
18/04/2025
চুল বাইন্ধা রাখতে পারোস না?
:বান্ধনের লাইগা তো ফিতা লাগবো, পামু কই?
কাইল কাগজ খুঁইট্যা যা পামু, ওইখান থাইকা তোরে ফিতা কিইন্যা দিমুনি।
:কিনলেও আমি চুল ছাইড়া দিয়াই রাখুম। আমার চুল বান্ধনের লাইগা দিনে একবার হইলেও আফনের হাত আমার মাথায় পড়তেছে। ফিতা দিয়া চুল বান্ধিলে তহন আমি এই সুখ পামু ক্যামনে?