সত্যের পথে - Way of Truth

সত্যের পথে - Way of Truth এসো সবাই এক হই, সত্যের পক্ষে কথা কই।

“শাপলা”প্রতীক নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। আমি মনেকরি শাপলা জাতীয় ফুল হলেও কোন রাজনৈতিক দলের দলীয় প্র...
09/07/2025

“শাপলা”
প্রতীক নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। আমি মনেকরি শাপলা জাতীয় ফুল হলেও কোন রাজনৈতিক দলের দলীয় প্রতীক হতে আইনগতভাবে কোন বাঁধা নেই। কোন রাজনৈতিক দল শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পেতেই পারে।

এখন কথা হচ্ছে, কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি শাপলা ফুল কে তাদের দলীয় প্রতীক হিসাবে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আর আজকে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে শাপলা কোন রাজনৈতিক দলকে দলীয় প্রতীক হিসাবে দিবেননা।

আমি মনেকরি নির্বাচন কমিশনের আজকের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। কারন কিছুদিন আগে শাপলা দলীয় প্রতীক হিসাবে পেতে ইসিতে আবেদন করেছিলেন আরেকটি রাজনৈতিক দল নাগরিক ঐক্য। কিন্তু নির্বাচন কমিশন নানান যুক্তি দেখিয়ে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে শাপলা দলীয় প্রতীক দেননি। তারা কিছুদিন আগে ইসিতে আবারও শাপলা ফুলকে তাদের দলীয় প্রতীক হিসাবে পেতে আবেদন দাখিল করেছে।

এখন প্রশ্ন, ইসি যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পাওয়ার প্রথম হকদার এবং দাবিদার হলো নাগরিক ঐক্য। কারন তারাই আগে শাপলা ফুল দলীয় প্রতীক হিসাবে পেতে ইসিতে আবেদন দাখিল করেছিল।

এখন ইসি যদি প্রথম আবেদনকারী নাগরিক ঐক্যকে শাপলা না দিয়ে পরে আবেদনকারী জাতীয় নাগরিক পার্টিকে দেয়, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।

07/07/2025
২০২৪ জুলাইয়ের আজকের এই দিনে....
06/07/2025

২০২৪ জুলাইয়ের আজকের এই দিনে....

ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হ...
05/07/2025

ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন-যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন (রা:) এঁর আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামন্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়।

হয়রত হোসেন (রা:) এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুন্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারির কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।

গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাঁওতাবাজীর নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাঁকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য। আজও ইমাম হোসেন (রা:) ও তাঁর ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনভাবেই যাতে নির্দয় অত্যাচারির অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদেরকে সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে।

আমি শহীদ হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর শহীদ পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

তারেক রহমান বলেন আ.লীগ নেতাদের পৈ/শাচি/ক দম/ন-পী/ড়ন ছিল এ/জিদ বাহিনীর সমতুল্য।
05/07/2025

তারেক রহমান বলেন আ.লীগ নেতাদের পৈ/শাচি/ক দম/ন-পী/ড়ন ছিল এ/জিদ বাহিনীর সমতুল্য।

সালাউদ্দিন আহমেদ চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন.....
05/07/2025

সালাউদ্দিন আহমেদ চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন.....

পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় এনসিপির গাড়ি বহরে হামলা হয়....
04/07/2025

পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় এনসিপির গাড়ি বহরে হামলা হয়....

04/07/2025

বিএনপির এই নেত্রীর কথা গুলো ইতিহাস হয়ে থাকবে আজীবন। এক একটি কথা এক একটি বুলেট হয়ে বের হয়েছিলো সেদিন....

জুলাই ২০২৪
04/07/2025

জুলাই ২০২৪

04/07/2025
04/07/2025

Address

Bhola
8340

Telephone

+96890239747

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের পথে - Way of Truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের পথে - Way of Truth:

Share