10/09/2025
ডাকসু নির্বাচনে বিজয়ীদের সচেতন শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে অভিনন্দন
-সচেতন শিক্ষার্থী সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ফলাফল প্রকাশিত হওয়ার পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত ও জিএস প্রার্থী মো. খায়রুল আহসান মারজান আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার এক যৌথ বিবৃতিতে নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয় এটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই বিজয়ীরা দলমতের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, শিক্ষার্থীদের আবাসন-খাদ্য-শিক্ষা সমস্যা সমাধান, হিজাবফোবিয়া দূরীকরণ, প্রযুক্তির যথাযথ ব্যবহারে শিক্ষার পরিবেশ আধুনিকায়ন, সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মানে কাজ করবেন বলে বিজয়ীদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।
ডাকসু নির্বাচন নিয়ে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘসময় পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন সকল মত ও পথের শিক্ষার্থীদের সহাবস্থান ও মুক্তমতচর্চাকে এগিয়ে নেয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও কারচুপির অভিযোগ নানা মহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। আমরা মনে করি, এসব অভিযোগ অগ্রাহ্য করা হলে বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
নেতৃবৃন্দ দ্রুততম সময়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কারচুপির অভিযোগ যাচাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
বার্তা প্রেরক
মোঃ মুঈনুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী, সচেতন শিক্ষার্থী সংসদ
প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়
01572903074