13/09/2025
ছেলের হাতেই খুন হয়েছেন মাওলানা নোমানী, নিশ্চিত করলো পুলিশ
মোঃ জহিরুল ইসলাম বাপ্পী,ভোলা: ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে নিজ বাড়িতে খুন হওয়া মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্পত্তি ও পারিবারিক বিরোধের জের ধরে মাওলানা নোমানীকে তারই ১৭ বছর বয়সী ছেলে মো. রেদোয়ানুল হক কুপিয়ে হত্যা করেছে। ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড
গত ৬ সেপ্টেম্বর রাতে মাওলানা আমিনুল হক নোমানীর নিজ বাড়িতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মনে হলেও পুলিশের নিবিড় তদন্তে বেরিয়ে আসে মূল সত্য। পুলিশ জানায়, ঘটনার রাতে মাওলানা নোমানী একাই বাড়িতে ছিলেন। পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল রেদোয়ানুলের। এরই জের ধরে সে বাবাকে হত্যার পরিকল্পনা করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রেদোয়ানুল স্বীকার করেছে যে, সে রাতে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় আলেম সমাজ ও জনসাধারণ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।
পুলিশের বক্তব্য
পুলিশ সুপার শরিফুল হক জানান, "আমরা এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিভিন্ন দিক খতিয়ে দেখি। একপর্যায়ে আমরা নিহতের ছেলে রেদোয়ানুলের দিকে সন্দেহ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার বাবাকে হত্যার কথা স্বীকার করে। পারিবারিক কলহ এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ।"
পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে রেদোয়ানুলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ভোলায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।