16/08/2025
আজকাল অনেক মানুষকে দেখা যায়, তারা নেতার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বা চারপাশে বড় বড় আয়োজন করে, তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে। কিন্তু দুঃখের বিষয়, সেই একই মানুষ হয়তো নিজের বাবা–মায়ের জন্মদিন কবে সেটাই জানে না, কিংবা জানলেও তা নিয়ে কোনো ভালোবাসার প্রকাশ করে না। বাবা–মা, যাদের ত্যাগ, শ্রম আর ভালোবাসায় তারা বড় হয়েছে, যাদের কারণে আজকের এই পৃথিবীতে তাদের অস্তিত্ব, সেই বাবা–মায়ের প্রতি দায়িত্ব আর কৃতজ্ঞতার জায়গায় যদি শুধু নেতার জন্মদিনে সীমাবদ্ধ থাকে, তবে সেটা আসলেই বড় এক ট্র্যাজেডি। মানুষের প্রথম শ্রদ্ধা ও ভালোবাসা হওয়া উচিত নিজের বাবা–মায়ের জন্য ✊