Al Aqsa Mart-আল আকসা মার্ট

Al Aqsa Mart-আল আকসা মার্ট ইসলামিক বই এবং হালাল পণ্য ঘরে বসেই অর্ডার করুন আমাদের কাছেই..
যোগাযোগ: 01749927082 (Whatsapp)

“পর্দা গাইডলাইন” বইয়ের রিভিউ : আমি এর আগে পর্দা নিয়ে দুইটি বই পড়েছি। এটা তিন নাম্বার। পড়ার ক্ষেত্রে তিন নাম্বার হলেও এই ...
14/09/2025

“পর্দা গাইডলাইন” বইয়ের রিভিউ :

আমি এর আগে পর্দা নিয়ে দুইটি বই পড়েছি। এটা তিন নাম্বার। পড়ার ক্ষেত্রে তিন নাম্বার হলেও এই বই আগের সবগুলোর চেয়ে সেরা। এই বইটির কাজ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সহজ সরল ভাষায় লিখা, যা সহজে সবাই বুঝতে পারবেন।

বইটি বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে লিখা। আমরা যারা শহরে আছি তাদের জন্য খুবই দরকারি। কারণ শহরে যারা পর্দা করে তাদের অজান্তে অনেক কারণে বেপর্দা হয়ে যায়। অনেক বোন আছেন যারা পর্দা করতে চান কিন্তু পরিবেশ পাচ্ছেন না, তারা কীভাবে পর্দা করবেন, এটা নিয়ে বেশ সুন্দর আলোচনা আছে ।

এই বইটি বোনদের সাথে ভাইদের জন্যও দরকারি, কারণ ভাইরাই পারেন পর্দার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিতে।

রিভিউ লিখেছেন: নুসাইবা

সত্যিকারের জ্ঞান খুঁজছেন? 🤔শাইখ মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমীন (রহ.)-এর কালজয়ী গ্রন্থ 'ফতোয়া আরকানুল ইসলাম' আপনার জন্...
14/09/2025

সত্যিকারের জ্ঞান খুঁজছেন? 🤔
শাইখ মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমীন (রহ.)-এর কালজয়ী গ্রন্থ 'ফতোয়া আরকানুল ইসলাম' আপনার জন্য সেরা সমাধান। ইসলামের মূল ভিত্তিগুলো নিয়ে সঠিক ও নির্ভরযোগ্য ফতোয়া পেতে এই বইটি অপরিহার্য। এটি শুধু একটি বই নয়, বরং আপনার দ্বীনি জীবনের এক নির্ভরযোগ্য পথপ্রদর্শক।
সীমিত স্টক! তাই দেরি না করে আজই অর্ডার করুন!

05/09/2025

জুম্মার খুতবাহ কোন ভাষায় হবে?
🎙️ কামাল উদ্দিন জাফরি হাফিঃ

04/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

গীবতের ভয়াবহতা জানেন?
04/09/2025

গীবতের ভয়াবহতা জানেন?

আছে নাকি? পড়ছেন? নাকি এখনো সংগ্রহ করেন নি?
04/09/2025

আছে নাকি? পড়ছেন? নাকি এখনো সংগ্রহ করেন নি?

▌রেইন্ড্রপস এর সীরাহ মুহাম্মাদ ﷺ নিয়ে কিছু কথা।বাংলা ভাষায় রাসূলুল্লাহর ﷺ একাধিক সীরাহ থাকা সত্ত্বেও আমরা এই সীরাহতে হা...
04/09/2025

▌রেইন্ড্রপস এর সীরাহ মুহাম্মাদ ﷺ নিয়ে কিছু কথা।

বাংলা ভাষায় রাসূলুল্লাহর ﷺ একাধিক সীরাহ থাকা সত্ত্বেও আমরা এই সীরাহতে হাত দিয়েছি মূলত দুটি কারণে। একটা হলাে, মুসলিমরা সীরাহকে গল্প হিসেবে পড়ে, কিন্তু সেখান থেকে কিছু শেখে না। এই সমাজের আবু জাহেল কিংবা মুনাফিক্ব আবদুল্লাহ ইবন উবাইদেররকে তারা চিনতে পারে না। এই সীরাহতে প্রায় প্রতিটি ঘটনা থেকে কী শেখার আছে তা নিয়ে আলােচনা করা হয়েছে।

দ্বিতীয় ব্যাপারটি ভাষাগত। দীর্ঘদিন ধরে ইসলামকে আমাদের দেশের মূলধারার শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়ায় ইসলামী সাহিত্যের সাথে সাধারণ মানুষের বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের দেশের স্কুল-কলেজগুলােতে যে ধরনের সাহিত্য আমরা পড়েছি, সেগুলাের সাথে ইসলামী সাহিত্যকর্মের ভাষাগত ব্যবধান তৈরি হওয়ায় বরেণ্য আলিমদের লেখা বইগুলাে পড়েও মানুষ যথাযথভাবে উপকৃত হতে ব্যর্থ হচ্ছে। এই সীরাহ সেই ব্যবধানকে কমিয়ে আনার প্রয়াস। চৌদ্দশাে বছর আগের কথাগুলাে যেন আমরা আমাদের পরিস্থিতির সাথে মেলাতে পারি, সেই সময়ের আলােয় নিজেদের দেখতে পারি সে জন্য প্রয়ােজন ভাষাগত দেয়ালটি ভেঙে ফেলা। সে উদ্দেশ্যে এই সীরাহতে কাহিনিগুলােকে বর্ণনা করা হয়েছে কিছুটা আধুনিক যুগের ঢঙে, যেন পাঠক স্বাচ্ছন্দ্যের সাথে নবীজির যুগে প্রবেশ করতে পারে।

এই সীরাহর বিষয়বস্তুগুলাে মূলত নেওয়া হয়েছে শাইখ আলি আস-সাল্লাবির রচিত সীরাহ এবং আর-রাহীকুল মাখতুম থেকে। রেইনড্রপস এর ভাইবােনেরা চেয়েছে কেবল একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় সীরাহ উপহার দিতে, যেন রাসূলুল্লাহকে ﷺ আমরা ভালােবাসতে পারি, তাঁর জন্য জীবন দিতে পারি।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।

জিম তানভীর
সম্পাদক
©️
[বইগুলো অর্ডার করতে ইনবক্স করুন ইনশাআল্লাহ]


আকিদা বিষয়ক একগুচ্ছ বই।
04/09/2025

আকিদা বিষয়ক একগুচ্ছ বই।

সুন্দর  না?
04/09/2025

সুন্দর না?

বর্তমান প্রজন্মের ভাই বোনদের বইগুলো অবশ্যই পড়া উচিৎ
03/09/2025

বর্তমান প্রজন্মের ভাই বোনদের বইগুলো অবশ্যই পড়া উচিৎ

সবার আলোচনার খোলাসা কথা একটিই—ইসলামী আইন চালু থাকলে দারুল ইসলাম। ইসলামী আইনের পরিবর্তে অন্য কিছু চালু থাকলে দারুল কুফর। ...
03/09/2025

সবার আলোচনার খোলাসা কথা একটিই—ইসলামী আইন চালু থাকলে দারুল ইসলাম। ইসলামী আইনের পরিবর্তে অন্য কিছু চালু থাকলে দারুল কুফর। আধুনিক রাষ্ট্রের ভাষায় আমরা বলতে পারি, যদি কোনো অঞ্চলে সংবিধান হিসেবে কুরআন-সুন্নাহ ও ইজমা-কিয়াসকে স্থান দেওয়া হয় এবং তা মেনেই সকল আইন-কানুন প্রনয়ন ও বাস্তবায়ন করা হয়, তাহলে তা দারুল ইসলাম। আর যেখানে মানবরচিত সংবিধান কার্যকর, মানবরচিত বিধানের মাধ্যমে বিচারকার্য চালানো হয়, সেটি দারুল কুফর। এবার চাই সেখানকার শাসক নামধারী মুসলিম হোক কিংবা সেখানকার মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হোক।

প্রকাশিতব্য বই - খিলাফাহ : ইসলামী শাসনব্যবস্থা

পড়েছেন? নাকি পড়বেন?
03/09/2025

পড়েছেন? নাকি পড়বেন?

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqsa Mart-আল আকসা মার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share