Dular Hat Adarsha College

Dular Hat Adarsha College ১৯৯৩ খৃিষ্টাব্দে দুলারহাট আদর্শ কলেজ প্রতিষ্ঠিত হয়

28/03/2025

ভূমিকম্প ➡️➡️➡️

#সাধারণ #কম্পিউটার #আজকের_সাধারণ_জ্ঞান #কালেক্টেড #বিজ্ঞান #অান্তর্জাতিক #পৃথিবী #সাম্প্রতিক_দর্পণ #সংগৃহীত #সরকারি #সংগ্রহীত #ক্রিকেট #জাতীয় #দেশ #বাংলাদেশ_বিষয়াবলী #বাংলাদেশ #সাম্প্রতিক #পানি #বায়ু #নদী #আন্তর্জাতিক #আর্ন্তজাতিক #আজকের_প্রশ্ন #যেকোনো #সমুদ্র #মোট

27/03/2025

পারমানবিক চুল্লিতে ইউরেনিয়াম এর ব্যাবহার➡️

#অান্তর্জাতিক #জাতীয় #সাম্প্রতিক_দর্পণ #কালেক্টেড #পৃথিবী #সরকারি #কম্পিউটার #সংগ্রহীত #বিজ্ঞান #বাংলাদেশ_বিষয়াবলী #আজকের_সাধারণ_জ্ঞান #দেশ #বাংলাদেশ #সংগৃহীত #ক্রিকেট #বাংলা_ব্যাকরণ #অন্যান্য

26/03/2025

শূন্য এর যত সমাচার➡️➡️

#সাধারণ #অান্তর্জাতিক #সাম্প্রতিক #বাণিজ্য #অর্থনীতি #সাত #সরকারি #একনজরে_বাংলা_ব্যাকরণ #জাতীয় #কালেক্টেড #পৃথিবী #পড়া #সংগ্রহীত #কম্পিউটার #সাম্প্রতিক_দর্পণ #ফুটবল #সম্পাদকীয় #ক্রিকেট #আজকের_প্রশ্ন #আন্তর্জাতিক #বাংলাদেশ #সংগৃহীত #আর্ন্তজাতিক

25/03/2025

#আজকের_সাধারণ_জ্ঞান #সাধারণ #আর্ন্তজাতিক #গুরুত্বপূর্ণ_সাল_সমূহ #জ্যামিতির #সাধারণ #বিজ্ঞান #আজকের_প্রশ্ন #সম্পাদকীয় #বাংলাদেশ_বিষয়াবলী #বাংলাদেশ #আন্তর্জাতিক #দেশ #নদী #পানি #বায়ু #বৃক্ষ #ফুটবল #ক্রিকেট #সংগৃহীত #কম্পিউটার #সাম্প্রতিক_দর্পণ #যেকোনো

25/03/2025

#সাধারণ #জাতীয় #সংগ্রহীত #যেকোনো #ইংরেজিবানান #একনজরে_বাংলা_ব্যাকরণ #পড়া #বাংলা_ব্যাকরণ #সাম্প্রতিক_দর্পণ #সংগৃহীত #অন্যান্য #কালেক্টেড #সমুদ্র #পৃথিবী #কম্পিউটার #আন্তর্জাতিক #অর্থনীতি #বাণিজ্য #সাম্প্রতিক #বাংলাদেশ #আজকের_প্রশ্ন #বিজ্ঞান #খেলাধুলা #সেরা_উক্তি #সাধারণ

25/03/2025
26/10/2024

ক) সার্ক প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
খ) এর সদর দপ্তর কোথায়?
গ) সদস্য সংখ্যা কত?
ঘ) বর্তমান মহাসচিব কে এবং কততম?
ঙ) ১ম মহাসচিব কে ছিলেন?

উত্তরমালা:

ক)১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়
খ) কাঠমান্ডু, নেপাল
গ)সদস্য-৮ টি।
ঘ) গোলাম সারওয়ার,১৫তম
ঙ) ১ম মহাসচিব ছিলেন- আবুল আহসান ।

29/06/2024

তেলের বদলে পানি দিয়ে জ্বলে যে বাতি ---

27/06/2024

‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [ বিসিএস ২৪,২১]
A.মুনীর চৌধুরী
B.মুহাম্মদ শহীদুল্লাহ
C.মুহাম্মদ আব্দুল হাই
D.তোফাজ্জল হায়দার চৌধুরী

26/06/2024

NASA এর সদরদপ্তর-
🔷ওয়াশিংটন
🔷হিউস্টন
🔷কেপ কেনেডি
🔷টেক্সাস

26/06/2024

#পড়া মনে রাখার ৫ বৈজ্ঞানিক উপায়:

১. বিরতি নিয়ে রিভিশন
জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন।

২. ফাইনম্যান পদ্ধতি
পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়; করতে হয় আলোচনাও। যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।

৩. পোমোডোরো পদ্ধতি
পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও বেশ কমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। ১৯৮০ সালের শেষের দিকে ফ্র্যাঞ্চেস্কো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পমোডোরো অর্থ ‘টমেটো সস’। ফ্র্যাঞ্চেস্কোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট ২৫ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে ৫ মিনিটের বিরতি নেবেন। ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সবকিছু থেকে দূরে রাখতে হবে। আর বিরতির পাঁচ মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর, আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত।

৪. প্রয়োজন পর্যাপ্ত ঘুম
যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তাঁর কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায়, পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যাঁরা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাঁদের পরীক্ষা খারাপ হয়। এ গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়।

৫. নেমোনিক পদ্ধতি
অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি, ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর।

30/09/2023

Cricket শব্দের অর্থ কি?
উইপোকা
তেলাপোকা
ঝিঁঝি পোকা
মাকড়সা

Address

Bhola

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801813812809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dular Hat Adarsha College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share