Hm Rakib Hawlader

Hm Rakib Hawlader সব ক্ষমতা এবং সৌন্দর্য্যে এর পতন হয়,,,,
ঝড়ে যাওয়া ফুল তার সব চেয়ে বড় প্রমাণ!

12/09/2025

🥰👍✊

09/08/2025

ভালো লাগার কিছু মুহূর্ত সাগরের পানিতে

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয়।
08/08/2025

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয়।

12/06/2025

২৪২টি স্বপ্নের মৃত্যু...

প্রত্যেকটা যাত্রী বহন করছিলো একটি গল্প, একটি আশা, একটি প্রিয় গন্তব্য। কেউ যাচ্ছিল লন্ডনে পড়াশোনা করতে, কেউ যাচ্ছিল বহু বছর পর প্রিয় সন্তানকে দেখতে। কারও ব্যাগে ছিল উপহার, কারও চোখে ছিল স্বপ্নের জল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ।

আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় ২৪২ জন মানুষ চিরতরে নিথর হয়ে গেলো, আর তাদের প্রিয়জনদের জীবনে নেমে এলো অন্ধকার। এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে শুধু মানুষ নয়, স্বপ্ন, আবেগ, ভালোবাসা—সব পুড়ে ছাই হয়ে গেলো। পরিবারগুলোর কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমরা শোক প্রকাশ করতে পারি—কিন্তু এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না। শ্রদ্ধা ও ভালোবাসা সকল নিহতের প্রতি।

14/09/2024

আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য রাস্তা তৈরি করা শুরু করুন।

-ডলি প্যারটন

06/08/2024

মক্কা বিজয়ের পর নবীজি কারো ঘরে আগুন দেননি,কারো ঘরবাড়ি লুটপাট করেননি।

03/08/2024

এভাবে হাজারো লোকের প্রাণ নিয়েছে আজ একটা বোনের কষ্ট দেখে খুব খারাপ লাগলো
ঠিক এভাবে হাজারো মায়ের বুক খালী হয়েছে তাদের আহাজারী দেখে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে আরো এমন অনেকের প্রান দিতে হয়েছে তাই সবাইকে অনুরোধ করবো সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে স্বার্থের জন্য কেউ অন্যায় কে সমর্থন করবেন না ন্যায় কে ন্যায় বলবেন
আমার কথা কারো ভালো না লাগলে দোয়া করে একটু কষ্ট করে আনফ্রেন্ড আনফলো করে দিবেন প্লীজ

02/08/2024

ব্যক্তিগতভাবে আপনি যেই দল করেন না কেন আপনার একান্ত বিষয়, আপনি যদি ন্যায়কে নেয় অন্যায়কে অন্যায় বলতে না পারেন তবে ধরে নিবেন আপনার বিবেকে পচন ধরেছে।

রুবেল হোসেন নামের একজন ইপিএস কর্মী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার জনিত কারণে মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ই...
29/05/2024

রুবেল হোসেন নামের একজন ইপিএস কর্মী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার জনিত কারণে মৃত্যুবরণ করেছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

উল্লেখ রুবেল হোসেন ভাই দক্ষিণ কোরিয়ার দেগু সিটিতে কর্মরত ছিলেন । রুবেল ভাইয়ের দেশের বাড়ি মানিকগঞ্জ সদরে। মাত্র এক বছর আগে আমাদের মত স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়ে ছিলেন। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল । মৃত্যুর সময় রুবেল ভাইয়ের বয়স হয়েছিল ২৮ বছর।

রুবেল ভাইয়ের জন্য দক্ষিণ কোরিয়া প্রবাসীদের নিকট দোয়ার আবেদন রইল । আল্লাহ যেন রুবেল হোসেন ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ।

ইপিএস বাংলা কমিউনিটির পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি ভাইদের কর্মরত অবস্থায় সাবধানে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো । মনে রাখবেন সামান্য একটু ভুলের কারণেই ঘটে যেতে পারে অনাকাঙ্খিত অনেক বড় দুর্ঘটনা। এইজন্য কাজের সময় সর্বোচ্চ সতর্কভাবে কাজ করবেন ।

28/05/2024

“Problems are not stop signs, they are guidelines.” – Robert H. Schuller

25/05/2024

Address

চরফ্যাশন
Bhola
8340

Telephone

+8801718676206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm Rakib Hawlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm Rakib Hawlader:

Share