Jubo Shakti Foundation

Jubo Shakti Foundation আমরা আছি আলোর সন্ধানে,
এগিয়ে যাবো মানব কল্যাণে।

📢 ‌যুব শক্তি ফাউন্ডেশন  📢🌟 ‌আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাব মানব কল্যাণ 🌟আজ ‌শিবপুর ইউনিয়ন-এর ৪ রাস্তার মোড় থেকে শুরু ক...
25/07/2025

📢 ‌যুব শক্তি ফাউন্ডেশন 📢
🌟 ‌আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাব মানব কল্যাণ 🌟

আজ ‌শিবপুর ইউনিয়ন-এর ৪ রাস্তার মোড় থেকে শুরু করে কাপ্তান বাড়ির মোড় পর্যন্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে ‌যুব শক্তি ফাউন্ডেশন ভোলা।

⛈️ ‌বিশেষভাবে উল্লেখযোগ্য — ‌টানা বৃষ্টির মাঝেও আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ চালিয়ে গেছেন অবিরাম 💪
জনগণের চলাচলের কষ্ট লাঘব করতে তারা যে আত্মত্যাগ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

🔧 ‌রাস্তা সংস্কারের এই কাজ সম্পূর্ণভাবে হয়েছে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে — ‌একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে।

🛠️ ছোট উদ্যোগ, বড় পরিবর্তন
🤝 আসুন, একসাথে আমরা সমাজের জন্য কাজ করি।
শুভেচ্ছান্তে:
— ‌মেহেদী হাসান
সভাপতি ও পরিচালক
যুব শক্তি ফাউন্ডেশন-Jubo Shakti Foundation

24/07/2025

*------------------বিজ্ঞপ্তি------------------*
*---------- আসসালামু আলাইকুম ----------*

সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
*চার রাস্তার মোড় হতে কাপ্তান বাড়ীর সামনে পর্যন্ত রাস্তা উন্নয়নের লক্ষ্যে*
যুবশক্তি ফাউন্ডেশন, ভোলা-এর উদ্যোগে গত *১৩-০৬-২০২৫* তারিখে অনুষ্ঠিত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী *আগামীকাল থেকে উক্ত রাস্তায় উন্নয়ন কাজ শুরু করা হবে।(ইনশাআল্লাহ)*

অতএব, উক্ত উন্নয়ন কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য *সকল সদস্যকে নির্দিষ্ট সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।*

*অনুরোধক্রমে,*
*মোঃ হেলাল উদ্দিন*
সিনিয়র সহ-সভাপতি
যুবশক্তি ফাউন্ডেশন, ভোলা

*ধন্যবাদান্তে,*
*মোঃ ফরহাদ হাজী*
সাংগঠনিক সম্পাদক
যুবশক্তি ফাউন্ডেশন, ভোলা

"রক্তদাতা আমাদের গর্ব"২য় তম রক্তদানরক্তদাতা: Ammar Islam ব্লাড গ্রুপ: A+📍 স্থান: বন্ধন হেলথ কেয়ার, ভোলা সদর👤 রেফার: মো: ...
22/07/2025

"রক্তদাতা আমাদের গর্ব"
২য় তম রক্তদান
রক্তদাতা: Ammar Islam
ব্লাড গ্রুপ: A+
📍 স্থান: বন্ধন হেলথ কেয়ার, ভোলা সদর
👤 রেফার: মো: বাপ্পি সিকদার ( সহকারী অর্থ ও দপ্তর সম্পাদক)

আল্লাহ আমার প্রিয় বন্ধু আম্মার কে হায়াত দীর্ঘ করুন।
তাঁকে মানবতার পথে আরও অগ্রসর করুন।
যুব শক্তি ফাউন্ডেশন পরিবার পক্ষ হতে জানাই আন্তরিক শুভকামনা ও শ্রদ্ধা।

🩷 “আপনার একটি রক্তদান, কারো জন্য হতে পারে নতুন জীবন।তাই আসুন রক্তদানে উৎসাহিত হোন, প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন।

21/07/2025

"রক্ত দিন, জীবন বাঁচান"
যাদের নেগেটিভ রক্ত আছে অতি দ্রুত আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।
প্লিজ সবাই শেয়ার করুন।

21/07/2025

মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ্কা রয়েছে।

আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন,
রক্ষা করুন। সবাই দোয়া করুন।

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।
আমরা গভীরভাবে শোকাহত। রক্তদাতারা দ্রুত রক্ত দিতে হাসপাতালগুলোতে আসুন। রক্ত দিন, জীবন বাঁচান।

18/07/2025

আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাবো মানব কল্যানে।

আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাবো মানব কল্যানে। আলহামদুলিল্লাহ,,🥰মানবতার ডাকে সাড়া দিয়েছেন।Mustakim Bin Mostofa  একজন সিজ...
16/07/2025

আমরা আছি আলোর সন্ধানে এগিয়ে যাবো মানব কল্যানে।

আলহামদুলিল্লাহ,,🥰

মানবতার ডাকে সাড়া দিয়েছেন।
Mustakim Bin Mostofa

একজন সিজারের রুগীকে ৩য় তম বার বি+ লাল ভালোবাসা উপহার দিয়েছেন,,🥰সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তাআ'লা যেন মিরাজের এই দান কে কবুল করে নেয়,,আমিন,,🌸

ওনার জন্য সবাই দোয়া করবেন , অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা রহিলো ..😊

👉মানবসেবা সর্বোত্তম,,🌸

অতএব,আসুন_নিজে_রক্তদান_করি_অপরজন_কে_রক্তদানে_উৎসাহিত_করি যদি_হই_রক্তদাতা_জয়_করবো_মানবতা আসুন সবাই মিলে মানবতার সেবায় নিয়োজিত হই।

#বিঃদ্রঃ আমরা বিভিন্ন ডোনারের ছবি বিভিন্ন পাবলিক গ্রুপে পোস্ট করি,অন্যদের উৎসাহিত করার জন্য, নতুন ডোনার তৈরির লক্ষ্যে, লোক দেখানোর জন্যে নয়।

14/07/2025

নোটিশ

বিষয়: ব্লাড মেসেঞ্জার গ্রুপে সঠিক শ্লোগান ব্যবহারের অনুরোধ
তারিখ: ১৪ জুলাই ২০২৫

সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুব শক্তি ফাউন্ডেশন-এর ব্লাড মেসেঞ্জার গ্রুপে রক্তের চাহিদা সংক্রান্ত কিছু পোস্টে সংগঠনের নির্ধারিত শ্লোগানের পরিবর্তে ভিন্ন শ্লোগান ব্যবহৃত হচ্ছে, যা আমাদের সংগঠনের আদর্শ, ঐক্য ও পরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আমাদের সংগঠনের নির্ধারিত শ্লোগান হলো:
👉 “আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো মানব কল্যাণে।”

এই শ্লোগান আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং নৈতিকতার প্রতিফলন। সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি বিনীত অনুরোধ, ভবিষ্যতে ব্লাড ডোনেশন সংক্রান্ত যেকোনো পোস্ট বা প্রচারণায় অবশ্যই আমাদের এই নির্ধারিত শ্লোগানটি ব্যবহার করবেন।

আমরা বিশ্বাস করি, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং পরিচয় বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।
আপনাদের সম্মানজনক সহযোগিতার জন্য অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোঃ সুমন অভি,
প্রতিষ্ঠাতা, যুব শক্তি ফাউন্ডেশন, ভোলা।

আজ এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের লক্ষ্যে রাস্তা উন্নয়ন বিষয়ক একটি গঠনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সবার ঐক্যবদ্ধ মতামত...
12/07/2025

আজ এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের লক্ষ্যে রাস্তা উন্নয়ন বিষয়ক একটি গঠনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার ঐক্যবদ্ধ মতামত ও সিদ্ধান্তের মাধ্যমে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।

🛣️ আমরা বিশ্বাস করি — উন্নত যোগাযোগ ব্যবস্থা মানেই উন্নত ভবিষ্যৎ।
🤝 সকলকে আন্তরিক ধন্যবাদ যাঁরা উপস্থিত থেকে মতামত দিয়েছেন ও সহযোগিতা করেছেন।
ধন্যবাদান্তে
মোঃ মেহেদী হাসান
সভাপতি ও পরিচালক,
যুব শক্তি ফাউন্ডেশন ভোলা।

#রাস্তা_উন্নয়ন #স্থানীয়_উন্নয়ন #যুবশক্তি_ফাউন্ডেশন #সেবার_মানসিকতা #একসাথে_আগামীর_পথে

12/07/2025

আসসালামু আলাইকুম

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
চার রাস্তার মোড় থেকে কাপ্তান বাড়ির দিকে যাওয়া প্রধান রাস্তাটি বর্তমানে চরমভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার অবস্থার এমন বেহাল যে, সেখানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি সাইকেল নিয়েও নিরাপদে চলাচল করা সম্ভব নয়।

এই গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধানে যুব শক্তি ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় রাস্তার মেরামত কাজ শুরু করার বিষয়ে আলোচনা করতে আজ একটি জরুরি মিটিং আহ্বান করা হয়েছে।

📍 স্থান: কাপ্তান বাড়ির মসজিদের পশ্চিম পাশে, জুলফিকার ভাইয়ের দোকান
🕔 সময়: আজ বিকাল ৫টা

উক্ত মিটিংয়ে সকল এলাকার সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতি একান্তভাবে কাম্য।

মেহেদী হাসান
পরিচালক ও সভাপতি
যুব শক্তি ফাউন্ডেশন, ভোলা

11/07/2025

লাল ভালোবাসা দান করা মহৎ গুন।

Send a message to learn more

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubo Shakti Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share