Sorif Blog

Sorif Blog Alon boy

18/09/2024

সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO= Next opportun

************* নিয়োগ বিজ্ঞপ্তি *************বি.এস.টি.আই অনুমোদীত খাদ্যপণ্য, বিপণন কারী প্রতিষ্ঠান "%(মেসার্স আদর ট্রেডার্...
18/09/2024

************* নিয়োগ বিজ্ঞপ্তি *************
বি.এস.টি.আই অনুমোদীত খাদ্যপণ্য, বিপণন কারী প্রতিষ্ঠান "%(মেসার্স আদর ট্রেডার্স)%" এর পণ্য-সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে, জীবননগর ও দামুড়হুদা এলাকায়, জরুরী ভিত্তিতে * সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি/এইচ.এস.সি পাশ। অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে শীথলযোগ্য।
বেতন : ১৮,০০০ টাকা।
নিজ এলাকায় নিয়োগ দেওয়া হবে।

যোগাযোগের জন্য :
মো: সাইফুল ইসলাম
প্রোপাইটর
মেসার্স আদর ট্রেডার্স
০১৭৭০-০৫৬৬২৩

কৃষি ডিপ্লোমা পাশ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
18/09/2024

কৃষি ডিপ্লোমা পাশ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

Address

Bhola
SORIF

Alerts

Be the first to know and let us send you an email when Sorif Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share