31/03/2025
"আব্বারে কবরে রেখে প্রথম ঈদ"
-
সবসময় একটা বটগাছ ছায়া দিত রোদের সময়, বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচাত । রাতের বেলা আকাশের তারা গোণা হতো এই বটগাছের ছায়ায় বসে ।
হঠাৎ বটগাছটা বাতাসে মিলিয়ে যায়, মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত বুঝিনি, এর মর্ম কি । আজ বুঝি ।
মৃত্যুর সাথে সন্ধি করেই জীবনের আগমন । এই সন্ধি ভঙ্গ করার ক্ষমতা জীবনের নেই । তাই জীবনের সাধ্য নেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার । সফল হবেনা জেনেও জীবনের মৃত্যুকে দুরে রাখার হাজারও চেষ্টা । হয়তো আব্বাও চেষ্টা করেছিলেন মৃত্যুকে এড়াতে । কিন্তু পারেননি । হার মানতে বাধ্য হয়েছেন মৃত্যুর কাছে । সবাইকে ফাঁকি দিয়ে মৃত্যু এসে তাকে নিয়ে গেছে দুরে । অনেক দুরে । যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে।
প্রিয় আব্বা,
আপনি কেমন আছেন?
ভাল আছেন তো?
বড্ড বেশী জানতে ইচ্ছে করে ।
আব্বা আপনি কি রাতের আকাশে তারা হয়ে আছেন? সবাই বলে মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায় । তবে আপনি কোন তারাটা আমায় চুপি চুপি এসে বলে যান । আমি কাউকে বলবো না । একা একা প্রান ভরে দেখবো । দেখেন আব্বা, আপনাকে স্থিরচিত্রে আবদ্ধ করে রেখেছি , কিন্তু এ স্থিরচিত্র আপনার মত মুচকি হাসে না, নাম ধরে না ডাকে না , শাসন-বারণ করে না । প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত আপনার বোকা শুনতে ইচ্ছে করে । আমার মন খারাপ দেখলে আপনি পুরো পৃথিবী তছনছ করে একটু খুশি করার চেষ্টা করতেন, সব সময় সাপোর্ট দিতেন । জানেন আব্বা, হাসপাতালের বিছানায় অসংখ্য চুমু দিয়েছিলাম আপনাকে কিন্তু আপনি নীরব ছিলেন । আপনার কি আমাকে চুমু দিতে একটাবারও ইচ্ছে করেনি নাকি ইচ্ছে করেছিল কিন্তু আপনার চুমু দেওয়ার শক্তি ছিল না ? জানেন আব্বা, আপনাকে কবরে রেখে আমি ভিশন কেঁদেছিলাম আপনার জন্য । তখন আপনিও কি কেঁদে ছিলেন আমার মত? একটু কি সান্তনা দিতে চেয়েছিলেন?😭
বিশ্বাস করেন আব্বা এই ঈদ আমার কাছে একটুও ঈদের মতো লাগে না, হৃদয়টা তপ্ত মরুভূমি হয়ে আছে । আপনার জন্য মার্কেট করতে পারিনি বলে নিজেও মার্কেট করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছি ।🥲
-
"বাবা"এই চরিত্রটা একটু অদ্ভুত । কখনো হয়ত খুব কাছ থেকে আপনি তাকে পাবেন না । তবে,দূরে গেলেই হয়ত বুঝতে পারবেন বাবা নামক এই মানুষটি আপনার কত কাছে ছিলো । প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা এবং তার ছেলে রাজপুত্র । এই বাবা তার সন্তানের জন্য কতটা ছাড় দিয়ে থাকেন তা হয়ত একটা ছেলে বাবা হওয়ার আগে টের পায় না ।
জানেন, আমাদের দেশের মায়েরা সন্তানদের সারাদিনই বকাবকি করে, আর সে সময়টাতে সন্তানের আশ্রয়স্থল থাকে বাবা । মায়ের বকাবাদ্য হয়ত বাবার কোল পর্যন্ত শোনা যায় না । তাই পরম শান্তিতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া যায় । তবে, বাবারাও হয়ত রাগে । সে সময়টাতে হয়তো মায়ের কোল পর্যন্ত গিয়েও সন্তানের নিস্তার হয় না ।
একটা কথা শুনেছিলাম,একটা মেয়ে তখনই মা হয় যখন সে জানতে পারে সে মা হতে চলেছে । আর একটা ছেলে তখনি বাবা হয় যখন সে তার নিজ সন্তানকে কোলে নিয়ে দুচোখ ভরে দেখতে পারে ।
যাদের বাবা-মা বেঁচে আছে তারা হয়তো জানেন না, এখনো আপনার জন্য কত বড় নেয়ামত দুনিয়ার বুকে আল্লাহ তায়ালা রেখেছেন । সবার নিকট অনুরোধ- নিজের বাবা-মাকে অবজ্ঞা, অবহেলা করার পূর্বে একবার নিজের সন্তানের দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন বাবা-মা আপনার জন্য কেমন ছিলেন এবং আপনার জন্য কি কি করেছেন জীবনে । 🙏
-
পরিশেষে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তা'আলা যেন আমার আব্বাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমিও দোয়া করি সবার বাবা-মা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন 🤲
-
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছগিরা 🤲🙏