Radio Meghna রেডিও মেঘনা

Radio Meghna রেডিও মেঘনা Radio Meghna 99.0fm is a community FM Radio station facilitated by COAST Foundation Radio Meghna is a community Radio at Char Fassion, Bhola.
(1)

30/09/2025

আনিসুল হকের চোখে নেই কোনো স্বপ্ন, আছে শুধু হাল না ছাড়া এক নিঃশব্দ আত্মসম্মান।

28/09/2025

পিসিওএস কি? এর লক্ষণ কি কি? আমরা অনেকে তা জানি না, আসুন পিসিওএস নিয়ে সর্তক হই, সুস্থ্য থাকি

28/09/2025

শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন

25/09/2025

চরফ্যাশন উপজেলার শারদীয় দুর্গা পূজা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হওয়ার লক্ষ্যে প্রশাসন কর্তৃক সকল ধরনের কার্যক্রমের ব্যবস্থা সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন চরফ্যাসন ভোলা

আখ চাষে লাভবান রসুলপুরের দুলাল হাজারীচরফ্যাশনে দিন দিন লাভজনক ফসল হিসেবে আখ চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস...
24/09/2025

আখ চাষে লাভবান রসুলপুরের দুলাল হাজারী

চরফ্যাশনে দিন দিন লাভজনক ফসল হিসেবে আখ চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর আখ চাষে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

উপজেলার রসুলপুর ২ নম্বর ওয়ার্ডের কৃষক মোঃ দুলাল হাজারী (৬১) দীর্ঘ ৭ বছর ধরে আখ চাষ করে আসছেন। এ বছর তিনি ১৮ গন্ডা (১৪৪ শতাংশ) জমিতে আখ চাষ করেছেন। রোগবালাই কম হওয়ায় আখের ভালো ফলন হয়েছে এবং তিনি যথেষ্ট লাভবান হয়েছেন।

দুলাল হাজারী জানান, প্রতি গন্ডা আখ চাষে প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়েছে। স্থানীয় বাজারে খুচরা বিক্রির পাশাপাশি তিনি বেয়ারিদের কাছেও আখ বিক্রি করেছেন। প্রতি গন্ডা আখ বেয়ারিদের কাছে ২৬ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

আখ কিনতে আসা মৌসুমি ফল ব্যবসায়ী মোঃ কবির বলেন, কৃষকদের কাছ থেকে আখ কিনে তিনি হাটবাজারে বিক্রি করেন। তিনি জানান, রসুলপুরের কৃষক দুলাল হাজারীর কাছ থেকে ৩২ শতাংশ জমির আখ কিনেছেন এক লক্ষ টাকায়। বাজারজাত করা পর্যন্ত আনুষঙ্গিক আরও প্রায় ২০ হাজার টাকা খরচ হবে । বিক্রির পর অন্তত ৪০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

চরফ্যাশন উপজেলা কৃষিবিদ জনাব নাজমুল হুদা জানান, এ বছর আবহাওয়া আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী ছিলো। তাই কৃষকরা ভালো ফলন পেয়ে লাভবান হয়েছেন। তিনি আরও জানান, এ বছর চরফ্যাশন উপজেলায় ১৮০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা গত বছর ছিলো ১৭৫ হেক্টর।

আখ চাষে স্থানীয় কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বাড়ছে এলাকার অর্থনৈতিক গতিশীলতাও।

৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার...
24/09/2025

৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ ও ২৩ সেপ্টেম্বর বিএড কলেজে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসনা শারমিন মিথি।
প্রতিযোগিতা পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের। চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার, হ্যান্ডবল, ফুটবল, দাবা খেলাতে নানা গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় জয়ী হোন চরফ্যাশন উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয়, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, কেরামত গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, উত্তর মাদ্রাজ ওয়াহেদিদ দাখিল মাদ্রাসা,ঢালচর মাধ্যমিক বিদ্যালয়, রেসিডেন্সিয়ান মডেল মাদ্রাসা, চরফ্যাশন সরকারি টি.ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ আরো অনেক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এনায়েত এবং জাকিয়া জানান, প্রতিযোগিতায় অংশগ্রহন করে খুব ভালো লেগেছে। এছাড়া এনায়েত বলেন, জেলাসহ বিভাগীয় পর্যায়েও খেলায় অংশগ্রহন করছেন বহুবার।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, শিক্ষা জীবনে খেলাধুলার সাথে জড়িত থাকলে এগুলো জীবনে খুব ভালো ভূমিকা পালন করে। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহন করা উচিত। যারা আজ জয়ী হয়েছে তাদের জন্য শুভ কামনা এবং যারা বিজয়ী হতে পারেনি তারা আগামীতে ভালো করবেন বলে আসা করছেন।

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। বিশেষ করে বর্ষাকাল ও গ্রামীণ জনপদে এই দুর্ঘটনা বাড়ে। পুকুর, খ...
23/09/2025

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। বিশেষ করে বর্ষাকাল ও গ্রামীণ জনপদে এই দুর্ঘটনা বাড়ে। পুকুর, খাল, ডোবা কিংবা বাড়ির পাশের ছোট জলাশয়ও শিশুদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে পানিতে ডুবে মৃত্যু অন্যতম প্রধান কারণ। অথচ সামান্য সচেতনতা ও সতর্কতাই এ ধরনের দুর্ঘটনা রোধ করতে পারে।
অভিভাবকদের সচেতন করতে হামিদপুর ৪নং ওয়ার্ডে কিশোরী শ্রোতা ক্লাবের লিডার সহ কয়েকজন নারী কিশোরীর মাঝে পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন শ্রোতা ফিডব্যাক অফিসার লাবনী হোসেন। আলোচনায় তিনি বলেন-
শিশুকে কখনোই পানির ধারে একা খেলতে দেওয়া উচিত নয়। ছোট শিশুদের সবসময় অভিভাবক বা পরিবারের বড়দের তত্ত্বাবধানে রাখতে হবে।
বাড়ির আশেপাশের পুকুর, খাল, ডোবা বা কূপের চারপাশে বেড়া দেওয়া জরুরি। পানির ট্যাংক বা ড্রামের মুখও ঢেকে রাখতে হবে।
শিশুর বয়স উপযোগী হলে তাকে সাঁতার শেখানো উচিত। এতে দুর্ঘটনা ঘটলেও বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। দুর্ঘটনা ঘটলে দ্রুত সঠিক পদক্ষেপ শিশুর জীবন বাঁচাতে পারে।

22/09/2025

মনপুরায় স্টার্ট নেটওয়ার্কের অর্থায়নে কোস্ট ফাউন্ডেশনের ঘূণিঝড় সুরক্ষা এবং নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Start Fund Bangladesh COAST Foundation Iqbal Uddin Shahinur Islam Shohag

-led humanitarian actions


যৌন ও প্রজনন স্বাস্থ্যের যত্নে করনীয় বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রেডিও মেঘনার আয়োজনে এবং সিজেআরএফ প্রকল্পের সহযোগিতায় “...
22/09/2025

যৌন ও প্রজনন স্বাস্থ্যের যত্নে করনীয় বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রেডিও মেঘনার আয়োজনে এবং সিজেআরএফ প্রকল্পের সহযোগিতায় “যৌন ও প্রজনন স্বাস্থ্য রক্ষায় সচেতনতা দরকার” এই প্রতিপাদ্যে গত (৭ সেপ্টম্বর বরিবার) হাজারিগঞ্জ ৯নং ওয়ার্ডের হাজী নূর ইসলাম পাটোয়ারী বাড়ীতে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রেডিও মেঘনার কর্মী ফাতেমার সার্বিক সহযোগিতায় উক্ত উঠান বৈঠক পরিচালনা করেন রেডিও মেঘনার সহকারী প্রোগ্রাম প্রডিউসার তাসপিয়া। এসময় উঠান বৈঠকে ৩০ জন নারী ও কিশোরী উপস্থিত ছিল।
আলোচনার শুরুতে নারী ও কিশোরীরা কিভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্যের যত্নে নিতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হয়। প্রজনন স্বাস্থ্যের যত্নে নিতে হবে কিশোরী বয়স থেকেই। এই জন্য উপস্থিত মেয়ে এবং মায়েরা কিভাবে সচেতন হতে পারে তা বলা হয়েছে।
এছাড়াও বর্ষা মৌসুমে সাপের উপদ্রব ও সাপে কাটলে করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

21/09/2025

অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে ২-৩ মিটার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

তাই আসুন সতর্ক হই, নিরাপদ থাকি।

মেঘনার বুকে জীবিকার টানাপোড়েন-অবৈধ জাল দিয়ে চিংড়ি রেনু ধরছেন জেলে পরিবারউপকূলীয় একটি উপজেলা চরফ্যাসন। এখানকার অধিকাংশ মা...
21/09/2025

মেঘনার বুকে জীবিকার টানাপোড়েন-অবৈধ জাল দিয়ে চিংড়ি রেনু ধরছেন জেলে পরিবার

উপকূলীয় একটি উপজেলা চরফ্যাসন। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা নদী ও সাগরনির্ভর। জেলেরা এখন জীবিকার তাগিদে ব্যবহার করছেন অবৈধ কারেন্ট জাল ও বিন্দি জাল। আর এতে ধ্বংস হচ্ছে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য।
৪৫ বছর সয়সি মনোয়ারা বেগম বলেন, আজ প্রায় ১৫ বছর ধরে মাছ ধরে খাই/ সংসার চালাই। বৈশাখ জৈষ্ঠ্য মাসে ১শত চিংড়ি মাছে বাচ্চা বা পোনা ২শত থেকে দেড়শত টাকা ও ৬০-৭০ টাকায়ও বিক্রি করে থাকেন। সারাদিন রোদে শুকাই বৃষ্টিতে ভিজি। এভাবেই সংসার চলে। অন্য কোনো কাজ নেই।
বিন্দী, টানা, মশারী, প্লাস্টিক নেট জাল দিয়ে সাধারনত সকল প্রকার চিংড়ির রেনু ধরা হয়। এ জাল এত সূক্ষ্ম যে বড় মাছের সাথে অগণিত ছোট মাছও মারা যাচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের মাছ ধ্বংস হলেও বিবি সালেমা (৭০) বলেন, অভাবের কারণে ছোট ছোট চেউয়া মাছ, বুথকুলি মাছ, চিংড়ি মাছ, হাইট্টা মাছ ও ভাট্টা মাছ ধরছেন তিনি। ৩০ বছর ধরে খুঁচি জাল, গোলদা জাল দিয়ে মাছ ধরে সংসার চালাই। কোনো দিন ১শত টাকার বেচতাম, কোনো দিন দেড়শত টাকার বেচতাম। কারেন্ট জাল মৎস্য অফিসারেরা দেখে তালে নিয়ে পুইড়া ফেরায়। পরে জাল রাইখা জান নিয়া দৌঁড়াই হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, প্রশাসনের নানা পদক্ষেপ থাকলেও এখনও পুরোপুরি বন্ধ হয়নি এ অবৈধ জালের ব্যবহার। অবৈধ জালের ভিতরে সবচেয়ে ক্ষতি করে কারেন্ট জাল, চিংড়ি রেণু ধরে নেট জাল, বেহুন্দি জাল। এ জালগুলো যদি ব্যবহার করে এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পযন্ত জরিমানা করা হয়। সবোচ্চ দুই বছরের জেল। বিশেষ করে, রেণুর সৃজনের সময় দেখা যায় দশ হাজার থেকে পনেরো হাজার নারী-পুরুষ ধরতে নেমে যায় এমনটাই বলেন তিনি।
এছাড়াও আরো বলেন, পানিসহ একটি পাতিলে করে চামচ দিয়ে কাটিং করে। কাটিং করার পর ঐ রেণুগুলো রেখে বাকি পানি নদীতে ফেলে দিতে হয় এই দায়িত্ববোধ তারা নিতে চায় না। এই কাজ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে অনুরোধ করেন মৎস্য কর্মকর্তা।
চরফ্যাশনের জেলে পরিবারগুলোর জন্য এখন দরকার বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা। তা নাহলে নদী হারাবে তার প্রাকৃতিক সম্পদ, আর জেলেরা হারাবে তাদের জীবিকা। মেঘনা বাঁচুক, বাঁচুক জীববৈচিত্য।

মনপুরায় ঘূর্ণিঝড় সুরক্ষা ও নারী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সুরক্ষা ও নারী স্বেচ্ছাসেবকদে...
20/09/2025

মনপুরায় ঘূর্ণিঝড় সুরক্ষা ও নারী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সুরক্ষা ও নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্ট্যাট নেটওয়ার্কের অর্থায়নে এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে ১৮ ও ১৯ সেপ্টেম্বর এই প্রশিক্ষণ উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলার কলাতলী, হাজীরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২০ জন নারী স্বেচ্ছাসেবক এতে অংশ নেন। প্রশিক্ষণে ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি, আশ্রয়কেন্দ্রে নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা সেফগার্ডিং ও অভিযোগ ব্যবস্থাপনা নীতিমালা সম্পর্কেও ধারণা লাভ করেন।

১৮ সেপ্টেম্বর সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউনুস, হেইস অফিসার খোকন চন্দ্র শীল, মনিটরিং অফিসার মোঃ মাকসুদ ও উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম।

এ উদ্যোগের মাধ্যমে নারী স্বেচ্ছাসেবকরা স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবেলায় আরও দক্ষ হয়ে উঠবেন।

Address

Char Fassion
Bhola
8340

Opening Hours

Monday 09:00 - 12:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 12:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 12:00
17:00 - 20:00
Thursday 09:00 - 12:00
17:00 - 20:00
Friday 09:00 - 12:00
17:00 - 20:00
Saturday 09:00 - 12:00
17:00 - 20:00
Sunday 09:00 - 12:00
17:00 - 20:00

Telephone

+8801713144155

Alerts

Be the first to know and let us send you an email when Radio Meghna রেডিও মেঘনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Meghna রেডিও মেঘনা:

Share

উপকূলের কণ্ঠস্বর

www.radiomeghna.net