15/09/2025
“অপ্রকাশিত ভালোবাসা”
রাফি আর নীলার গল্প শুরু হয়েছিল কলেজ জীবনে। ক্লাসে প্রথম দেখা থেকেই রাফির মনে হয়েছিল, এই মেয়েটাই যেন তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ। কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি। শুধু দূর থেকে দেখত—নীলার খোলা চুল বাতাসে উড়ছে, হাসলে চোখ দুটো টলটল করে, আর কথা বললে পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে যায়।
নীলাও বুঝত, রাফি কিছু বলতে চায়, কিন্তু মুখ খোলে না। তাই সে নিজেও অপেক্ষায় ছিল।
একদিন বৃষ্টির সকালে কলেজ শেষে সবাই চলে গেল, শুধু তারা দুজন ছাতাহীন দাঁড়িয়ে। চারপাশে বৃষ্টি ঝরছে, বাতাসে ভিজে ফুলের গন্ধ। রাফি ধীরে ধীরে বলল,
— “তুমি কি জানো, আমি অনেক দিন ধরেই একটা কথা বলতে চাই?”
নীলা হেসে উত্তর দিল,
— “তাহলে আজ বলেই ফেলো, বৃষ্টি তো অনেক রহস্য উন্মোচন করে।”
রাফি গভীর শ্বাস নিলো, তারপর বলল,
— “আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। তুমি চাইলে এই ভালোবাসা গোপনই রাখবো, কিন্তু আমার হৃদয় আর ধরে রাখতে পারলো না।”
নীলা কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা তার হাতটা রাফির হাতে রাখল। বলল,
— “তুমি যদি না বলতে, আমিই একদিন বলতাম। কারণ আমিও তোমাকেই চাই।”
সেই দিন থেকে তাদের ভালোবাসা শুরু। বৃষ্টি, ভেজা রাস্তা আর প্রথম স্পর্শ—সবকিছু মিলিয়ে তাদের জন্য পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মুহূর্ত তৈরি করেছিল।
এখনও যখন বৃষ্টি নামে, তারা একসাথে ছাতা ছাড়া হাঁটে। কারণ তাদের গল্পের শুরু বৃষ্টি দিয়ে, আর সেই স্মৃতিই তাদের জীবনের সবচেয়ে বড় রোম্যান্স।