Harun-হারুন

Harun-হারুন সত্য কথা বলতে ভয় কিসের ? সত্যবাদীকে তো আল্লাহ পছন্দ করেন।

07/05/2025

নিজেকে অন্যের কাছ থেকে ভালো রাখার উপায়

যারা আপনাকে অকারণে ভুল বুঝে, তারা কি আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কেউ?(মা-বাবা,স্ত্রী,সন্তান)

যদি গুরুত্বপূর্ণ কেউ হয়ে থাকে তবে তাদের সাথে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করুন। তারপরও যদি তারা তাদের ভুল বুঝার উপর স্থির থাকে তাহলে, আর কিছু করার নাই।শুধু তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করুন। এর বেশি ভাবার দরকার নাই।

আর তারা যদি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ না হয় তবে কোন কিছু করার দরকার নাই তারা থাকুক তাদের ভুলের মধ্যে। আপনি আপনার মতো চলতে থাকুন। তাদের নিয়ে ভাবা মানে শুধু শুধু নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করা।

নিজের কাছে সঠিক থাকাটা সবচেয়ে বেশি জরুরি বিষয়।

06/05/2025

জীবনে দুটো অভ্যাস গড়ে তুলুন!
অন্যকে সাহায্য করা, কারো ক্ষতি না করা!

05/05/2025

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি,
কিন্তু চিৎকার করিনি।
কোনো অভিযোগ করিনি।
শুধু নিজেকে সরিয়ে নিয়েছি,
তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি।
তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছো,
কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে,
কিন্তু নিরবতা থেমে থাকবে না।
কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে
ততক্ষণ, যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয়।

কলমেঃ- মাহবুব সরদার সবুজ

02/05/2025

একটা বয়সের পর মানুষ নিজেকে চিনতে শুরু করে,
তখন খুব একটা বেশি কাউকে দরকার হয় না.!

01/05/2025

ইগনোর করার একটা নিয়ম আছে.....!
সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন.....
ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন.....
কিন্তু সে ততদিনে বুঝে যায়,
এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছে'ই ফিরে ফিরে আসবে.....
এর আর কোথাও যাওয়ার নেই.....
তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না.....
লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে'ই থাকে.....

এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন,
আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না,
সেদিন থেকে সম্পর্কটা'ই শেষ হয়ে যাবে.....!

24/04/2025

আমি দৌড়াচ্ছি -অসমাপ্ত চাহিদার পিছনে,এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম,একদিন পূর্ণ হবো,ভেবেছিলাম সব পাওয়া যাবে!
কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-আমি ফাঁকা, আমার ভেতর শূন্যতার গর্জন,
যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি,ছুঁতে গেলেই বিলীন!
আমি শুধু এক অস্তিত্বহীন উপমা - নামহীন, রুপহীন, শূন্যতাই গড়া!💔

20/04/2025

জীবনের কঠিন সত্যগুলো, যেগুলো আমাদের বদলে দেয়...

জীবন কখনোই সহজ ছিল না, আজও নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি—কখনো স্বপ্নের পেছনে ছুটছি, আবার কখনো সেই স্বপ্নের ভাঙাচোরা টুকরো কুড়িয়ে নিচ্ছি। কিছু উপলব্ধি আছে, যা আমাদের ভিতরটা নাড়িয়ে দেয়, ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয়। আজ তেমন কিছু সত্য কথা শেয়ার করছি—যেগুলো হয়তো তোমার জীবনেও আলো ফেলবে।

১. সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না...
তুমি ভাবতে পারো, চারপাশের সবাই তোমার কথা ভাবছে, তোমাকে বিচার করছে। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেকে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারও মনে খুব একটা দাগ কাটে না। তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করো না।

২. কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ...
তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত, ভাঙা মন, আর ক্লান্ত দেহ। সহজে কিছুই আসে না। সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে—তবুও থেমে যেও না। এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে।

৩. সবাই ভালো চায় না তোমার জন্য...
তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও, তা মানেই না যে তারা তোমার জন্যও একইটা চায়। মুখে হাসলেও মনে বিষ ঢেলে রাখে অনেকেই। তাই চোখ খোলা রাখো—সবাইকে বিশ্বাস করো না, কিন্তু সবাইকে সম্মান দাও।

৪. জীবন সবসময় ন্যায্য আচরণ করে না...
তুমি পরিশ্রম করছো, কিন্তু ফল পাচ্ছো না—অন্য কেউ সামান্য চেষ্টা করেই সফল। এটা অসমতা মনে হতে পারে, কিন্তু এই রকম বৈষম্যই জীবনের বাস্তবতা। তুমি শুধু হাল ছেড়ো না—সময় একদিন ঠিকই পাল্টাবে।

৫. টাকা সুখ কিনতে না পারলেও, অভাব অনেক কিছু কেড়ে নেয়...
যারা বলে “টাকায় কিছু হয় না”—তারা হয়তো টানাপোড়েনের যন্ত্রণা বোঝেনি। টাকা প্রয়োজন, কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয়। তবে মনে রাখো, টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও।

৬. সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না...
একসময় যাদের ছাড়া জীবন অচল মনে হতো, তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময়, মনোযোগ ও ভালোবাসা—all three দিতে হয়। নাহলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায়।

৭. ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না, শেখার সুযোগ...
ভুল করবে, হেরে যাবে, লোকে হাসবে—তবুও থেমো না। যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে। হেরে গিয়ে শেখো, উঠে দাঁড়াও—তাহলেই জয়ের হাসিটা একদিন তোমারই হবে।

৮. একা থাকা মানেই দুর্বলতা নয়...
জীবন তোমাকে একা করে দেবে অনেক সময়। কিন্তু সেই একাকীত্বেই তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে। মানুষ বদলে যায়, দূরে সরে যায়—কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো, তাহলে তুমিই বিজয়ী।

৯. কিছুই চিরকাল থাকে না...
ভালো সময়, খারাপ সময়—সবই বদলে যায়। তাই খারাপ সময়ে ভেঙে পড়ো না, আর ভালো সময়েও অহংকার করো না। সময়ের উপর ভরসা রাখো, কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায়।

১০. সবাই পাশে থাকবে না...
তুমি যত ভালোই হও, সবাই তোমার পাশে থাকবে না। কেউ আসবে শেখাতে, কেউ থাকবে ভালোবাসতে—আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে। যারা থেকেছে, তাদের ধরে রাখো; আর যারা চলে গেছে, তাদের ছেড়ে দাও।

১১. নিজের জন্য সময় রাখো...
তুমি সবাইকে সময় দিচ্ছো, দায়িত্ব নিচ্ছো—কিন্তু নিজেকে কি সময় দিচ্ছো? নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা—এইগুলোকেও গুরুত্ব দাও। নয়তো একদিন হয়তো নিজেকেই চিনতে পারবে না।

১২. জীবন তোমার, সিদ্ধান্তও তোমার...
কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, তোমার কষ্ট বুঝবে না। তাই নিজের জন্য লড়তে শিখো। কারণ এই জীবন একটাই—এবং সেটা কেমন হবে, তার চাবিকাঠি তোমারই হাতে।

জীবন কখনো সহজ হয় না, তবে এই উপলব্ধিগুলো তোমাকে আরও শক্ত, আরও সচেতন করে তুলবে। জীবনকে ভালোবাসো, কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শেখায়।

20/04/2025

ভালোবেসে বিয়ে করার চেয়ে।
ভালো 'মানুষকে' বিয়ে করতে পারা বেশি গর্বের! 🖤🌸

18/04/2025

সৎ হন, সুন্দর থাকুন, " আগাছা না হয়ে, ফুল হন"🧡🌼

16/04/2025

প্রথম দেখায় প্রেম বলে আসলে কিছু নেই। জগতে এমন কিছু ঘটে না কখনো। একটা মানুষের প্রেমে পরতে হলে প্রথমবার দেখাই যথেষ্ট না। প্রথম দেখাতে বড়জোর একটা মানুষকে ভালো লাগে। আর কৈশোর না পেরোনো ইন্টার বা তার নিচের শ্রেণিতে পড়ুয়া বাচ্চা গুলো ওটাকে প্রেম মনে করে। ধরুন আপনি একটা মানুষকে এপ্রিলের শুরুতে দেখলেন। আপনার ভালো লাগলো। মাঝে মাঝেই আপনি তাকে দেখেন আপনার মনে একটা ভালো অনুভূতি জাগে। কিন্তু তার অনুপস্থিতি আপনাকে খোঁচায় না। আপনি প্রেমে পরেননি। মাঝখান দিয়ে অনেকদিন দেখা নেই। আপনার কোনো বিকার নেই। সবকিছু ঠিকঠাক। আপনি প্রেমে পরেননি।

কিন্তু বেশকিছু দিন পরে আপনি আবার টানা কয়েক দিন সেই মানুষটাকে দেখলেন। ধরুন সেপ্টেম্বর মাসে। আর খেয়াল করলেন মানুষটার প্রত্যেকটা পদক্ষেপ আপনি পড়ে নিয়েছেন। আপনার মস্তিষ্কের একটা অংশ সারাক্ষণ সেই মানুষটার কথা ভাবছে। তার অনুপস্থিতি আপনাকে পিড়া দিচ্ছে। তার উপস্থিতিতে আপনার অ্যাড্রেনালিনের চাপ বাড়ছে আপনি ভয় পাচ্ছেন। তার দর্শনে আপনার হৃদ স্পন্দনের ছন্দপতন হচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছে বুকের ভিতর কেউ ছুরি দিয়ে অনবরত জখম করে চলেছে কিন্তু ব্যপারটা আপনার ভালোই লাগছে।
সাবধান! এমনটা হলেই আপনি ফেঁসে গেছেন। একদম সত্যিকারের ভালবাসায় ফেঁসে গেছেন। যার থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন।

এই জিনিস আপনাকে একটা কূটনৈতিক যুদ্ধে নামিয়ে দিবে। পরিস্থিতিটা হবে সাগরের বাস্তুতন্ত্রের মতো। প্রতিটা দিন আপনাকে লড়াই করতে হচ্ছে আরো অনেক প্রতিদন্দীর সাথে। আপনার অবস্থাটা এমন হবে যে আপনি না পারবেন হাঁটতে আর না পারবেন পথ ছাড়তে। ধরতে গেলে মনে হবে, যদি হারিয়ে যায়?
আর না ধরলে ভয়ে থাকবেন যদি অন্য কেউ চলে আসে। আপনার সরল মনের জটিল কূটনৈতিক যুদ্ধে আপনি হয়তো দিশেহারা হয়ে পরবেন। কখনো আবেগের বশে হুটহাট সিদ্ধান্ত নিবেন। এতে বাঁচা-মরার সম্ভাবনা ৫০%-৫০%। আর নয়তো বিবেকের ডাকে সায় দিয়ে ধৈর্য ধরবেন।

এই বিবেকের কথা শুনলেই আপনি শেষ। আপনার আর ১% সম্ভাবনাও থাকবে না। হাজার স্ট্রাটেজিক প্ল্যান করে রাখলেও না। তবে যদি কাকের মাথায় কখনো তাল পরে তাহলে ভিন্ন হিসেব। একটা সময় আপনি যখন বুঝবেন খাদের কিনারায় চলে এসেছেন। তখন আপনি মরিয়া হয়ে উঠবেন। তখন ধর্মীয় আর বৈজ্ঞানিক সমস্ত তত্ত্ব এক করে হলেও অসম্ভবকে সম্ভব করার একটা সম্ভাবনা খুঁজবেন। যখন বুঝবেন ওগুলো সবই আপনার সাধ্যের বাইরে। তখন নিজেকে নিচে নামাতে নামাতে একদম তলানিতে গিয়ে ঠেকবেন। কিন্তু দেখবেন কোনো ফাঁয়দা নেই। অন্যকেউ এসে পরিস্থিতি নিজের আওতায় নিয়ে নিবে। আপনি হয়তো কিছুদিন মনমরা হয়ে থাকবেন। নিয়মিত ধূম্র-সেবকদের রিজিকে হানা দিবেন। সমাজ-সংসারের চিন্তা ছেড়ে দিয়ে একা হয়ে থাকবেন। আর শ্রোডিঞ্জারের বিড়ালের বাঁচা-মরার হিসেব কষে স্ট্রিং তত্ব'কে মেনে নিয়ে ভাববেন, মহাবিশ্বের কোথাও না কোথাও সবকিছু ঠিক সেভাবেই চলছে, যেভাবে আপনি চেয়েছিলেন।

দেখতে দেখতে বছর ফুরাবে। আর বছর শেষে আপনি উপলব্ধি করবেন। জীবন আসলে মন্দ কাটছে না। থেমেও থাকছে না। জীবনের নিয়মেই বয়ে যাচ্ছে মহাকালের অনন্ত পথ ধরে। সবকিছুই ঠিক আছে। দিন-রাত, সূর্যদয়-সূর্যাস্ত, জোয়ার-ভাটা, আগুন-পানি, আপনি-সে। সবই স্বাভাবিক নিয়মে মহাবিশ্বের এনট্রপি বাড়িয়ে চলেছে। আর চলবে। জীবনে আসলে অনেক কিছু দেখার আছে। আপনাকে শুধু ধৈর্য ধরে সাহস নিয়ে সেসব দেখতে হবে। না পারলেই আপনি হেরে যাবেন।

11/04/2025

Reality কি জানেন?

যে যতো মিশুক হয় মানুষ তাকে ততো সস্তা মনে করে।

Address

Bhola

Telephone

+8801752074744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun-হারুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun-হারুন:

Share