Huffzul Quran Foundation Bangladesh, Bhola Jila Uttar

Huffzul Quran Foundation Bangladesh, Bhola Jila Uttar হাফেজে কুরআনদের অরাজনৈতিক ফাউন্ডেশন

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা উত্তর এর সমর্থন ও অংশগ্রহণের আহ্বান।ফিলিস্তিনের গাজায়...
16/04/2025

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা উত্তর এর সমর্থন ও অংশগ্রহণের আহ্বান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং বিশ্বজনমত গঠনের লক্ষ্যে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ" ভোলা কর্তৃক আয়োজিত "মার্চ ফর গাজা" কর্মসূচির প্রতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা উত্তর এর পূর্ণ সমর্থন জানাচ্ছে।

আজ ১৬ই এপ্রিল ভোলায় অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল কুরআনপ্রেমী, আলেম, ছাত্র, শিক্ষক ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা উত্তর এর সেক্রেটারি, সভাপতি'সহ সকল সদস্যবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, "গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এই জুলুমের বিরুদ্ধে সকল শান্তিপ্রিয় মানুষকে সোচ্চার হতে হবে।"

তারা আরও বলেন, "এই কর্মসূচির মাধ্যমে আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।"

প্রচারেঃ হাফেজ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদক: হুফ্ফাজুল কোরআন ফাউন্ডশন বাংলাদেশ, ভোলা- জেলা, উত্তর।

16/04/2025
প্রশিক্ষণে আসার যাতায়াতের ঠিকানা—
31/01/2025

প্রশিক্ষণে আসার যাতায়াতের ঠিকানা—

সুস্থ্যতার জন্য দোয়া কামনা—
30/01/2025

সুস্থ্যতার জন্য দোয়া কামনা—

হুফ্ফাজুল কোরআন কর্তৃক বোর্ড পরীক্ষা নোটিশ—ভোলা জেলাধীন সকল হিফজ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুফ্ফাজুল ক...
30/01/2025

হুফ্ফাজুল কোরআন কর্তৃক বোর্ড পরীক্ষা নোটিশ—

ভোলা জেলাধীন সকল হিফজ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তিক বোর্ড পরীক্ষা যেহেতু ভোলায় এই প্রথম, তাই শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের কথা মাথায় রেখে (বাস্তবায়নের সুবিধার্থে) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কমিটির শীর্ষ মুরুব্বীদের (পরীক্ষা নিয়ন্ত্রক) পরামর্শে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র নির্ধারণ হয়।

যে সকল প্রতিষ্ঠান হুফফাজ কর্তৃক নিবন্ধিত হয়েছে, সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত পরীক্ষার ফি এর মাধ্যমে ফরম পুরা করে দ্রুত সময়ের মধ্যে জমা দিয়ে দেওয়ার অনুরোধ রইলো।

এবং যে সকল প্রতিষ্ঠান এখনো নিবন্ধিত হয়নি—
সে সকল প্রতিষ্ঠান পরিচালকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইলো! দ্রুত সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠান হুফফ্জ কর্তৃক নিবন্ধন করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিন।

বিস্তারিত তথ্যের জন্য— মুঠোফোন 01767-199198

বার্তা প্রেরক ;
হাফেজ মুহাঃ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদকঃ- হুফ্ফাজুল কোরআন
ফাউন্ডশন বাংলাদেশ: ভোলা জেলা, উত্তর।

বিশেষ ঘোষণা.. হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা কর্তৃক হুফফাজুল কুরআন প্রতিযোগিতা আগামী ৭ তারিখ রোজ শনিবার। স্...
04/12/2024

বিশেষ ঘোষণা..
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা কর্তৃক হুফফাজুল কুরআন প্রতিযোগিতা
আগামী ৭ তারিখ রোজ শনিবার।

স্থান: আনাস বিন মালেক (রাঃ) কমপ্লেক্স
সময়: সকাল ৮টা

অতএব: যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যথা সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

বিশেষ দ্রষ্টব্য :
ফরম গ্রহণের সময় শেষ
কেউ এ ব্যাপারে অনুরোধ করবেন না
প্রচারে:- প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি।

"ইসলামী মহা সম্মেলন" যোগদানের লক্ষ্যে—হুফফাজ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পক্ষ থেকে আহ্বান। ______...
03/11/2024

"ইসলামী মহা সম্মেলন" যোগদানের লক্ষ্যে—
হুফফাজ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
ভোলা জেলা উত্তর শাখার পক্ষ থেকে আহ্বান।
________________________________________

ওলামা মাশায়েখদের আহব্বানে আগামী ৫ই নভেম্বর/২০২৪ ইং রোজ মঙ্গলবার— ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহা সম্মেলনের যোগদানের লক্ষ্যে হুফফাজ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পক্ষ থেকে সকলকে উক্ত মহাসম্মেলনে যোগদানের আহ্বান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায়— ভোলা সদর উপজেলা থেকে ক্রিস্টাল ক্রুজ লঞ্চ রাত ১১ টায় ইলিশা ঘাট থেকে ছেড়ে যাবে। যাতায়াত ভাড়া বাবদ= ৩০০/-৳ নির্ধারণ হয়েছে।

লঞ্চের কেবিন বুকিং জন্য সার্বিক যোগাযোগ—
সৈয়দ মাকসুদুর রহমান +88 01711- 377758
হাফেজ আব্দুর রাজ্জাক +88 01767-199198

________________________________________
❑ আহবানে:
আলহাজ্ব হাফেজ মুহাঃ আফজাল হুসাইন (দাঃবাঃ)
সভাপতিঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।

❑ জনাব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক (দাঃবাঃ)
সাংগঠনিক সম্পাদকঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।
________________________________________

বার্তা প্রেরক ; হাফেজ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদকঃ- হুফ্ফাজুল কোরআন ফাউন্ডশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর।

একটি শোক সংবাদ...অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা— খলিফাপট্টি সংলগ্ন, (সুবাহা...
31/10/2024

একটি শোক সংবাদ...

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,

তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা— খলিফাপট্টি সংলগ্ন, (সুবাহানাল্লাহ টাওয়ার) ওয়েষ্টার্ণ পাড়া, ভোলা। এর পরিচালক ❛হাফেজ খালেদ সাইফুল্লাহ❜ ক্যানসারে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর ২৪ ইং— ২৭শে রবিউল ১৪৪৬ হিঃ) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

❛ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❜

আমরা হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, ও তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ্ তা'আলা তার সকল ভালো কাজগুলো কবুল করুন এবং ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। "আমীন"

বার্তা প্রেরক; হাফেজ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদক; হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা- উত্তর।

প্রিয়, হুফ্ফাজুল কেরামগণ— ভোলা উত্তর।আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রতিযোগিতা বাস্তবায়নের সুবিধার্থে— আজ...
17/10/2024

প্রিয়, হুফ্ফাজুল কেরামগণ— ভোলা উত্তর।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
জেলা প্রতিযোগিতা বাস্তবায়নের সুবিধার্থে— আজ ১৭ই অক্টোবর/২৪ ইং রোজ বৃহস্পতিবার; হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলা উত্তর কমিটির শীর্ষ মুরুব্বীদের পরামর্শে প্রতিযোগিতা ও ফরম জমা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়।
____________________________________________

✪ ভোলা জেলা উত্তর হিফজ প্রতিযোগিতা ✪

আগামী ০৭ ই ডিসেম্বর/২৪ইং রোজ শনিবার সকাল ০৮ ঘটিকায় আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স, চরনোয়াবাদ। ভোলা সদর এ অনুষ্ঠিত হবে। (ইনশাআল্লাহ্‌) সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা গেলো।
_____________________________________________

✪ হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী ✪

• প্রতিযোগীকে অবশ্যই কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। একই মাদ্রাসার একই গ্রুপে ০৭ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেনা।

• ইতিপূর্বে যারা যে গ্রুপে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে, তারা সে গ্রুপে অথবা তার নিচের গ্রুপে অংশগ্রহণ করতে পারবে না।

• প্রতিযোগীকে অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বে, নাম ঠিকানা ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে আবেদন করে জমা দিতে হবে।

• জেলা পর্যায়ে বাছাইকৃত প্রতি গ্রুপের ০৭ জন বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

• বিভাগীয় প্রতিযোগিতায় নির্বাচিত প্রতি গুরুপে ০৭ জন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

• জেলা প্রতিযোগিতায় নির্বাচিত প্রতি গ্রুপের ০৭ জনকে পুরস্কার প্রদান করা হবে, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে।

> বিচারকমণ্ডলীর রায়-ই চূড়ান্ত বলে বিবেচিত হবে <

বিশেষ দ্রষ্টব্য ;
৩ই ডিসেম্বর এর পরে কোন ফরম জমা নেওয়া হবে না, অতএব ; ঘোষণা অনুযায়ী ৩ই ডিসেম্বর/২৪ ইং এর মধ্যেই ফরম জমা দিতে হবে। ৩ই ডিসেম্বরের পরে কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না।

_____________________________________________

☞ প্রতিযোগিতার গ্রুপসমূহ :
☞ ০৫ পাড়া গ্রুপঃ (যেকোনো) অনূর্ধ্ব ১০ বছর
☞ যে কোন ১০ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১২ বছর।
☞ যে কোন ২০ পারা (ধারাবাহিক) অনূর্ধ্ব ১৫ বছর।
☞ পূর্ণ ৩০ পারা গ্রুপঃ (অনূর্ধ্ব ১৮ বছর)

_____________________________________________

✪ ফরম প্রাপ্তি ও জমার স্থান ✪

• সকল প্রতিযোগীকে আগামী ৩ই ডিসেম্বর/২৪ ইং এর মধ্যে স্ব-স্ব স্থানের দায়িত্বশীলদের কাছ থেকে ফাউন্ডেশনের নির্ধারিত ফরম ১০০/- টাকার বিনিময়ে সংগ্রহ করে, ফরমে নাম ঠিকানা ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ আবেদন করে ৩ই ডিসেম্বর/২৪ ইং এর মধ্যে জমা দিতে হবে।

➤ ভোলা সদর থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01767-199198

➤ দৌলতখান থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ সানাউল্লাহ সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01716- 537574

➤ বোরহানউদ্দিন থানাধীন :
সকল প্রতিযোগীকে জনাব হাফেজ জাকির হোসেন সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ : ✆ +88 01716- 883102

_____________________________________________

জেলা প্রতিযোগিতা বাস্তবায়নের সুবিধার্থে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ ও পরামর্শ করার অনুরোধ রইলো।

আপনাদের দেওয়া মতামত/পরামর্শের ভিত্তিতে, আহ্বায়ক কমিটি— জেলা কমিটির উপরস্থ সদস্যবৃন্দের সাথে পরামর্শ করবেন।

➤ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা হলেন ↓↓

❑ জনাব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মুহাঃ মাইনুদ্দিন (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মুহাঃ মাসুম বিল্লাহ্ (দাঃবাঃ)
❑ জনাব হাফেজ মাওঃ মাহমুদ হাসান (দাঃ বাঃ)
❑ জনাব হাফেজ মুহাঃ মাহবুবুর রহমান (দাঃ বাঃ)
❑ জনাব হাফেজ মুহাম্মদ সানাউল্লাহ (দাঃ বাঃ)

_____________________________________________

❑ অনুরোধক্রমেঃ
আলহাজ্ব হাফেজ মুহাঃ আফজাল হুসাইন (দাঃবাঃ)
সভাপতিঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।

❑ আলহাজ্ব হাফেজ মাওঃ ইসমাঈল হোসেন (দাঃবাঃ)
সিনিয়র সহ-সভাপতিঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।

❑ আলহাজ্ব হাফেজ মাওঃ মিজানুর রহমান (দাঃবাঃ)
সাধারণ সম্পাদকঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।

❑ জনাব হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক (দাঃবাঃ)
সাংগঠনিক সম্পাদকঃ- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ: ভোলা জেলা- উত্তর জোন।

বার্তা প্রেরক ;
হাফেজ ফয়সাল বিন শাহজাহান
প্রচার সম্পাদকঃ- হুফ্ফাজুল কোরআন
ফাউন্ডশন বাংলাদেশ: ভোলা জেলা, উত্তর।

হিফজ শিক্ষক প্রশিক্ষণ— অংশগ্রহণের নিয়মাবলী।
17/10/2024

হিফজ শিক্ষক প্রশিক্ষণ— অংশগ্রহণের নিয়মাবলী।

প্রশিক্ষণ কোর্স বার্তা
__________________
প্রশিক্ষণে ভর্তির শর্তাবলী
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স
⏭️
আগামী ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর ২০২৪, শুক্র, শনি, রবি ও সোমবার ৪ দিন ভর্তি কার্যক্রম চলবে।
প্রত্যেহ বাদ ফজর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে,
🌍
স্থান: দ্বীন মোহাম্মদ মসজিদ কমপ্লেক্স ( সাবেক নাম: আল আশরাফ মসজিদ কমপ্লেক্স, কেরানীগঞ্জ, নারিকেলবাগ কবরস্থান থেকে ৩০০ গজ পশ্চিমে নতুন সিএনজি পাম্পের অপর পার্শে।
💰 ভর্তি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ খরচ ৭৮২০/-
💰 কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদেরকে সনদপত্র পদ্রান করা হয়। সনদ ফি ৫০০/-
✅ ওয়েবসাইটে প্রশিক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন।

Huffazulquran.org

যোগাযোগ
__________
01923288370 / 01711908129
01719357589 / 01947956284
01627-445247/ 02223368565

Address

Bhola Sadar Upazila
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Huffzul Quran Foundation Bangladesh, Bhola Jila Uttar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Huffzul Quran Foundation Bangladesh, Bhola Jila Uttar:

Share

Category