
09/05/2025
প্রফেশনাল প্যাকেজিং ডিজাইনার হতে হলে শুধু সফটওয়্যার জানা যথেষ্ট না, দরকার হয় চিন্তার গভীরতা আর ক্রিয়েটিভিটির সীমাহীনতা।
আমি যখন Fiverr-এ কাজ শুরু করি, তখন ভাবতাম হয়তো সব কাজই একই ধাঁচের হবে—হয়তো একটা জার লেবেল, কিংবা সাধারণ একটা ফ্ল্যাট বক্স। কিন্তু সময়ের সাথে বুঝেছি, আসল খেলা শুরু হয় তখনই, যখন বায়াররা চ্যালেঞ্জিং ব্রিফ নিয়ে হাজির হয়।
সাম্প্রতিক দুইটা অর্ডার আমার অভিজ্ঞতার ঝুলিতে নতুন মাত্রা যোগ করেছে।
প্রথম কাজটা ছিল একটা কফিন আকারের ক্যান্ডি বক্স ডিজাইন। হ্যাঁ, ঠিকই পড়ছেন—কফিন! পুরো থিমটা ছিল হ্যালোইন-ভিত্তিক, ভয়ংকর অথচ আকর্ষণীয়।
দ্বিতীয়টা ছিল একটা ডিম আকৃতির ব্যাগ ডিজাইন, যেখানে ব্যাগটা দেখতে হবে ডিমের মতো, কিন্তু সেটা যেন ব্যবহারেও কার্যকরী হয়।
এই ধরনের ডিজাইন শুধু টেকনিক দিয়ে হয় না, এর পেছনে লাগে কনসেপ্ট, ফাংশনালিটিকে স্টাইলের সাথে মেলানো, আর সবচেয়ে বড় কথা—বায়ারের কল্পনাকে বাস্তব রূপ দেওয়া।
এইসব কাজ করতে গিয়ে বুঝেছি, একজন সফল প্যাকেজিং ডিজাইনার হতে হলে প্রতিদিন নতুন কিছু শেখা আর নিজেকে চ্যালেঞ্জে ফেলা জরুরি।
আপনারা যারা প্যাকেজিং ডিজাইন শিখছেন বা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, মনে রাখবেন—সবচেয়ে ভালো ডিজাইন সেইটা, যেটা দেখে বায়ার বলে: “Wow! ঠিক এটাই তো চাইছিলাম।”