Shorif official

Shorif official পাশে থাকলে সবাই আপন হয় না কারণ নবাবের পাসে মীরজাফর ও ছিলো,,।🤙🤙
(1)

পরিবারকে একটু সুখ দিতে চেয়েছিলেন, নিজের জীবনটাই দিয়ে দিলেন ইমরান… সৌদি আরবে ডেলিভারির পথে দুর্ঘটনায় প্রাণ গেলো কোম্পানীগ...
29/05/2025

পরিবারকে একটু সুখ দিতে চেয়েছিলেন, নিজের জীবনটাই দিয়ে দিলেন ইমরান… সৌদি আরবে ডেলিভারির পথে দুর্ঘটনায় প্রাণ গেলো কোম্পানীগঞ্জের ২৩ বছরের এক তরুণ প্রবাসীর।

তাঁর বয়স মাত্র ২৩।
স্বপ্ন ছিল ছোট্ট – পরিবারকে একটু ভালো রাখা, মা-বাবা-বোনের মুখে হাসি ফোটানো।
পেছনে ফেলে গিয়েছিলেন এক বুক স্বপ্ন, বুক ভরা আশা, আর দায়িত্বের পাহাড়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সন্তান ইমরান।
বাবা নুর নবী একটি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন – সামান্য আয়ে চলতো না সংসার।
তাই সংসারের হাল ধরতে, ছোট দুই বোনের মুখে ভবিষ্যতের আলো আনতে
গত বছর পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে।

ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতেন – দিনের পর দিন রোদের মধ্যে,
কখনো ঘুমহীন রাত, কখনো না খেয়েই ছুটে গেছেন
গ্রাহকের দরজায় খাবার পৌঁছে দিতে।

কিন্তু কে জানত...
একদিন সেই খাবার দিতে যাওয়ার পথই হয়ে উঠবে তাঁর জীবনের শেষ গন্তব্য!
গতকাল সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ইমরান।
একটি পরিবারের সব স্বপ্ন যেন মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল।

এভাবে প্রতিদিন কত ইমরান হারিয়ে যাচ্ছেন…
কেউ খবর রাখে না।
শুধু একেকটা মা চিরদিনের জন্য হারিয়ে ফেলেন তার ছেলেটাকে।
বোনেরা হারায় জীবনের সবচেয়ে বড় ভরসাটাকে।
আর একটা পরিবার ফিরে পায় না তাদের সেই প্রিয় মুখ, যে শুধু চাইতো–
পরিবারটা একটু ভালো থাকুক…

সালাম জানাই সকল প্রবাসীদের– যারা নিজেদের জীবনকে ভুলে, পরিবারকে রক্ষা করতে প্রতিদিন যুদ্ধ করেন একা একা, হাজার মাইল দূরে।

আল্লাহ তা'য়ালা ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!💵🇮🇹🇸🇦
20/05/2025

যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!💵🇮🇹🇸🇦

আমার সামনে আসা প্রতিটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আসি
19/05/2025

আমার সামনে আসা প্রতিটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আসি

Alhamdulillah 🇮🇹🇸🇦
18/05/2025

Alhamdulillah 🇮🇹🇸🇦

আলহামদুলিল্লাহ আজ নিজেকে একজন সৌভাগ্য মনে হচ্ছে  🕋🕌
23/03/2025

আলহামদুলিল্লাহ আজ নিজেকে একজন সৌভাগ্য মনে হচ্ছে 🕋🕌

ফেরার অনেক ইচ্ছা কিন্ত চাইলে কি ফেরা যায়?🇸🇦💔😒🛬
31/12/2024

ফেরার অনেক ইচ্ছা কিন্ত চাইলে কি ফেরা যায়?🇸🇦💔😒🛬

23/11/2024

পৃথিবী শ্রেষ্ঠ উপহার আমাকে দিলো
সৌদি🇸🇦🤝🇧🇩

আমাদের চলার পথে কেউ যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন
10/10/2024

আমাদের চলার পথে কেউ যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন

22/09/2024

আর অপেক্ষা করা লাগবে না কন্টেন মনিটাইজেশন রিমুভ করুন তারাতাড়ি

জ্ঞানীরা শুনে বেশি মূর্খরা বলে বেশি । 💔😒
20/09/2024

জ্ঞানীরা শুনে বেশি

মূর্খরা বলে বেশি । 💔😒

উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ লোকের কাছ থেকেও কথা শুনতে হবে  💵🇸🇦
29/08/2024

উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ লোকের কাছ থেকেও কথা শুনতে হবে 💵🇸🇦

26/08/2024

বিদেশ নতুন আসা আবস্থাতা অনিক কিছু জানা দরকার 🇸🇦↙️

Address

Bhola
8340

Alerts

Be the first to know and let us send you an email when Shorif official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shorif official:

Share