MD RABBI

MD RABBI চিরস্থায়ী কি জানেন। আপনার সুন্দর ব্যবহার মনুষ্যত্ব যেটা মৃত্যুর পরে-ও সবার স্মৃতিতে থেকে যাবে।

25/09/2025

I got over 1,000 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

নৌকার সাথে স্বপ্ন ভাসানো।
21/09/2025

নৌকার সাথে স্বপ্ন ভাসানো।

ইনশাআল্লাহ নেক্সটাইম যাবো, 🥰
21/09/2025

ইনশাআল্লাহ নেক্সটাইম যাবো, 🥰

পাহাড় ডাকছে!

21/09/2025

আগামী মাস এ কেউ বাইক ট্যুর এ সিলেট যাবেন।ভোলা থেকে,,,?

🌿 নদীর তীরে দাঁড়িয়ে মনে হয়—জীবন ঠিক এ নদীর মতোই, কখনো শান্ত, কখনো উত্তাল।প্রকৃতির বুকে এই নীরব মুহূর্তগুলোই আসল সৌন্দর্য...
17/09/2025

🌿 নদীর তীরে দাঁড়িয়ে মনে হয়—
জীবন ঠিক এ নদীর মতোই, কখনো শান্ত, কখনো উত্তাল।
প্রকৃতির বুকে এই নীরব মুহূর্তগুলোই আসল সৌন্দর্য। 🌊☁️💙

রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে...
12/09/2025

রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

ঘটনা পরিক্রমায় এক ট্রাকের হেল্পারের ফোন থেকে ৯৯৯ এ কল আসার পর মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে।

ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


11/09/2025

😥

মন চায় শুধু ছুটে চলতে, যেখানে আছে নতুন দৃশ্য আর নতুন অনুভূতি।
11/09/2025

মন চায় শুধু ছুটে চলতে, যেখানে আছে নতুন দৃশ্য আর নতুন অনুভূতি।

ফিরতি পথে একলা যখন; ফেরার কথা বলবে;শূন্য চোখে তাকিয়ে শুধু ; কথা দাও আবার আসবে।🙂🙂
29/01/2025

ফিরতি পথে একলা যখন; ফেরার কথা বলবে;
শূন্য চোখে তাকিয়ে শুধু ; কথা দাও আবার আসবে।🙂🙂

24/01/2025

আজকে একটা সাইট এ গেলাম কাজ করার জন্য। কিন্তু বাড়িওয়ালার একটা কাজ দেখে কাউকে বুঝাইতে পারে নাই। যে কতটা খারাপ লাগছে। আমাদের কাজ শেষ করতে করতে রাত ১০ টা বেজে গেছে। তার পরেদিন ছাদ ঢালাই । তার জন্য ওই বাড়িওয়ালা ১০০ বস্তা সিমেন্ট রাস্তার পাশে রাখছে। আরো মালামাল আছে। এই জন্য তার বয়স্ক বাবাকে এই শীত এর মধ্যে বাহিরে সিমেন্ট এবং আরো মালামাল পাহারা দেওয়ার জন্য ছোট একটা জায়গার মধ্যে মশারি আর একটা কম্বল দিয়ে গেছে ।😥 আর তার ছেলে বাসায় ঘুমাইতে গেছে। আমার কথা হলো বয়স্ক বাবাকে বাসায় রাইখা নিজে এগুলো তো পাহারা দিতে পারতো? 😐

Address

ভোলা সদর
Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD RABBI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share