Abdullah Al Noman

Abdullah Al Noman স্রষ্টার সৃষ্টি গুলোর মধ্যে আমরাই শ্রেষ্ঠ-
তাই ইচ্ছা হলেই যেন না হই পথভ্রষ্ট ।

14/06/2025

আব্বা আপনার জন্য কতটা হৃদয়ে রক্তক্ষরণ হয়, তা যদি আপনি জানতেন তবে কবর মাঝে নিশ্চুপ থাকতে পারতেন না 🥲😭
-

রামগতি মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা ।-
13/06/2025

রামগতি মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা ।
-

রামগতি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে নিমজ্জিত একটি ছোট গ্রাম 😍-
11/06/2025

রামগতি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে নিমজ্জিত একটি ছোট গ্রাম 😍
-

মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে একটি মহিলা কলেজ 😍-ডাঃ তোহফা-ই-আইউব মহিলা কলেজ, উপজেলা: রামগতি, জেলা: লক্ষ...
10/06/2025

মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে
একটি মহিলা কলেজ 😍
-
ডাঃ তোহফা-ই-আইউব মহিলা কলেজ,
উপজেলা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর ।
-

09/06/2025

কতদূর ঐ মদিনার পথ 😍❤️
-

মেঘনা পাড়ে বাচ্চাদের পুতুল খেলা দেখে ছোট বেলায় হারিয়ে গিয়েছি 😍🥲
07/06/2025

মেঘনা পাড়ে বাচ্চাদের পুতুল খেলা দেখে ছোট বেলায় হারিয়ে গিয়েছি 😍🥲

মেঘনা পাড়, লক্ষ্মীপুর 👍😍
07/06/2025

মেঘনা পাড়, লক্ষ্মীপুর 👍😍

বাবার পর মাথার উপরের দ্বিতীয় ছায়া, সে হলো বড় ভাই ।যার মাঝে বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই । জীবনের প্রতিটি মুহূর্তে ভাইয়...
31/03/2025

বাবার পর মাথার উপরের দ্বিতীয় ছায়া, সে হলো বড় ভাই ।
যার মাঝে বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই । জীবনের প্রতিটি মুহূর্তে ভাইয়ার আদর, স্নেহ, ভালোবাসা কখনোই লিখে শেষ করা যাবে না । ভাইয়া বারবার কেঁদে কেঁদে একটা কথাই বলে, "তোদের জন্য তো আমি আছি, কিন্তু আমার জন্যতো কেউ রইল না ।"🥲
-
ছবিতে-
বড় ভাই Humayun Kabir Gayen
ছোট ভাই Yashin Islam Sagor
ভাতিজা, ইশতিয়াক মাহমুদ সামাদ

"আব্বারে কবরে রেখে প্রথম ঈদ"-সবসময় একটা বটগাছ ছায়া দিত রোদের সময়, বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচাত । রাতের বেল...
31/03/2025

"আব্বারে কবরে রেখে প্রথম ঈদ"
-
সবসময় একটা বটগাছ ছায়া দিত রোদের সময়, বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচাত । রাতের বেলা আকাশের তারা গোণা হতো এই বটগাছের ছায়ায় বসে ।
হঠাৎ বটগাছটা বাতাসে মিলিয়ে যায়, মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত বুঝিনি, এর মর্ম কি । আজ বুঝি ।
মৃত্যুর সাথে সন্ধি করেই জীবনের আগমন । এই সন্ধি ভঙ্গ করার ক্ষমতা জীবনের নেই । তাই জীবনের সাধ্য নেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার । সফল হবেনা জেনেও জীবনের মৃত্যুকে দুরে রাখার হাজারও চেষ্টা । হয়তো আব্বাও চেষ্টা করেছিলেন মৃত্যুকে এড়াতে । কিন্তু পারেননি । হার মানতে বাধ্য হয়েছেন মৃত্যুর কাছে । সবাইকে ফাঁকি দিয়ে মৃত্যু এসে তাকে নিয়ে গেছে দুরে । অনেক দুরে । যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে।
প্রিয় আব্বা,
আপনি কেমন আছেন?
ভাল আছেন তো?
বড্ড বেশী জানতে ইচ্ছে করে ।
আব্বা আপনি কি রাতের আকাশে তারা হয়ে আছেন? সবাই বলে মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায় । তবে আপনি কোন তারাটা আমায় চুপি চুপি এসে বলে যান । আমি কাউকে বলবো না । একা একা প্রান ভরে দেখবো । দেখেন আব্বা, আপনাকে স্থিরচিত্রে আবদ্ধ করে রেখেছি , কিন্তু এ স্থিরচিত্র আপনার মত মুচকি হাসে না, নাম ধরে না ডাকে না , শাসন-বারণ করে না । প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত আপনার বোকা শুনতে ইচ্ছে করে । আমার মন খারাপ দেখলে আপনি পুরো পৃথিবী তছনছ করে একটু খুশি করার চেষ্টা করতেন, সব সময় সাপোর্ট দিতেন । জানেন আব্বা, হাসপাতালের বিছানায় অসংখ্য চুমু দিয়েছিলাম আপনাকে কিন্তু আপনি নীরব ছিলেন । আপনার কি আমাকে চুমু দিতে একটাবারও ইচ্ছে করেনি নাকি ইচ্ছে করেছিল কিন্তু আপনার চুমু দেওয়ার শক্তি ছিল না ‌? জানেন আব্বা, আপনাকে কবরে রেখে আমি ভিশন কেঁদেছিলাম আপনার জন্য । তখন আপনিও কি কেঁদে ছিলেন আমার মত? একটু কি সান্তনা দিতে চেয়েছিলেন?😭
বিশ্বাস করেন আব্বা এই ঈদ আমার কাছে একটুও ঈদের মতো লাগে না, হৃদয়টা তপ্ত মরুভূমি হয়ে আছে ‌। আপনার জন্য মার্কেট করতে পারিনি বলে নিজেও মার্কেট করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছি ।🥲
-
"বাবা"এই চরিত্রটা একটু অদ্ভুত । কখনো হয়ত খুব কাছ থেকে আপনি তাকে পাবেন না । তবে,দূরে গেলেই হয়ত বুঝতে পারবেন বাবা নামক এই মানুষটি আপনার কত কাছে ছিলো । প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা এবং তার ছেলে রাজপুত্র । এই বাবা তার সন্তানের জন্য কতটা ছাড় দিয়ে থাকেন তা হয়ত একটা ছেলে বাবা হওয়ার আগে টের পায় না ।

জানেন, আমাদের দেশের মায়েরা সন্তানদের সারাদিনই বকাবকি করে, আর সে সময়টাতে সন্তানের আশ্রয়স্থল থাকে বাবা । মায়ের বকাবাদ্য হয়ত বাবার কোল পর্যন্ত শোনা যায় না । তাই পরম শান্তিতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া যায় । তবে, বাবারাও হয়ত রাগে । সে সময়টাতে হয়তো মায়ের কোল পর্যন্ত গিয়েও সন্তানের নিস্তার হয় না ।
একটা কথা শুনেছিলাম,একটা মেয়ে তখনই মা হয় যখন সে জানতে পারে সে মা হতে চলেছে । আর একটা ছেলে তখনি বাবা হয় যখন সে তার নিজ সন্তানকে কোলে নিয়ে দুচোখ ভরে দেখতে পারে ।
যাদের বাবা-মা বেঁচে আছে তারা হয়তো জানেন না, এখনো আপনার জন্য কত বড় নেয়ামত দুনিয়ার বুকে আল্লাহ তায়ালা রেখেছেন । সবার নিকট অনুরোধ- নিজের বাবা-মাকে অবজ্ঞা, অবহেলা করার পূর্বে একবার নিজের সন্তানের দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন বাবা-মা আপনার জন্য কেমন ছিলেন এবং আপনার জন্য কি কি করেছেন জীবনে । 🙏
-
পরিশেষে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তা'আলা যেন আমার আব্বাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমিও দোয়া করি সবার বাবা-মা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন 🤲
-
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছগিরা 🤲🙏

Address

Tazumoddin
Bhola
8350

Telephone

+8801540017118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Noman:

Share