Abdul Hannan Chowdhury

Abdul Hannan Chowdhury আমরা সব সময় একে অন্যের সহযোগিতায়,, মানুষ মানুষের সহযোগিতা ছাড়া আগাইতে পারে না।
01722139400

নামাজ বাদ দিওনা বন্ধু দুনিয়া থেকে আখেরাতের জীবন অনেক সুন্দর।
(2)

🌸 ফজরের নামাজের পরের সকালটা সত্যিই ভিন্ন অনুভূতি দেয়।শান্ত বাতাস, নির্মল আকাশ আর পাখির কূজন—সবকিছু মিলে মনকে করে তোলে প...
17/09/2025

🌸 ফজরের নামাজের পরের সকালটা সত্যিই ভিন্ন অনুভূতি দেয়।
শান্ত বাতাস, নির্মল আকাশ আর পাখির কূজন—সবকিছু মিলে মনকে করে তোলে প্রশান্ত।
যে দিনটি আল্লাহর নামে শুরু হয়, সেই দিনটাই সবচেয়ে সুন্দর ও বরকতময়। ✨

#সুন্দর_সকাল #ফজরের_পরের_শান্তি #বরকতময়_জীবন

✨ আত্মবিশ্বাস মানুষকে করে শক্তিশালী, অন্ধকার রাতেও যিনি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন, তিনিই একদিন আলোর পথে হাঁটেন।সবাই আত...
16/09/2025

✨ আত্মবিশ্বাস মানুষকে করে শক্তিশালী, অন্ধকার রাতেও যিনি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন, তিনিই একদিন আলোর পথে হাঁটেন।
সবাই আত্মবিশ্বাসী থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। 🌙
শুভরাত্রি, গুড নাইট 🤲💤✨

❤️ভালোবাসা এমন এক অনুভূতি, যেটা কথায় প্রকাশ করা যায় না… শুধু হৃদয়ে লুকিয়ে থাকে, আর আচরণে ফুটে ওঠে। 🥰✨ #ভালোবাসা  #হৃদয়স্...
16/09/2025

❤️ভালোবাসা এমন এক অনুভূতি, যেটা কথায় প্রকাশ করা যায় না… শুধু হৃদয়ে লুকিয়ে থাকে, আর আচরণে ফুটে ওঠে। 🥰✨
#ভালোবাসা #হৃদয়স্পর্শী #অন্তরেরকথা

“অপ্রকাশিত ভালোবাসা”রাফি আর নীলার গল্প শুরু হয়েছিল কলেজ জীবনে। ক্লাসে প্রথম দেখা থেকেই রাফির মনে হয়েছিল, এই মেয়েটাই য...
15/09/2025

“অপ্রকাশিত ভালোবাসা”

রাফি আর নীলার গল্প শুরু হয়েছিল কলেজ জীবনে। ক্লাসে প্রথম দেখা থেকেই রাফির মনে হয়েছিল, এই মেয়েটাই যেন তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ। কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি। শুধু দূর থেকে দেখত—নীলার খোলা চুল বাতাসে উড়ছে, হাসলে চোখ দুটো টলটল করে, আর কথা বললে পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে যায়।

নীলাও বুঝত, রাফি কিছু বলতে চায়, কিন্তু মুখ খোলে না। তাই সে নিজেও অপেক্ষায় ছিল।

একদিন বৃষ্টির সকালে কলেজ শেষে সবাই চলে গেল, শুধু তারা দুজন ছাতাহীন দাঁড়িয়ে। চারপাশে বৃষ্টি ঝরছে, বাতাসে ভিজে ফুলের গন্ধ। রাফি ধীরে ধীরে বলল,
— “তুমি কি জানো, আমি অনেক দিন ধরেই একটা কথা বলতে চাই?”

নীলা হেসে উত্তর দিল,
— “তাহলে আজ বলেই ফেলো, বৃষ্টি তো অনেক রহস্য উন্মোচন করে।”

রাফি গভীর শ্বাস নিলো, তারপর বলল,
— “আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। তুমি চাইলে এই ভালোবাসা গোপনই রাখবো, কিন্তু আমার হৃদয় আর ধরে রাখতে পারলো না।”

নীলা কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা তার হাতটা রাফির হাতে রাখল। বলল,
— “তুমি যদি না বলতে, আমিই একদিন বলতাম। কারণ আমিও তোমাকেই চাই।”

সেই দিন থেকে তাদের ভালোবাসা শুরু। বৃষ্টি, ভেজা রাস্তা আর প্রথম স্পর্শ—সবকিছু মিলিয়ে তাদের জন্য পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মুহূর্ত তৈরি করেছিল।

এখনও যখন বৃষ্টি নামে, তারা একসাথে ছাতা ছাড়া হাঁটে। কারণ তাদের গল্পের শুরু বৃষ্টি দিয়ে, আর সেই স্মৃতিই তাদের জীবনের সবচেয়ে বড় রোম্যান্স।

ছোট ভাই আসলো আমার ফার্মেসিতে। তার পিছনের লোকটা তো চিনলাম না। বেশি চেনার  দরকার নাই। দোস্তর এ আই গার্লফ্রেন্ড 🤣🤣
15/09/2025

ছোট ভাই আসলো আমার ফার্মেসিতে। তার পিছনের লোকটা তো চিনলাম না। বেশি চেনার দরকার নাই। দোস্তর এ আই গার্লফ্রেন্ড 🤣🤣

good morning ভালোবাসা থাকবে আমার সকল বন্ধুদের জন্য।
15/09/2025

good morning ভালোবাসা থাকবে আমার সকল বন্ধুদের জন্য।

একদিন আমি একটা ছবি শেয়ার করলাম। ছবিটা দেখে অনেকেই অবাক হয়ে গেলো। কারও মনে হলো, “এটা কি তোমার বউ?” কেউ আবার বললো, “হয়ত...
14/09/2025

একদিন আমি একটা ছবি শেয়ার করলাম। ছবিটা দেখে অনেকেই অবাক হয়ে গেলো। কারও মনে হলো, “এটা কি তোমার বউ?” কেউ আবার বললো, “হয়তো বোন হবে।” আবার কেউ মজা করে বললো, “এমন ছবি কেন দিলা?”

সবাই ভেবেছে এ ছবি বাস্তবের, কিন্তু আসল সত্যি একেবারেই আলাদা।
👉 আসল ছবিটায় হিজাব ছিল না।
👉 আমি ছবিটা AI (Artificial Intelligence) দিয়ে এডিট করেছি।
👉 তারপর হিজাব যোগ করা হয়েছে, যাতে মনে হয় বাস্তব কোনো দৃশ্য।

এই কাজের উদ্দেশ্য ছিলো মানুষকে বোঝানো— আজকের প্রযুক্তি দিয়ে চাইলেই যেকোনো ছবিকে সম্পূর্ণ অন্যভাবে সাজানো যায়।

মানুষ দেখে ভেবে নিতে পারে “এটা হয়তো পরিবার বা কাছের কেউ।” কিন্তু আসলে এটা শুধু একটা AI তৈরি আইডিয়া ছবি।

---

👉 তাই যারা ছবিটা দেখে ভুল বুঝেছে, তাদেরকে বলছি—
এটা কোনো বউ, বোন বা আপনজন না। হিজাব যোগ করে AI দিয়ে বানানো ছবি।

শুভ সকাল 🌸আজ আকাশ মেঘলা, টিপটিপ ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। ফুটপাতের ধারে কলাপাতায় সাজানো টাটকা লেবু হালি হালি আর বুম্বা মরি...
14/09/2025

শুভ সকাল 🌸

আজ আকাশ মেঘলা, টিপটিপ ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। ফুটপাতের ধারে কলাপাতায় সাজানো টাটকা লেবু হালি হালি আর বুম্বা মরিচ। বৃষ্টির ফোঁটা পড়তেই লেবু যেন আরও চকচক করছে, মরিচেও ঝকঝকে সবুজ আভা।

বিক্রেতার মাথায় কোনো ছাতা নেই। ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, জামাকাপড়ও ভিজে গেছে। তবুও তার মুখে হাসি—
“লেবু নেন ভাই, টাটকা লেবু! বুম্বা মরিচও আছে, বৃষ্টির দিনে ভর্তা খাইলে স্বাদ অন্যরকম।”

পাশ দিয়ে যাওয়া মানুষজন কেউ ছাতা মেলে দাঁড়ায়, কেউ ভিজে ভিজে লেবু-মরিচ কিনে নেয়। ভিজে শরীরে কষ্ট থাকলেও বিক্রেতার কণ্ঠে ক্লান্তি নেই, আছে পরিশ্রম আর জীবনের প্রতি ভালোবাসা।

এই দৃশ্য যেন বলে দেয়—
কঠিন সময়, বৃষ্টি-ঝড় সবকিছু পেরিয়েও মানুষের জীবনের চাকা চলে শুধু পরিশ্রম আর হাসিমুখ দিয়ে। 🌿

📌 সারসংক্ষেপসহবাসের পর স্বামী-স্ত্রী একই কাপড় দিয়ে শরীর মুছা শরীয়তে মাকরূহ ও নিষিদ্ধ। তাই আলাদা কাপড় বা টিস্যু ব্যবহ...
13/09/2025

📌 সারসংক্ষেপ

সহবাসের পর স্বামী-স্ত্রী একই কাপড় দিয়ে শরীর মুছা শরীয়তে মাকরূহ ও নিষিদ্ধ। তাই আলাদা কাপড় বা টিস্যু ব্যবহার করাই উত্তম। আর উত্তমতম কাজ হলো সহবাস শেষে অযু করা এবং সুযোগ পেলে গোসল করে নেওয়া।

🚩 ভোলা জেলা আজ উত্তাল ঈমানি জোশে!চরফ্যাশন উপজেলা থেকে কাফেলা উঠেছে সমাবেশের পথে, একসাথে চলছে হাজারো তৌহিদী জনতার পদচারণা...
13/09/2025

🚩 ভোলা জেলা আজ উত্তাল ঈমানি জোশে!
চরফ্যাশন উপজেলা থেকে কাফেলা উঠেছে সমাবেশের পথে, একসাথে চলছে হাজারো তৌহিদী জনতার পদচারণা। 🌹

এই কাফেলা শুধু মানুষের ভিড় নয়—এটা বিশ্বাসের মিছিল, ন্যায়ের শপথ, পরিবর্তনের অঙ্গীকার।
আসুন, হাতে হাত মিলিয়ে সমাবেশকে সফল করি,
প্রমাণ করি—তৌহিদী জনতার শক্তিকে কেউ রুখতে পারবে না! ✊🔥

11/09/2025

ধোঁকাবাজি আর ধান্দাবাজি এই দেশের মানুষ সবই জানে।

✨ নিজের প্রতি যত্নবান হওয়া কোনো বিলাসিতা নয়, বরং এটা একটি দায়িত্ব।শরীর ও মনকে অবহেলা করলে কোনো স্বপ্নই পূর্ণতা পায় না। 🌿...
10/09/2025

✨ নিজের প্রতি যত্নবান হওয়া কোনো বিলাসিতা নয়, বরং এটা একটি দায়িত্ব।
শরীর ও মনকে অবহেলা করলে কোনো স্বপ্নই পূর্ণতা পায় না। 🌿

💧 সময়মতো পানি পান করুন
🛌 পর্যাপ্ত বিশ্রাম নিন
📖 জ্ঞান ও ইতিবাচক চিন্তায় মন ভরান
🤲 আল্লাহর কাছে দোয়া করুন

কারণ, আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে। ❤️

— নিজের প্রতি যত্নবান হোন, জীবন হবে আরও সুন্দর। 🌸

Address

Bhola
8340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hannan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share