SAHIN ALOM

SAHIN ALOM আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

18/07/2025

জাতীয় সম্মেলন 2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী

18/07/2025

জাতীয় সম্মেলন 2025 এর উদ্দেশ্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী

07/05/2025

ইসরাইল ফিলিস্তিনের গাজায় হামলা করে সন্ত্রাসী বলে,
ভারত পাকিস্তানের মসজিদে হামলা করে সন্ত্রাসী বলে,
এখন যারা ইসরাইলের বিপক্ষে আর ভারতের পক্ষে কথা বলেন,
এইটা তো মুনাফেকের আলামত?

ভোলা: অবহেলিত এক সম্ভাবনার নামবাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ দ্বীপ জেলা — ভোলা। অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর সম্ভাবনার পায়ে ...
19/04/2025

ভোলা: অবহেলিত এক সম্ভাবনার নাম

বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ দ্বীপ জেলা — ভোলা। অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর সম্ভাবনার পায়ে শিকল পড়েছে দীর্ঘ দিনের অবহেলা ও বৈষম্যের।

ভোলায় কি নেই?
➡️ রয়েছে প্রাকৃতিক গ্যাস, যা উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
➡️ রয়েছে নদীর অমূল্য উপহার ইলিশ, কিন্তু সেই ইলিশই দামি হয়ে ওঠায় ভোলার অনেক পরিবার খেতেই পারে না।
➡️ সুপারি, নারকেল, দই — আমাদের স্থানীয় পণ্যে রয়েছে জাতীয় স্বীকৃতি।

তবুও বিনিময়ে কী পাচ্ছে ভোলা?

১. চিকিৎসা ব্যবস্থার করুন চিত্র:
গ্রাম পর্যায়ে একটু জটিল রোগ বা দুর্ঘটনা হলেই ছুটতে হয় জেলা শহরে, সেখান থেকেও পাঠানো হয় বরিশালে। ভোলার মানুষ যেন এখনো আধুনিক চিকিৎসা সুবিধার বাইরে!

২. যাতায়াত ব্যবস্থার বেহাল দশা:
ভোলার সাথে দেশের আর কোনো জেলার সরাসরি সড়কপথ নেই। নদীপথই একমাত্র ভরসা। বহু বছর ধরে 'ভোলা-বরিশাল সেতু'র কথা বলা হলেও তা আজও বাস্তব হয়নি। বাধা তৈরি করে রেখেছে লঞ্চ সিন্ডিকেট আর সুবিধাভোগী মহল।

৩. অর্থনৈতিক উন্নয়ন যেন কল্পনা:
সড়ক যোগাযোগ না থাকায় গড়ে ওঠেনি বড় কোনো গার্মেন্টস, ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি আটকে আছে দুর্বল অবকাঠামোর ফাঁদে।

৪. শিক্ষা ও বিদ্যুৎ:
চরাঞ্চলের অনেক স্থানে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। প্রাথমিক শিক্ষার সুযোগ নেই বহু চরে। মূল শহরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ।

৫. নদীভাঙন: এক জীবন্ত আতঙ্ক:
প্রতি বছর হাজার হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হচ্ছে। চরাঞ্চলের মানুষ নিরাপত্তার খোঁজে শহরে ছুটে আসছে, বাড়ছে জনসংখ্যার চাপ, জমির দাম, এবং পরিবেশগত সংকট।

ভোলা বঞ্চিত, ভোলা অবহেলিত — আর নয়!
ভোলার এই দীর্ঘ দিনের বঞ্চনার অবসান চাই।

আপনারা, ভোলার সচেতন নাগরিকরা, এগিয়ে আসুন।
ভোলার কথা বলুন, দাবি তুলুন —
সরকারি মেডিকেল কলেজ চাই।
সরকারি বিশ্ববিদ্যালয় চাই।
ভোলা-বরিশাল সেতু চাই।
নদীভাঙন প্রতিরোধ চাই।
বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা — চরাঞ্চল পর্যন্ত পৌঁছাতে হবে।

ভোলা কোনো উপেক্ষিত নাম নয় — এটি দেশের দক্ষিণের সম্ভাবনার প্রতীক।
চুপ থাকলে পিছিয়ে পড়বো — আওয়াজ তুললে বদলে যাবে ইতিহাস!

বাংলাদেশ জামায়াতে ইসলামী
17/04/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ড. মুহাম্মদ ইউনূস
16/04/2025

ড. মুহাম্মদ ইউনূস

মার্চ ফর গাজা
12/04/2025

মার্চ ফর গাজা

10/04/2025
28/03/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী টগবী ইউনিয়ন কর্তৃক ইফতার মাহফিল
বোরহানউদ্দিন, ভোলা

28/02/2025

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বোরহানউদ্দিন, ভোলা

25/01/2025

অধ্যাক্ষ মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কর্মী সম্মেলন, ভোলা জেলা

24/01/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্যে টগবী ইউনিয়নের মটরসাইকেল শোডাউন

Address

Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAHIN ALOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHIN ALOM:

Share

Category