
19/06/2025
বোরহানউদ্দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবসের বণার্ঢ্য র্যালি
মোঃ মিজানুর রহমান
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা :
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) আসরের নামাজের পর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। র্যালিটি বিকাল সারে পাঁচটায় উপজেলার উত্তর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোরহানউদ্দিন শাখার উপদেষ্টা মাওলানা আবুল কালাম বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতো না। আর এখন শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা সভাপতি আইয়ুব আলী বলেন, আগামীতে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সব রকমের সহযোগিতা করা হবে।