
09/07/2025
“শাপলা”
প্রতীক নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। আমি মনেকরি শাপলা জাতীয় ফুল হলেও কোন রাজনৈতিক দলের দলীয় প্রতীক হতে আইনগতভাবে কোন বাঁধা নেই। কোন রাজনৈতিক দল শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পেতেই পারে।
এখন কথা হচ্ছে, কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি শাপলা ফুল কে তাদের দলীয় প্রতীক হিসাবে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আর আজকে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে শাপলা কোন রাজনৈতিক দলকে দলীয় প্রতীক হিসাবে দিবেননা।
আমি মনেকরি নির্বাচন কমিশনের আজকের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। কারন কিছুদিন আগে শাপলা দলীয় প্রতীক হিসাবে পেতে ইসিতে আবেদন করেছিলেন আরেকটি রাজনৈতিক দল নাগরিক ঐক্য। কিন্তু নির্বাচন কমিশন নানান যুক্তি দেখিয়ে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে শাপলা দলীয় প্রতীক দেননি। তারা কিছুদিন আগে ইসিতে আবারও শাপলা ফুলকে তাদের দলীয় প্রতীক হিসাবে পেতে আবেদন দাখিল করেছে।
এখন প্রশ্ন, ইসি যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পাওয়ার প্রথম হকদার এবং দাবিদার হলো নাগরিক ঐক্য। কারন তারাই আগে শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পেতে ইসিতে আবেদন দাখিল করেছিল।
এখন ইসি যদি প্রথম আবেদনকারী নাগরিক ঐক্যকে শাপলা না দিয়ে পরে আবেদনকারী জাতীয় নাগরিক পার্টিকে দেয়, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।