
25/07/2025
📢 যুব শক্তি ফাউন্ডেশন 📢
🌟 আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাব মানব কল্যাণ 🌟
আজ শিবপুর ইউনিয়ন-এর ৪ রাস্তার মোড় থেকে শুরু করে কাপ্তান বাড়ির মোড় পর্যন্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে যুব শক্তি ফাউন্ডেশন ভোলা।
⛈️ বিশেষভাবে উল্লেখযোগ্য — টানা বৃষ্টির মাঝেও আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ চালিয়ে গেছেন অবিরাম 💪
জনগণের চলাচলের কষ্ট লাঘব করতে তারা যে আত্মত্যাগ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
🔧 রাস্তা সংস্কারের এই কাজ সম্পূর্ণভাবে হয়েছে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে — একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে।
🛠️ ছোট উদ্যোগ, বড় পরিবর্তন
🤝 আসুন, একসাথে আমরা সমাজের জন্য কাজ করি।
শুভেচ্ছান্তে:
— মেহেদী হাসান
সভাপতি ও পরিচালক
যুব শক্তি ফাউন্ডেশন-Jubo Shakti Foundation