21/01/2025                                                                            
                                    
                                                                            
                                            তুমি কইছিলা পৃথিবী উলটে গেলেও তুমি আমারে ছাইরা যাইবা না,,😅💔
তুমি সত্য কথাই কইছিলা।। তুমি কিন্তু আমারে ছাইরা যাও' ও নাই.. 
তোমারে যেন আমি ছাইরা আসি তুমি সেইটা খুব সূক্ষ্মভাবে করেছিলে 😆🤟
আমি ছাইরা আইছি এই দোষটা আমার উপর চাপাইয়া দিয়া তুমি ওতটাই মজা পাও যতোটা মীর জাফর খুশি হয়েছিল তার নবাবের সাথে বেইমানী করে।।
সব চেয়ে বড় দুঃখ কি জানো?? এই যে আমি তোমারে ছাইড়া আইছি কেন সেটা পৃথিবীর কাউরে বুঝাইতে পারিনাই।।
সবাই জানে আমি খুব খারাপ আমি সংসার বুঝি না, ভালোবাসা বুঝি না কমিটমেন্ট বুঝি না আমি খুব খারাপ।।
শুধু আমি জানি সেটা নয় তুমিও জানো, অবহেলা অপমান আর মানুষিক নির্যাতন সন্দেহ  একটা সময় মানুষকে খুব একা করে দেয়।
যখন একটু একটু করে নিজের ইচ্ছায় সরে গেলে একটু করে আমার নামে বদনাম তৈরি করলে  আমার নামে অপবাদ তৈরি করলে একটু করে আমার নামে পাড়াহা তৈরি করলে  😆🫰
হ্যাজিটেশনে ভুগছিলাম জানো...? শেষ দিকে যখন অনেক টা তোমার উপর দুর্বল হয়ে গেলাম তুমি সরে গেলে  মনে হত কল বাজছে দৌরে যাইয়া মোবাইলটা হাতে নিয়া বড্ড হতাশার নিশ্বাস 🥺😆
ফেলতাম।
খুব বাজে ভাবে বদলাইছিলা তুমি তবে সুন্দর ছিলো বদলানোর অভিনয় নাটক আরও কতো কিছু  🦋🖤
তোমার কথার আঘাত খঞ্জরির মত ধারালো প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে লাগত একটু একটু করে তাও কম বলতে না মনে পরে তোমার? আমি ধীরে ধীরে বিছানায় শুয়ে থাকা রোগী হয়েও চাইতাম একটা কল দাও, হাজার হাজার লাখ লাখ মেসেজে আমি একটা কথাই বলতাম "একটা কল দাও" আমি অসুস্থ আমার কোন কিছু ভালো লাগে না মনে হতেই পৃথিবীর সবচাইতে নিঃসঙ্গ আমি একাকীত্ব আমি  সব কিছু থেকে ও কোন কিছু নাই আমার জীবনে ,।।
অথচ তুমি মেসেজ দেখতে সিন করতে কোন রিপ্লাই করতে না  অবশ্য দোষটা তোমাকে দিয়েও লাভ নেই কারণ তুমি তোমার লাইফে তুমি তোমার জীবনে তুমি আপসোস নিয়ে এসে ই আমাকে অবহেলা করছো  আর এমন একটা সময় ছিল পাগল কুওার চেয়ে ও  কুত্তামি করতে তুমি আমার জন্য 
বিশ্বাস করো, রোগটা মনের কোথায় যে ঢুকাই দিয়েছ,,,, তুমি ই  ঔষধ সেখানে প্রবেশ করে না।
ডাক্তার যতটা ঔষধ দেয় তার কয়েক গুণ তুমি অসুখ খাওয়াও। কিভাবে সুস্থ হব 💔💔
 নাটক বহুত করছো এখন ভালো হয়ে গেছো 😄😃🫠