দৈনিক মানুষের জন্য,সত্যের পথে পথ চলা

  • Home
  • Bangladesh
  • Bhola
  • দৈনিক মানুষের জন্য,সত্যের পথে পথ চলা

দৈনিক মানুষের জন্য,সত্যের পথে পথ চলা আমি মোঃজহিরুল ইসলাম বাপ্পি,
সত্য এবং ন্যায়ের পক্ষে।

ছেলের হাতেই খুন হয়েছেন মাওলানা নোমানী, নিশ্চিত করলো পুলিশমোঃ জহিরুল ইসলাম বাপ্পী,ভোলা: ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে নিজ ...
13/09/2025

ছেলের হাতেই খুন হয়েছেন মাওলানা নোমানী, নিশ্চিত করলো পুলিশ

মোঃ জহিরুল ইসলাম বাপ্পী,ভোলা: ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে নিজ বাড়িতে খুন হওয়া মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্পত্তি ও পারিবারিক বিরোধের জের ধরে মাওলানা নোমানীকে তারই ১৭ বছর বয়সী ছেলে মো. রেদোয়ানুল হক কুপিয়ে হত্যা করেছে। ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

গত ৬ সেপ্টেম্বর রাতে মাওলানা আমিনুল হক নোমানীর নিজ বাড়িতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মনে হলেও পুলিশের নিবিড় তদন্তে বেরিয়ে আসে মূল সত্য। পুলিশ জানায়, ঘটনার রাতে মাওলানা নোমানী একাই বাড়িতে ছিলেন। পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল রেদোয়ানুলের। এরই জের ধরে সে বাবাকে হত্যার পরিকল্পনা করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রেদোয়ানুল স্বীকার করেছে যে, সে রাতে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় আলেম সমাজ ও জনসাধারণ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।

পুলিশের বক্তব্য

পুলিশ সুপার শরিফুল হক জানান, "আমরা এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিভিন্ন দিক খতিয়ে দেখি। একপর্যায়ে আমরা নিহতের ছেলে রেদোয়ানুলের দিকে সন্দেহ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার বাবাকে হত্যার কথা স্বীকার করে। পারিবারিক কলহ এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ।"

পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে রেদোয়ানুলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ভোলায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

03/08/2025
27/07/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বোরহানউদ্দিন ২২৫ মে:ও: পাওয়ার প্লান্টে  অভ্যন্তরে সুইচ ইয়াডে জরুরী কাজের জন্য আগামীকাল সকাল ৬ঃ৪৫  টা থেকে সকাল ৮ঃ৪৫ টা প...
19/07/2025

বোরহানউদ্দিন ২২৫ মে:ও: পাওয়ার প্লান্টে অভ্যন্তরে সুইচ ইয়াডে জরুরী কাজের জন্য আগামীকাল সকাল ৬ঃ৪৫ টা থেকে সকাল ৮ঃ৪৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এনসিপির পথসভায় হিট স্ট্রোকে সাতক্ষীরায় ১৫ সাংবাদিক হাসপাতালে ভর্তিসাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এ...
15/07/2025

এনসিপির পথসভায় হিট স্ট্রোকে সাতক্ষীরায় ১৫ সাংবাদিক হাসপাতালে ভর্তি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পথসভাকে ঘিরে চরম অব্যবস্থা ও প্রচণ্ড গরমে অন্তত ১৫ জন সাংবাদিক ও কয়েকজন শিক্ষার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।

শনিবার দুপুরে শহরের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এনসিপির প্রধান পথসভায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচণ্ড রোদ, ঠেলাঠেলি এবং পূর্বপরিকল্পনার অভাবে সাংবাদিকরা চরম ভোগান্তির শিকার হন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন:
ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), আকরামুল ইসলাম (যমুনা টিভি), আহসান রাজীব (এখন টিভি), ইয়ারুল ইসলাম (এটিএন বাংলা), মাসুদ রানা মনা (এখন টিভি), জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, ইদ্রিস আলী, রিজাউল করিম, এসএম বিপ্লব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তাইজুল ইসলাম, আবু জাফর প্রমুখ।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ জানান, “হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ হাসপাতালে আসে। অনেককে ক্লান্ত অবস্থায় ভর্তি করা হয়েছে।”

সাংবাদিকরা অভিযোগ করেন, কর্মসূচির স্থান পরিবর্তন, সময়সূচি অস্থিরতা এবং ছায়া-জলের ব্যবস্থা না থাকায় তারা দুর্ভোগের মুখে পড়েন। তারা দাবি করেছেন, আয়োজকদের অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
"সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলার মধ্যেই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা—হিট স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন সাংবাদিক ও শিক্ষার্থী।"

শহীদ আসিফ চত্বর, ভিড়, রোদে অপেক্ষারত মানুষ,
"শনিবার দুপুরে শহরের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভাকে ঘিরে ছায়া, বিশ্রাম বা পানির মতো ন্যূনতম ব্যবস্থাও ছিল না। দীর্ঘ সময় ধরে কর্মসূচির স্থান বদলের কারণে সাংবাদিকরা দ্বিগুণ ভোগান্তিতে পড়েন।"

সাংবাদিকদের অ্যাম্বুলেন্সে তোলা, হাসপাতালের জরুরি বিভাগ] "সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, কেউ কেউ এখনো চিকিৎসাধীন।"
তারা বলেন -
“সকাল থেকে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করলাম, কিন্তু কোনো পানি, কোনো ছায়া কিছুই ছিল না। এটা দায়িত্বজ্ঞানহীনতা।”

“সাংবাদিকরা বলছেন, এভাবে অব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি কর্মসূচি চলে, তবে নিরাপত্তা ও পেশাগত দায়িত্বপালন চরম ঝুঁকিতে পড়ে।

মতামত:
"সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ—তাদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা কোনো দলেরই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এনসিপির মতো উদীয়মান একটি রাজনৈতিক দলের কাছ থেকে আরও পরিকল্পিত, দায়িত্বশীল এবং গণমাধ্যমবান্ধব আচরণ প্রত্যাশিত।"

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক দিন ২ শিশু নিখোঁজ: মুক্তিপণ না পেয়ে ১ শিশুকে হত্যা, পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার ময়মনসিংহ সংবাদ...
15/07/2025

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক দিন ২ শিশু নিখোঁজ: মুক্তিপণ না পেয়ে ১ শিশুকে হত্যা, পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণের টাকা না পেয়ে মাত্র ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে ফেলে দেয় অপহরণকারীরা। শনিবার সকালে উপজেলার চরশাঁখচূড়া গ্রামে একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটির নাম সিফাত হাসান। সে চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ:
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাড়ির পাশেই খেলতে বের হয় সিফাত। কিছুক্ষণ পরেই তার বাবার মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণের জন্য ফোন আসে। ফোনালাপে অপহরণকারীরা বিকাশে টাকা দাবি করে এবং পরে প্রবাসী বাবার ভাগ্নে জিসান অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে (০১৭৬৫-০৪৪১৫) দুই হাজার টাকা পাঠান।

কিন্তু টাকার পরও ফিরে আসেনি সিফাত। পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা এবং পুলিশে খবর দেওয়া হয়।

শিশুটির মা কবিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান,> "আমি বাবার বাড়িতে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি। টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। আমার বুক খালি হয়ে গেছে।"

একই দিনে আরেক শিশু নিখোঁজ:
এদিকে একই উপজেলার দিঘীরপাড় গ্রামের পাঁচ বছর বয়সী শিশু আইমান সাদাব একই দিনে নিখোঁজ হয়। সে প্রবাসী আল-আমিনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে বাড়ির কাছে একটি দোকানে হালখাতার অনুষ্ঠানে মাইক বাজছিল। সেই শব্দ শুনে শিশুটি দোকানের সামনে গেলে সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়।

শিশুটির নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, "আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে জানি না। আমরা উদ্বিগ্ন, সে কোথায় আছে, বেঁচে আছে কি না—এটাই এখন বড় প্রশ্ন।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, “নিহত সিফাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর নিখোঁজ সাদাবকে উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সামাজিক উদ্বেগ:
দুই শিশুর এমন পরিণতিতে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
---
বিশেষ দ্রষ্টব্য: এ ধরনের ঘটনায় পরিবার ও শিশুর মানসিক নিরাপত্তা রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রশাসনের পাশাপাশি সমাজেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তজুমদ্দিনে জমির পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একজনকে কুপিয়ে জখন। তজুমদ্দিন প্রতিনিধি:তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের...
15/07/2025

তজুমদ্দিনে জমির পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে একজনকে কুপিয়ে জখন।

তজুমদ্দিন প্রতিনিধি:

তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহারকান্দি গ্রামে জমি ও পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ জাফর (৪৫) নামে এক মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ভুক্ত একটি পরিবারের বিরুদ্ধে।

আহত মোঃ জাফর মাহারকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাফরের সুপারি বাগানের পাশেই অভিযুক্ত রাধা কৃষ্ণের বসতভিটা ও জমি অবস্থিত। কিছুদিন আগে জাফর মিয়া তার বাগানে সার প্রয়োগ করেন। কিন্তু রাধা কৃষ্ণের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি জাফরের জমি দিয়ে প্রবাহিত হলে সার ধুয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জাফর পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাধা কৃষ্ণ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ এবং তিনজন নারী সদস্য—বিরোলা, শিখা ও কাজলী—সশস্ত্রভাবে একত্রিত হয়ে মোঃ জাফরের ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ১৩ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাফর তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, এলাকার প্রভাবশালী ব্যক্তি মোঃ কামাল মিয়া এই ঘটনার মীমাংসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে বোরহানউদ্দিন জামায়াতের মতবিনিময় সভাবোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিবাংলা...
15/07/2025

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে বোরহানউদ্দিন জামায়াতের মতবিনিময় সভা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট মাসব্যাপী চলমান রাজনৈতিক আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই সভার আয়োজন করা হয়।

রবিবার (১৩ জুলাই) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির জনাব মোঃ জাকির হোসাইন।

প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (ভোলা-২) মুফতি মোঃ ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি জনাব কাজী মাওলানা হারুন অর রশিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ভোলা জেলার ৪৬ জন শহীদের পরিবারকে ১৩জুলাই ২০২৫ পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মহিউদ্দিনকে দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
আজকের অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার শহীদ লিজা, ইয়াসিন, সোহেল, শাহীন, শাহজাহান, জামাল, নাহিদ, জাকির, রিয়াজ, সুজনের পরিবারকে দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

এছাড়াও আহত মহিউদ্দিন, আবদুর রহিম ও মাসুম বিল্লাহ– এই তিনজনের পরিবারকে সম্মানী প্রদান করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলা শাখা।

বোরহানউদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু বোরহানউদ্দিন সংবাদদাতাঃভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের...
15/07/2025

বোরহানউদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বোরহানউদ্দিন সংবাদদাতাঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা ২ নম্বর ওয়ার্ডের আমির বাড়িতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুর আনুমানিক দুইটায় খালে ডুবে মারা গেছে একই পরিবারের দুই শিশু।

জানা গেছে, নিহত দুই শিশুর বাবা কবির হোসেন। তার চার সন্তান ছিল—তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলেটি বেঁচে আছে, কিন্তু ছোট দুই সন্তান ইসমাইল(৬) ও শফিউল(৮) একসাথে মৃত্যুবরণ করেছে।

বেলা দুইটার দিকে শিশুদের কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তাদের মা। বাড়ির আশেপাশে খুঁজেও তাদের না পেয়ে তিনি খালে নামেন। প্রথমবার খালে নামার পরও না পেয়ে অন্যত্র খুঁজতে যান। পরে দ্বিতীয়বার আবার খালে নামলে তিনি দেখতে পান, দুই সন্তান খালের পানিতে তলিয়ে আছে।

তাৎক্ষণিক এক সন্তানকে তিনি নিজেই উঠিয়ে আনেন, অন্যজনকে বাড়ির পাশের এক আত্মীয় এসে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকির রহমান এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সম্মানে লালমোহনে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও অনুদান প্রদানএম এ হাসান, লালমোহন, ভোলা প...
15/07/2025

জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সম্মানে লালমোহনে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও অনুদান প্রদান

এম এ হাসান, লালমোহন, ভোলা প্রতিনিধি:
আজ ১৪ জুলাই (রবিবার) বিকাল ৪টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ইং সালের ঐতিহাসিক "জুলাই বিপ্লব" এ শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার শাখার উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাইম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী জনাব মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক জনাব বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আব্দুল হক।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।”

অনুষ্ঠানে শহীদ ১২টি শহীদ পরিবার ও ৪৩ টি আহত পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।উল্লেখ্য যে প্রতিটি শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে প্রদান করেছে। বক্তারা শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে জামায়াতের চলমান কর্মসূচিতে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

"আমরা ভোলাবাসী" প্রতিনিধি দলের সঙ্গে সেতু মন্ত্রণালয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার:গতকাল সোমবার (১৪ জুলাই...
15/07/2025

"আমরা ভোলাবাসী" প্রতিনিধি দলের সঙ্গে সেতু মন্ত্রণালয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় সেতু ভবনের সম্মেলন কক্ষে "আমরা ভোলাবাসী" সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব শেখ মইনুদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অনুবিভাগ), এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

"আমরা ভোলাবাসী" সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও শিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন,ইসলামী আন্দোলন সেক্রেটারি তরিকুল ইসলাম,রাহিম ইসলাম ও মীর মোশারফ হোসেন ওমি নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। দীর্ঘ আলোচনায় ভোলার জনগণের ন্যায্য ৬ দফা দাবির যৌক্তিকতা ও তাৎপর্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব দাবির প্রতি আন্তরিক একাত্মতা প্রকাশ করেন।

গৃহে গ্যাস সংযোগ:
প্রতিনিধিদল গৃহস্থালি পর্যায়ে গ্যাস সংযোগের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে, কর্তৃপক্ষ আইনগত কিছু জটিলতার কথা উল্লেখ করেন। তবে যুক্তিগ্রাহ্য উপস্থাপনার পর বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য সময় চাওয়া হয়।

ভোলা-বরিশাল সেতু:
জানানো হয়, ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি দ্রুতগতিতে এগোচ্ছে। বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে এবং আগামী জানুয়ারিতে প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।

মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা:
ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা দাখিল করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে নতুন কোনো মেডিকেল কলেজ হলে ভোলা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
এছাড়া, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন চিকিৎসক কর্মরত আছেন। আগামী অক্টোবরের মধ্যে আরও ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। হাসপাতালের ৮ তলায় ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ/সিসিইউ নির্মাণাধীন রয়েছে। ভোলা-বরিশাল সংযোগে ৩টি নৌ অ্যাম্বুলেন্সও চালুর প্রস্তুতি চলছে।

নদী ভাঙন ও অবকাঠামো উন্নয়ন:
ভোলার নদীভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণ এবং একটি ৩৫-৪০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প নিয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করেছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়:
ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। আলোচনায় জানানো হয়, ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য শীর্ষ অবস্থানে রয়েছে।

সভায় ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধি দল সরকারের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন এবং উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন

Address

Bhola
8320

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক মানুষের জন্য,সত্যের পথে পথ চলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক মানুষের জন্য,সত্যের পথে পথ চলা:

Share