22/03/2024
রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎ'সিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’
হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’
হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’
রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!
সুবহানআল্লাহ!❤️
© সংগৃহীত