Bhola 24

Bhola 24 Bhola 24 online news com

ভোলা জেলা এম্বুলেন্স মালিক সমিতির সম্মানিত সভাপতি ও ভোলা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মিলন হাওলাদার বর্তমা...
12/06/2025

ভোলা জেলা এম্বুলেন্স মালিক সমিতির সম্মানিত সভাপতি ও ভোলা জেলা জিয়া পরিষদের
যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মিলন হাওলাদার বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।
আল্লাহ যেন তাকে শিগগিরই সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন – আমিন।

সবাইকে অনুরোধ, দয়া করে উনার জন্য দোয়া করবেন। Bhola24 online news.com

10/06/2025

ভোলা জেলা ছাত্রদলে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম ভাইয়ের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Bhola 24 online online assignment working

05/06/2025

ভোলা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা Bhola 24 onlinenews.com

05/06/2025

ভোলার ইলিশায় জমজমাট কোরবানির পশুর হাট

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ভোলায় জমজমাট কোরবানির পশুর হাট। প্রতিটা হাটে ক্রেতা বিক্রেতাদের ভীর লক্ষ্য করা যায়। Bhola 24. news.com

29/05/2025

ভোলায় ১৪৩ পরিবার পেল দুর্যোগ সহনশীল ঘর, হাসছে অসহায় মানুষের মুখ

ভোলা জেলার ১৪৩টি পরিবার, যারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে বারবার সর্বস্ব হারিয়েছিল, আজ তারা নিরাপদে, নিজের ঘরে ঘূর্ণিঝড়ের ভয় উপেক্ষা করে নিশ্চিন্তে রাত কাটাচ্ছে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (Rural Humanitarian Link - RHL) প্রকল্পের আওতায়, পিকেএসএফ (PKSF) এবং জিজেইউএস (GJUS)-এর অনবদ্য উদ্যোগে এই দুর্যোগ সহনশীল ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছে। সামান্য বৃষ্টিতেই যাদের ঘরে থাকা দুঃস্বপ্ন হয়ে উঠত, আজ সেই মানুষগুলো শক্তিশালী ঘূর্ণিঝড়েও নিরাপদে বসবাস করছে।

এ প্রসঙ্গে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আবহাওয়া এতটাই খারাপ ছিল যে ড্রোন দিয়ে ছবি তোলা সম্ভব হয়নি। তবে যখন দেখলাম চারপাশে পানি আর পানি, আর মাঝখানে আমাদের সেই অসহায় মানুষগুলোর মুখে নিরাপদ ঘরে থাকার আনন্দের হাসি—সত্যি হৃদয় ভরে গেল। রাতে যদি পানি আরও বাড়েও, তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এটাই দিনশেষে আমাদের সবচেয়ে বড় আনন্দ।”

এ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির মোহিন স্যার এবং সংস্থার পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম ম্যাডাম-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। তাদের কঠোর পরিশ্রম ও নেতৃত্বে আজ ভোলার অগণিত অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

প্রকল্পের গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কাজ করার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, “এই অর্জন কেবল আমার একার নয়, আমাদের টিম ও আমাদের পৃষ্ঠপোষক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফল।” ❤️

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মুকুল মাঝি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খোকন বেপারী...
27/05/2025

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মুকুল মাঝি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খোকন বেপারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন, মনির, বাচ্চু সেখ, তোর মাঝি ও মোস্তফা মাঝি পরিকল্পিতভাবে তাকে কাঁচি দিয়ে আঘাত করেন। 24

23/05/2025

ভোলা সদরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ২ — স্থানীয়দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মুকুল মাঝি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খোকন বেপারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন, মনির, বাচ্চু সেখ, তোর মাঝি ও মোস্তফা মাঝি পরিকল্পিতভাবে তাকে কাঁচি দিয়ে আঘাত করেন। 24

08/05/2025

"ভোলা বাসীর ন্যায্য দাবিতে চলছে আন্দোলন: ডিসি অফিসে প্রধান উপদেষ্টা ও সহকারীর সঙ্গে চলছে আলোচনা"

07/05/2025

bhola24onlinenews

04/05/2025

bhola24onlinenews

30/04/2025

ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালী কীর্তন চৌমুদ্দি হাওলাদার বাড়িতে জমি দখল।

Address

Bhola

Telephone

+8801951357160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhola 24:

Share