12/06/2025
২৪২টি স্বপ্নের মৃত্যু...
প্রত্যেকটা যাত্রী বহন করছিলো একটি গল্প, একটি আশা, একটি প্রিয় গন্তব্য। কেউ যাচ্ছিল লন্ডনে পড়াশোনা করতে, কেউ যাচ্ছিল বহু বছর পর প্রিয় সন্তানকে দেখতে। কারও ব্যাগে ছিল উপহার, কারও চোখে ছিল স্বপ্নের জল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ।
আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় ২৪২ জন মানুষ চিরতরে নিথর হয়ে গেলো, আর তাদের প্রিয়জনদের জীবনে নেমে এলো অন্ধকার। এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে শুধু মানুষ নয়, স্বপ্ন, আবেগ, ভালোবাসা—সব পুড়ে ছাই হয়ে গেলো। পরিবারগুলোর কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমরা শোক প্রকাশ করতে পারি—কিন্তু এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না। শ্রদ্ধা ও ভালোবাসা সকল নিহতের প্রতি।