Radio Meghna রেডিও মেঘনা

Radio Meghna রেডিও মেঘনা Radio Meghna 99.0fm is a community FM Radio station facilitated by COAST Foundation Radio Meghna is a community Radio at Char Fassion, Bhola.
(1)

সকল নৌ_ বন্দর সমূহকে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।জনস্বার্থে:  রেডিও মেঘনা
14/07/2025

সকল নৌ_ বন্দর সমূহকে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনস্বার্থে: রেডিও মেঘনা

চরফ্যাশনে টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় তরমুজ চাষিরাগতকয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমেছে বেবি তরমুজ গাছ পঁচে যাওয়ার আশঙ্ক...
14/07/2025

চরফ্যাশনে টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় তরমুজ চাষিরা

গতকয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমেছে বেবি তরমুজ গাছ পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাতে, তরমুজ চাষিদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। লাভের পরিবর্তে লোকসানের শঙ্কায় আছেন তারা।
চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ২নং ওর্য়াডে গিয়ে দেখা গেছে, টানা ভারী বৃষ্টির কারনে তরমুজ ক্ষেতে পানি জমেছে। কৃষকরা পানি নিষ্কাশনে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু, তরমুজ গাছের গোঁড়ায় পানি জমায় গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু সংখ্যক কৃষক মাত্র তরমুজের বীজ বপন করেছেন কিন্তু বৃষ্টির পানির কারনে সকল কিছু নষ্ট হয়ে গেছে।
রসুলপুর ৩নং ওয়ার্ডের মো: আলমগীর হোসেন বলেন, এ বছর ৪০ শতাংশ জমিতে বেবি তরমুজ চাষ করেছেন। বর্ষার কারনে এ বছর তরমুজ তেমন বড় হয়নি। এর আগের বছর তরমুজ এ সময়ে ৫ থেকে ৬ কেজি ওজনের হয়েছিল কিন্তু এ বছর তরমুজ এখনো ছোট। পানির কারনে তরমুজ গাছ মরে যাওয়ার আশংকায় রয়েছে।
একই এলাকার তরমুজ চাষী আবুল হোসেন ফরাজী বলেন, এ বছর তরমুজের বীজ বপন করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টির কারনে পানি জমে সকল বীজ পচেঁ গিয়েছে। আবার পুনরায় বীজ বপন করতে হবে এতে করে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গতবছর ও তরমুজ চাষ করে ভালো লাভ হয়েছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাজমুল হুদা বলেন, চরফ্যাশনে এ বছর বেবি তরমুজ আবাদ হয়েছে ২ একর জমিতে । টানা বৃষ্টির ফলে এ বছর তরমুজের কিছুটা ক্ষতি হয়েছে। গাছের গোড়ায় পানি জমে থাকার কারনে গোড়া পচাঁ রোগে আক্রান্ত হয়ে অনেক গাছ মারা যেতে পারে।
কৃষকদের উদ্দেশ্য তিনি বলেন, তরমুজ চাষ করতে হলে অবশ্যই আগে জমি বাছাই করতে হবে । মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করলে বৃষ্টির পানিতে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না

12/07/2025

কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪৮ পরিবারকে ২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ।

11/07/2025

চরফ্যাশন উপজেলার রসুলপূর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান পরীক্ষা সম্পূর্ন।

10/07/2025

চরফ্যাশন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভক) পরীক্ষা ২০২৫ এর প্রাপ্ত ফলাফল অনুযায়ী চরফ্যাশন উপজেলায় মোট পরীক্ষার্থী ৬২১৯ জন। কৃতকার্য হয়েছেন ৩৪৮৪ জন (৫৬%)অকৃতকার্য হয়েছেন ২৭৩৬ জন (৪৪%)।

10/07/2025

আজ এসএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল নিয়ে অভিব্যাক্তি প্রকাশ করেন
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
দিলারা বেগম

কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গো খাদ্য বিতরণচরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে জাহানপুর ইউনিয়...
10/07/2025

কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গো খাদ্য বিতরণ

চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে জাহানপুর ইউনিয়নের আট-কপাট এলাকায় সাইক্লোন শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গো খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ২৫ কেজি করে গো খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা সহকারী পরিচালক রাশিদা বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ইউনুস, হিউম্যান্টিরিয়ান একাউন্টিবিলিটি এন্ড কমিউনিটি এ্যাঙ্গেজমেন্ট অফিসার খোকন চন্দ্র শীল, মনিটরিং অফিসার মাকসুদুর রহমান।
গো খাদ্য বিতরণকালে ভোলা জেলা সহকারী পরিচালক রাশিদা বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ইউনুস বলেন, স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন চরফ্যাশন ও মনপুরা উপজেলা চরাঞ্চালে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় শক্তি প্রভাবে ক্ষতিগ্রস্তদেরকে মানবিক সহায়তায় ২৫০ পরিবারকে ২৫ কেজি গর্বাদি পশুর খাবার বিতরনের অংশ হিসাবে আজ জাহানপুর ইউনিয়নে ৪৮ টি পরিবারকে গো-খাদ্য বিতরণ করা হলো।
সাইক্লোন শক্তির প্রভাবে ভোলার বিভিন্ন চরাঞ্চলে জলোচ্ছ্বাস ও জলবদ্ধতায় মানুষের এবং মালামালের ক্ষতির পাশাপাশি গবাদী পশুর ও খাদ্যে সংকট হয়েছে। কোস্ট এই ক্ষতিগ্রস্ত মানুষের নগদ অর্থ বিতরণ কাজের বিনিময় খাদ্যে সাঁকো, কাঠের ব্রিজ তৈরি পাশাপাশি গো খাদ্যে বিতরণের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীগণ।
বন্যার পানিতে গবাদিপশুর খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় পশু খাদ্য নিয়ে সমস্যায় পড়েছি। পশুর খাদ্য সংকট দেখা দেয়। ক্ষতিগ্রস্থদের মাঝে গো-খাদ্য বিতরণ করায় পশুপালনকারীরা খুশি।

10/07/2025

আজ এসএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল নিয়ে অভিব্যাক্তি প্রকাশ করেন
চরফ্যাশন টি.ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
জনাব মো: তানভীর আহম্মেদ

10/07/2025

নেতিবাচক নয় ইতিবাচক পরিবেশে শিক্ষার্থীরা উৎযাপন করুক তাদের সাফল্য, তাদের এই বিশেষ দিনটি।
সন্তানদের মানসিক চাপের কারণ না হয়ে মানসিক শক্তি হয়ে উঠুক পরিবারের বাবা-মা ও অন্য সদস্যগণ।
জনসচেতনতায়: রেডিও মেঘনা ৯৯.০ এফএম

09/07/2025

আগামীকাল ১০ জুলাই এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে।
মনে রাখবেন, খারাপ রেজাল্ট মানেই জীবন শেষ নয়
এসএসসি পরীক্ষার খারাপ রেজাল্ট হলে অভিভাবকের করণীয় নিয়ে নাটক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবেআগামীকাল ১০ জুলাই দুপুর ২.০০ টায় সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের ...
09/07/2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

আগামীকাল ১০ জুলাই দুপুর ২.০০ টায় সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানতে পারবেন। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মীর এ কে এম আবুল খায়ের জানান, এ বছর চরফ্যাশন উপজেলায় ৩ সেশনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৩শত ৯৪ জন। এসএসসিতে ৩ হাজার ৯৯ জন, দাখিল পরীক্ষায় ২ হাজার ২শত ৬২ জন এবং ভোকেশনাল ৩৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

চরফ্যাশনের চর নাজিমুদ্দিন এলাকার কৃষক মোঃ মাসুদ (৩০) গত সপ্তাহেই প্রায় ১০ শতাংশ জমিতে রোপা আমনের বীজতলা তৈরি করেছেন। জমি...
09/07/2025

চরফ্যাশনের চর নাজিমুদ্দিন এলাকার কৃষক মোঃ মাসুদ (৩০) গত সপ্তাহেই প্রায় ১০ শতাংশ জমিতে রোপা আমনের বীজতলা তৈরি করেছেন। জমি চাষ, মই দেওয়া, সব কিছুই করেছেন নিয়মমাফিক। কিন্তু আষাঢ়ের টানা বৃষ্টিতে এখন তার মুখে চিন্তার ছাপ। বীজতলা ভাল হয়েছিলো। কিন্তু এই যে ৫ দিন ধরে টানা বৃষ্টি, পানি জমে গেছে। যদি পানি নেমে না যায়, বীজ পঁচে যাবে। এজন্য জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন তিনি।

জিন্নগড় ইউনিয়নের মোঃ মিজান (৪০)। তিনি বলেন, জমিটা উঁচু দেখে বেছে নিছি। জমিতে চারবার চাষ দেওয়া হয়েছে । এখন শুকনা বীজ দিচ্ছি না, ভিজানো বীজ দিচ্ছি । আগে পর্যায়ক্রমে ধান ভিজিয়ে, পরে একদিন ভেজা কাপড়ে রাখছি, ধানের মুখ ফেটে গেলে জমিতে ফেলানো হবে।

কৃষকদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, যারা উঁচু জমি বেছে নিয়ে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করেছে, তাদের বীজতলা এখনো ভালো আছে। তবে নিম্নাঞ্চলের কৃষকরা সমস্যায় পড়েছেন।

Address

Bhola
8340

Opening Hours

Monday 09:00 - 12:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 12:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 12:00
17:00 - 20:00
Thursday 09:00 - 12:00
17:00 - 20:00
Friday 09:00 - 12:00
17:00 - 20:00
Saturday 09:00 - 12:00
17:00 - 20:00
Sunday 09:00 - 12:00
17:00 - 20:00

Telephone

+8801713144155

Alerts

Be the first to know and let us send you an email when Radio Meghna রেডিও মেঘনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Meghna রেডিও মেঘনা:

Share

উপকূলের কণ্ঠস্বর

www.radiomeghna.net