11/07/2025
বিএনপি কে বয়কট করতেই হবে
২ মাস ধরে হুমকি দিয়েছে।
এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খুন করেছে।
বাট লাশ লুকায়নি।
বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।
তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।
আর এখন?
এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।
না,দলটার নাম আওয়ামী লীগ না।
দলটার নাম বিএনপি।
যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।
এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?
চাঁদার টাকা রেডি করেন।
নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।
আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে। 🙂