Dainik Pratibadi Bhola দৈনিক প্রতিবাদী ভোলা

  • Home
  • Bangladesh
  • Bhola
  • Dainik Pratibadi Bhola দৈনিক প্রতিবাদী ভোলা

Dainik Pratibadi Bhola দৈনিক প্রতিবাদী ভোলা I am a content creator just trying to bring out the truth.

04/12/2024
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের  খতিব পদে নিয়োগ পেয়েছেন দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মা...
18/10/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ পেয়েছেন দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী (হাফি) তার উস্তাদ।

এতে আরও বলা হয়, তিনি মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এ ছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার নামে নিয়মিত একটা গবেষণা পত্রিকা বের হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়।

01/10/2024

19/08/2024

গাজার মানুষের জন্য দোয়া ছাড়া যেন কিছুই করার নেই।বিশ্ব আজ মানবতাহীন। আল্লাহ গাজাবাসীর মৃত্যু যেন জান্নাতী সহীদ হিসেবে কবুল করে নেয়।আমিন।

মনে হচ্ছিলো ক্লাসরুমে এক অভিমানী দর্শন শিক্ষকের কথা শুনছি। হাসলেন, কাদলেন এবং আশ্বস্ত করলেন। জোর অভিমানে বললেন, 'আপনারা ...
09/08/2024

মনে হচ্ছিলো ক্লাসরুমে এক অভিমানী দর্শন শিক্ষকের কথা শুনছি। হাসলেন, কাদলেন এবং আশ্বস্ত করলেন। জোর অভিমানে বললেন, 'আপনারা চেয়েছেন, তাই আমি এসেছি। তবে আমাকে এই দায়িত্বে চাইলে আমার কথা শুনতে হবে। সব হামলা এবং সহিংসতা ত্যাগ করতে হবে। আমার কথা শুনলে আমি দায়িত্ব নেবো। নইলে আমাকে বিদায় দিন। সহিংসতা, ভাংচুর করে আমরা এগোতে পারবো না।'
মনে হলো স্বপ্নের দৃশ্য। অশ্রুসিক্ত চোখে দেখলাম, একজন হবু রাষ্ট্রপ্রধান দেশে তার প্রথম ভাষন দিলেন ছাত্র বেষ্টিত হয়ে; আমলা বা সেনা বা রাজনীতিবিদ নিয়ে নয়!
পরিষ্কার বললেন, দেশকে বদলাতে গেলে তার এবং ছাত্রদের সাথে থাকতে হবে।
কথা দিচ্ছি স্যার, আমরা আপনার কথা শুনবো। আপনাকে নতুন দেশে স্বাগতম।
আপনার তত্ত্বের নিন্দা করতে পারি নাই; লোকে আওয়ামী লীগ ভাবতো। আপনাকে নিয়ে গর্ব করতে পারি নাই; জান পরাণের ভয় ছিলো।
আজ আর কিছু না হোক, আপনাকে নিয়ে কথা বলার স্বাধীনতাটা মিলেছে।
ধন্যবাদ অধ্যাপক মুহাম্মদ ইউনুস। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে ধন্যবাদ।
এখন আমরা চিৎকার করে বলতে পারবো, আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তক, অর্থনীতিবিদ এবং পৃথিবীর মোস্ট ডেকোরেটেড ইন্টেলেকচুয়াল আমার দেশের প্রধাণ।

- দেবব্রত মুখার্জি

05/08/2024

সকল দলের ঐক্য মতে সরকার গঠনের জন্য সেনাপ্রধানের আলোচনা চলছে ৩ টার পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে

24/07/2024

18/07/2024

15/07/2024

অনূর্ধ্ব 17 বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Pratibadi Bhola দৈনিক প্রতিবাদী ভোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category