BookOgraphy

BookOgraphy আমাদের বুকশপের বইগুলো প্রকাশনীভিত্তিক অথবা বিষয়ভিত্তিক আকারে দেখতে ক্লিক করুন➤https://wa.me/c/8801749927082

অন্তর ত্রুটিপূর্ণ থাকলে সকল ইবাদত বরবাদ.. তাই সচেতন হন
11/08/2025

অন্তর ত্রুটিপূর্ণ থাকলে সকল ইবাদত বরবাদ.. তাই সচেতন হন

🔥 জাহিলিয়াতের আঁধারে তারা ছিলেন হিদায়াতের আলোকবর্তিকা।অর্ডার করতে ইনবক্স করুন ইনশাআল্লাহ্
11/08/2025

🔥 জাহিলিয়াতের আঁধারে তারা ছিলেন হিদায়াতের আলোকবর্তিকা।
অর্ডার করতে ইনবক্স করুন ইনশাআল্লাহ্

যুবকদের ক্রাশ🙂
10/08/2025

যুবকদের ক্রাশ🙂

বইটি কুরআন মাজিদের গভীর তাৎপর্য ও বার্তা বুঝার একটি সহজ-সরল গাইড। এটি কুরআনের প্রতিটি সূরাকে ৮টি সুনির্দিষ্ট পয়েন্টে বিশ...
10/08/2025

বইটি কুরআন মাজিদের গভীর তাৎপর্য ও বার্তা বুঝার একটি সহজ-সরল গাইড। এটি কুরআনের প্রতিটি সূরাকে ৮টি সুনির্দিষ্ট পয়েন্টে বিশ্লেষণ করে-
১. সূরার মৌলিক পরিচয়
২. নামকরণের কারণ
৩. ফজিলত ও বিশেষত্ব
৪. সূরার গঠনশৈলী
৫. মূল বিষয়বস্তু
৬. আয়াতের ধারাবাহিকতা
৭. গভীর তাদাব্বুর (চিন্তা-গবেষণা)
৮. জীবনঘনিষ্ঠ প্রয়োগ।

এই বই কুরআনের প্রতিটি সূরার সারমর্ম এমনভাবে উপস্থাপন করে যা সকলের জন্যই উপযোগী।

কুরআনের আয়াতগুলোকে শুধু তিলাওয়াত নয়, বরং বুঝে পড়ার এবং জীবনে বাস্তবায়নের পদ্ধতি শেখায় এই গ্রন্থ।

10/08/2025

বুক রিভিও ভিডিও ০২💫
সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন ইনশাআল্লাহ্
অফার চলছে🙂

07/08/2025

বুক রিভিও📚 ০১

শাইখ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিঃ

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদা▪️মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার...
05/08/2025

শিশু-কিশোরদের উপযোগী সালাফে সালেহীনের আকীদা

▪️মহান আল্লাহ প্রতিটি মানবসন্তানের অন্তরে তাঁর তাওহীদের বীজ বুনে দিয়েছেন, যার ওপর সে বেড়ে উঠে। কিন্তু তার পিতা-মাতা, পরিবেশ, বন্ধু-বান্ধব, শিক্ষা-দীক্ষা, নাফসে আম্মারা ও বিতাড়িত শয়তান তাকে সে স্বাভাবিক প্রকৃতি থেকে বিচ্যুত করে দেয়।
সন্তান-সন্ততিদেরকে এ বিচ্যুতি ও ধ্বংসের অতল গহ্বর থেকে বাঁচাতে হলে যথাযথ রোগ নির্ণয় করতে হবে, রোগের প্রতিষেধক খুঁজতে হবে এবং তার ঔষধের ব্যবস্থা করতে হবে। আজ আমাদের পরিবারগুলোতে নৈতিক শিক্ষা নেই বললেই চলে। আমাদের সমাজে নৈতিক শিক্ষার বিষয়টি উপেক্ষিত। শিক্ষায়তনগুলোতে তা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে। তাই সন্তানরা কোথাও আদর্শ খুঁজে পাচ্ছে না। না তাদের পিতা-মাতার কাছে, না তাদের শিক্ষকদের কাছে। সন্তানরা অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। নিজের অজান্তেই তারা এমন সব বিষয় শিখছে যা তাদের বিশ্বাস ও ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরকে আদব ও শিষ্টাচার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কার্টুন ও রীল তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তাদেরকে অপসংস্কৃতির সয়লাবে ভাসিয়ে দিচ্ছে। তারা ফালতু জিনিসে সময় নষ্ট করছে। জীবনকে উপভোগ করার নামে তাদেরকে জীবনের মূল্য বিসর্জন দিতে হচ্ছে। তাদেরকে দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য থেকে বিমুখ রাখা হচ্ছে।
এ সময়ে সন্তানদেরকে দীনের গণ্ডিতে রাখা ও দীনকে তাদের কাছে প্রিয় করে তোলা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তাদের জন্য যেসব গ্রন্থ রচনা করা হয়, যেসব নাটক-নভেল তারা চোখ দিয়ে দেখে থাকে সে সবের মধ্যে দীন ও দীনকে খারাপভাবে চিত্রায়িত করা হয়। তারা কোনোভাবেই দীন ও আকীদাকে সুন্দরভাবে নিতে সক্ষম হচ্ছে না। আকাশ সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতি চালু আছে তাতে কী পরিমাণ শির্ক, বিদ‘আত, কুফর, নিফাকের অনুপ্রবেশ শিশু ও কিশোরদের অন্তরে প্রবেশ করছে তার হিসাব কে রাখে? দীনকে ধরে রাখা এখন যেন সত্যিই জ্বলন্ত অঙ্গারকে ধরে রাখার মতো হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে দীনের ওপর ঠিকে থাকা কত যে দুষ্কর তা কেবল একজন দীনদার ও দা‘ঈ ব্যক্তি হাড়ে হাড়ে অনুভব করতে পারেন।
কিন্তু বিপদ ও ফিতনা যত বড়ই হোক না কেন, হতাশ হওয়া যাবে না। সকলের উচিত সে ফিতনাকে শরী‘আতের নির্দেশনার মধ্যে অবস্থান করে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাওয়া। সন্তানদেরকে বিপদ ও ফিতনার মুখ থেকে ফিরিয়ে আনতে যার যতটুকু সামর্থ্য আছে তা ব্যয় করা। সেজন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শিশুতোষ সাহিত্য ও শিশু-কিশোদের উপযোগী রচনায় মনোনিবেশ করা।
আলোচ্য গ্রন্থটি শিশু-কিশোর উপযোগী একটি আকীদার গ্রন্থ, যা একটি শিশুকে আল্লাহর ঈমানের দিকে, ইবাদতের দিকে ও আদব-আখলাকের দিকে পথ দেখাবে; অনুরূপ কিশোরদেরকে সঠিক পথে চলতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

মূল: শাইখ খালিদ উসমান
অনুবাদ: মীর আনাস হোসাইন
সম্পাদনায়: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৯৬, কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট, কভার: পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ১৪০ টাকা

লেখক সম্পর্কে কতটুকু জানেন?বই দুটি কি সংগ্রহ করে রাখার মত?
27/07/2025

লেখক সম্পর্কে কতটুকু জানেন?
বই দুটি কি সংগ্রহ করে রাখার মত?

১. ডোপামিন কী?ডোপামিন একটা ‘নিউরোট্রান্সমিটার’।মানে, এটা আমাদের মস্তিষ্কে থাকা একধরনের রাসায়নিক বার্তাবাহক। যখন মস্তিষ্...
26/07/2025

১. ডোপামিন কী?

ডোপামিন একটা ‘নিউরোট্রান্সমিটার’।

মানে, এটা আমাদের মস্তিষ্কে থাকা একধরনের রাসায়নিক বার্তাবাহক। যখন মস্তিষ্কে কোনো আনন্দদায়ক বা উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে, ডোপামিন তখন সেই খবরটা পুরো মস্তিষ্কে ছড়িয়ে দেয়।

আরও সহজ ভাষায় বলি, ডোপামিন হচ্ছে একটা ক্ষুদ্র ডাকপিয়ন, যে সুখবর নিয়ে মস্তিষ্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়।

২. ডোপামিন কখন নিঃসরণ হয়?

ডোপামিন তখনই বের হয়, যখন আমরা এমন কিছু করি, যা আমাদের ভালো লাগে বা আনন্দ দেয়। যেমন :

• পছন্দের গান শুনলে।

• পছন্দের সিনেমা দেখলে।

• ভিডিও গেমে উইনার হলে।

• কারও কাছ থেকে প্রশংসা পেলে।

• মজার কিছু খেলে।

• পোস্টে অনেক লাইক-রিয়েক্ট বা রিচ হলে ইত্যাদি।

এমনকি কোনো লক্ষ্য পূরণ করলেও ডোপামিন নিঃসরণ হয়ে থাকে।

৩. ডোপামিন কেন এত গুরুত্বপূর্ণ?

ডোপামিন আমাদের মোটিভেশন বা আগ্রহ তৈরি করে। ভাবুন, আপনি যদি কোনো কাজে আনন্দ না পান, তাহলে কাজটা করার ইচ্ছা থাকবে? একদমই না। ডোপামিন আমাদের বলে, “এই কাজটা করো, এতে মজা আছে!” এইজন্য ডোপামিনকে অনেকেই বলে ‘reward chemical’ বা পুরস্কার-রাসায়নিক! মস্তিষ্ক আনন্দ দেখালেই সেখানে পুরস্কার!

বই : ডোপামিন
মূল : নুরান হাসান
অনুবাদ : মাওলানা সাজ্জাদ হুসাইন হাফি.
পৃষ্ঠা : 208
বাঁধাই : হার্ডকাভার
মুদ্রিত মূল্য : 350৳

★ দ্রুতই প্রি-অর্ডার শুরু হবে ইনশাআল্লাহ

25/07/2025

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜
🌸ﷺ🌸

ডেলিভারি চার্জ ফ্রি🔥🔥
07/12/2024

ডেলিভারি চার্জ ফ্রি🔥🔥

৫০% ডিসকাউন্ট অফার চলছে কিন্তু.........🙂
06/12/2024

৫০% ডিসকাউন্ট অফার চলছে কিন্তু.........🙂

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when BookOgraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share