহ ছিল ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাস, যা মুহূর্তেই জনপদকে পানির নিচে ডুবিয়ে দেয়।

🌤 সমাপ্তি ও পরিণতি

১৩ নভেম্বর ভোর নাগাদ ঘূর্ণিঝড় দুর্বল হতে শুরু করে। তবে রেখে যায় লাখো প্রাণহানি, কয়েক মিলিয়ন মানুষের ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দাগ।

এই ঝড় শুধু প্রাণই কেড়ে নেয়নি—মানুষের মনে স্বাধীনতার দাবিকে আরও প্রবল করে তোলে।
(সংগৃহীত))

01/09/2025

জীবন থেকে আরও একটি বছর চলে গেল।
মহান আল্লাহ তায়ালা যে কাজের জন্য সৃষ্টি করেছেন, তার কিছুই করা হলো না। কখন জানি ডাক চলে আসে যাওয়ার।
হে আল্লাহ ক্ষমা করুন- 🤲🤲

আগামী ৩ সেপ্টেম্বর বুধবার এনটিআরসিএ এর অধীনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সম্পর্কিত সভার নো...
31/08/2025

আগামী ৩ সেপ্টেম্বর বুধবার এনটিআরসিএ এর অধীনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সম্পর্কিত সভার নোটিশঃ

ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়...
26/08/2025

ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনাঃ

লক্ষ্মীপুর সদর, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ ও বিদ্যালয় পরিদর্শন।
26/08/2025

লক্ষ্মীপুর সদর, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ ও বিদ্যালয় পরিদর্শন।

শোক সংবাদঃলক্ষ্মীপুর সদর উপজেলার মুনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) জনাব মোঃ হামিদুর রহমান স্যার দ...
23/08/2025

শোক সংবাদঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার মুনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) জনাব মোঃ হামিদুর রহমান স্যার দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ শনিবার দুপুর ২.৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। অসুস্থ্য হওয়ার পর থেকে মুনসুর আহমেদ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন স্যার তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। উনি নিজে বিভিন্ন সোর্স থেকে প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি অনুদান প্রদান করেছিলেন। আপ্রাণ চেষ্টা করে ও অবশেষে নিয়তির কাছে হার মানতে বাধ্য হন। ঠাকুরগাঁও জেলার অধিবাসী জনাব মোঃ হামিদুর রহমান এনটিআরসিএ কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মুনসুর আহমেদ হাই স্কুলে সুপারিশ প্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অসাধারণ। মাত্র ৩৫ বছর বয়সী এই তরুণ ও প্রতিভাবান শিক্ষক কে অকালে হারিয়ে আমরা লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সত্যিই শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং চার বছর ও দেড় বছর বয়সী দুই নাবালক ছেলে রেখে যান। আসুন সবাই মনেপ্রাণে দোয়া করি মহান আল্লাহ যেনো উনাকে বেহেশত নসীব করেন এবং তার পরিবার কে হেফাজত করেন, আমিন।

১৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখঃDigital Monitoring System (DMS) ও মাউশির নির্ধারিত/নিয়মিত পরিদর্শন পরিকল্পনা মোতাবেক আজ পৌর শহীদ ...
19/08/2025

১৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখঃ
Digital Monitoring System (DMS) ও মাউশির নির্ধারিত/নিয়মিত পরিদর্শন পরিকল্পনা মোতাবেক আজ পৌর শহীদ স্মৃতি একাডেমি, সদর, লক্ষ্মীপুর পরিদর্শন।

ভোলা থেকে "এম ভি দোয়েল পাখি ১০" লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলো...
05/08/2025

ভোলা থেকে "এম ভি দোয়েল পাখি ১০" লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এই লঞ্চেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলো ১ দিন বয়সী একটা বাচ্চা। বাচ্চাটার শারীরিক অবস্থা ভালো না থাকায় অক্সিজেন সিলিন্ডার সাথে করেই পরিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো হয়তো। সমস্যা হয় লঞ্চ যখন মুন্সীগঞ্জ পার হয় তখন অক্সিজেন শেষ হয় যায়। বাচ্চার পরিবারের লোকজন তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে পুরো বিষয়টি বলে। ৯৯৯ থেকে কুইক এ্যাকশন নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একটা টিম অক্সিজেন সিলিন্ডারসহ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে স্পীড বোট নিয়ে লঞ্চে পৌঁছে যায়। এরপর কোষ্টগার্ডের দুইজন সদস্যকে লঞ্চে উঠিয়ে দিয়ে সার্বক্ষণিক বাচ্চাটার মনিটরিং এর জন্য রেখে বাকিরা লঞ্চের সাথে সাথেই সদরঘাট পর্যন্ত দিতো সে এরপর ঘাটে দাঁড়ানো কোষ্টগার্ডের অ্যাম্বুলেন্স করে বাচ্চাটাকে হসপিটালে পাঠানো হয়।

অনেক অনেক নেগেটিভ নিউজের ভীড়ে এই পজিটিভ নিউজগুলোই আমাদেরকে আবার নতুন করে দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে।

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই Bangladesh Coast Guard এবং National Emergency Helpline 999 কে ❤️

ছবি এবং তথ্যঃ Mosure Rahaman Semon #কপি

ইস্পিতা নামের এই মেয়েটিকে কমবেশি ভোলা জেলার  সবাই চিনে, SA Êspita( facebook ID)  ভোলা সরকারি কলেজের অনার্সের প্রাণীবিদ্য...
23/06/2025

ইস্পিতা নামের এই মেয়েটিকে কমবেশি ভোলা জেলার সবাই চিনে,
SA Êspita( facebook ID) ভোলা সরকারি কলেজের অনার্সের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী ছিলেন। (সদ্য JCD নেত্রী)
ফেসবুকে এমন কোনো দিন নাই সে পোস্ট করতো না, ওর লাস্ট পোস্ট ছিলো ১৩ জুন-২০২৫।
রাজনীতির প্রতি এক আকাশ ঘৃণা নিয়ে রাজনীতি থেকে অব্যাহত নেয় সে।
তারপর থেকেই মেয়েটা উধাও।

গত কয়েকদিন আগে ভোলা কর্ণফুলী-৪ লঞ্চে একটি ধর্ষনের ঘটনা হয় বলে গুঞ্জন শুনা যায়।
সেই লঞ্চ থেকে ঝাপিয়ে পড়া (অনেকের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর ধর্ষনকারীরা লঞ্চ থেকে ফেলে দেয়) মেয়েটি আর কেউ নয়,ভোলা সরকারি কলেজের ছাত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতা।

এতো বড় একটা ঘটনা,
অথচ কারো কোনো টু শব্দ নেই।
না আছে ছাত্রদের, না আছে মেয়েটা যাদের সাথে রাজনীতি করতো তাদের।

উপর্যুক্ত তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবী জানাই।

23/04/2025

Address

Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Md Maksud Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Maksud Alam:

Share