M.Nurul Islam Mahmudi

M.Nurul Islam Mahmudi আদর্শবান যুবকরা জাগলেই, বাংলাদেশ জাগবে

ভোলা-৪ আসনের (চরফ্যাশন- মনপুরা) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা Kamal Uddin  সাহেবআগা...
07/11/2025

ভোলা-৪ আসনের (চরফ্যাশন- মনপুরা) ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা Kamal Uddin সাহেব
আগামীকাল রোজঃ শনিবার শশীভূষণ থানার আওতাধীন
জাহানপুর ইউনিয়নে গণসংযোগ করবেন
#হাতপাখা #জিন্দাবাদ #কামালভাই #জিন্দাবাদ

07/11/2025

৭/১১/২৫ইং ভোলা ৪ চরফ্যাশন ও মনপুরা আসনের দক্ষিণ আইচা থানার আওতাধীন, চর মানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণ আইচা থানা শাখার উপদেষ্টা মাওঃ গিয়াস উদ্দিন আশ্রাফীর নেতৃত্বে প্রফেসর এ এম এম Kamal Uddin ভাইয়ের পক্ষে হাত পাখার দাওয়াতি কার্যক্রম চলছে।

হাত পাখা মার্কা শুনে এলাকার ছোট ছোট বাচ্চারা আনন্দে উৎফুল্ল হয়ে স্লোগান দিচ্ছে।

07/11/2025
চর কুকরী মুকরী ইউনিয়নকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমণ স্পটে পরিণত করা হবে Kamal Uddin বিস্তারিত কমেন্টে
06/11/2025

চর কুকরী মুকরী ইউনিয়নকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমণ স্পটে পরিণত করা হবে Kamal Uddin
বিস্তারিত কমেন্টে

06/11/2025

নজরুলনগর ইউনিয়নের পথে, জনতার নেতা প্রফেসর এ. এম. এম. কামাল উদ্দিন স্যার—গণসংযোগে যাচ্ছেন জনতার ভালোবাসা নিয়ে। ❤️
Kamal Uddin #জনতার_নেতা #গণসংযোগ

কুকরী মুকরী বাজারে, ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন ভাইয়ের জনস...
05/11/2025

কুকরী মুকরী বাজারে, ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন ভাইয়ের জনসভা অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের আওতাধীন, দক্ষিণ আইচা থানা শাখার অন্তর্গত,কুকরী মুকরী ইউনিয়নে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রফেসর এ এম এম Kamal Uddin ভাই আগমন উপলক্ষে কুকরী মুকরী বাজারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

05/11/2025

আলহামদুলিল্লাহ, ভোলা ৪ চরফ্যাশন মনপুরার গণমানুষের নেতা, প্রফেসর আলহাহাজ্ব কামাল ভাইর নেতৃত্বে আমরা চর কুকরী মুকরীর গণ সংযোগের জন্য কচ্চপিয়া ঘাট থেকে রওয়ানা হয়েছি।

03/11/2025

" #আলহামদুলিল্লাহ"

প্রফেসর এ এম এম কামাল উদ্দিন
ভোলা ০৪ (চরফ্যাশন ও মনপুরা আসন)

03/11/2025

"নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায়-ইসলামই একমাত্র ভরসা। আসুন, হাতপাখায় ভোট দিয়ে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হই!"

প্রফেসর এ এম এম কামাল উদ্দিন
পীর সাহেব চরমোনাই মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা)

❝ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত❞গতকাল ১ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায়,...
02/11/2025

❝ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
আমতলী উপজেলা শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত❞

গতকাল ১ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায়, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি এইচ এম খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম ঈশা শাহেদী এর সঞ্চালনায় নবাগত সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোঃ আল আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, পীর সাহেব কেওড়াবনিয়া।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা জননেতা মুফতি ওমর ফারুক জিহাদী,জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আর আই এম অহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম আকন, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ আল আমিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি, মোঃ কামরুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
------------------------------
বার্তা প্রেরক
এম বায়েজিদ মাহমুদ
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
আমতলী উপজেলা শাখা।

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মূ...
02/11/2025

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

০২ নভেম্বর ২০২৫
জাতীয় প্রেসক্লাব

"আপনারা পাশে থাকলে আমি আপনাদের নিয়ে আমাদের  স্বপ্নের "ভোলা" গড়তে চাই"প্রফেসর এ এম এম কামাল উদ্দীন সংসদ সদস্য পদপ্রার্থী ...
01/11/2025

"আপনারা পাশে থাকলে আমি আপনাদের নিয়ে আমাদের স্বপ্নের "ভোলা" গড়তে চাই"
প্রফেসর এ এম এম কামাল উদ্দীন
সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা ৪ আসন

চরফ্যাশন ও মনপুরা নিয়ে উন্নয়ন ভাবনা
১. চরফ্যাশন ও মনপুরা কে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা।
2. চরফ্যাশন ও মনপুরার ভূমিহীন সকল মানুষকে ভূমির ব্যবস্থা করন।
3. চরফ্যাশন ও মনপুরার সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়ন ও পর্যায়ক্রমে কাওমি মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানে ভবন নির্মাণ।
4. চরফ্যাশন-মনপুরার সকল মানুষের ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিতকরণে হাসপাতালগুলো আধুনিকায়ন, চিকিৎসকদের জনগণকে ফ্রি চিকিৎসা দেওয়ার মানসিকভাবে তৈরি করা।
5. জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে উদ্যোক্তা সৃষ্টির ব্যবস্থা করন। কলকারখানা সৃষ্টি করে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা।
6. মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা মৎস্য ঘাট গুলোকে আধুনিকায়ন।
7. চরফ্যাশন ও মনপুরার ট্যুরিজম সেন্টার গুলোকে আধুনিকায়ন।জাতীয় আন্তর্জাতিক টুরিস্টদের আগমন ঘটানোর জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো।
8. কৃষি বিপ্লব ঘটাতে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও কৃষি সরঞ্জামাদি বিতরণ।
9. চরফ্যাশন ও মনপুরা সকল জনগণের সেবা নিশ্চিতকরণে থানা গুলোকে দালাল মুক্ত করণ এবং জনগণের পুলিশ হিসাবে নিশ্চিতকরণ।
১০. চরফ্যাশন মনপুরার নদী ভাঙ্গন রোদে ব্লক ইন সিস্টেমসহ কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করা।
11. প্রত্যেক মসজিদে মুক্তব শিক্ষা ব্যবস্থা চালু করা।
12. মসজিদের উন্নয়ন মসজিদকেন্দ্রিক মুক্তব ও কবরস্থান চালু করার উদ্যোগ নেওয়া।
13. চরফ্যাশন মনপুরা উপজেলার প্রত্যেকটি অফিসে জনকল্যাণকামী, জনমুখী, জনগণের সেবা নিশ্চিতকরণ ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করুন।
14. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চরফ্যাশন মনপুরার নদী এলাকায় সাইক্লোন সেল্টার নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।
15. চরফ্যাশন মনপুরার প্রতিটি মসজিদে এলাকার বিত্তবানদের সম্পৃক্ত করে কর্জে হাসানা ও দারিদ্র ফান্ড গঠন করে অবহেলিত, চিকিৎসা বঞ্চিত, দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো।
16. মনপুরার সকল বাজারগুলো ইজারা মুক্ত করে দেওয়া। যেন সাধারণ মানুষ দু একশ পাঁচশ হাজার টাকা বিক্রি করে এখান থেকে কোন টাকা পয়সা দিতে না হয়।
17. চরফ্যাশন মনপুরার সকল কাঁচা রাস্তাগুলো পাকা করণ এবং পাকা রাস্তাগুলো মেরামত পুল কালভার্ট নির্মাণ করণ।
18. চরফ্যাশন মনপুরার সকল খাল খনন করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিকরণ।
19. সরকারি সকল সুবিধা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া।

Address

Bhola
86002

Telephone

+8801300265920

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Nurul Islam Mahmudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.Nurul Islam Mahmudi:

Share