29/05/2025
ভোলায় ১৪৩ পরিবার পেল দুর্যোগ সহনশীল ঘর, হাসছে অসহায় মানুষের মুখ
ভোলা জেলার ১৪৩টি পরিবার, যারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে বারবার সর্বস্ব হারিয়েছিল, আজ তারা নিরাপদে, নিজের ঘরে ঘূর্ণিঝড়ের ভয় উপেক্ষা করে নিশ্চিন্তে রাত কাটাচ্ছে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (Rural Humanitarian Link - RHL) প্রকল্পের আওতায়, পিকেএসএফ (PKSF) এবং জিজেইউএস (GJUS)-এর অনবদ্য উদ্যোগে এই দুর্যোগ সহনশীল ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছে। সামান্য বৃষ্টিতেই যাদের ঘরে থাকা দুঃস্বপ্ন হয়ে উঠত, আজ সেই মানুষগুলো শক্তিশালী ঘূর্ণিঝড়েও নিরাপদে বসবাস করছে।
এ প্রসঙ্গে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আবহাওয়া এতটাই খারাপ ছিল যে ড্রোন দিয়ে ছবি তোলা সম্ভব হয়নি। তবে যখন দেখলাম চারপাশে পানি আর পানি, আর মাঝখানে আমাদের সেই অসহায় মানুষগুলোর মুখে নিরাপদ ঘরে থাকার আনন্দের হাসি—সত্যি হৃদয় ভরে গেল। রাতে যদি পানি আরও বাড়েও, তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এটাই দিনশেষে আমাদের সবচেয়ে বড় আনন্দ।”
এ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির মোহিন স্যার এবং সংস্থার পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম ম্যাডাম-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। তাদের কঠোর পরিশ্রম ও নেতৃত্বে আজ ভোলার অগণিত অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
প্রকল্পের গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কাজ করার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, “এই অর্জন কেবল আমার একার নয়, আমাদের টিম ও আমাদের পৃষ্ঠপোষক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফল।” ❤️