Ibrahim Mamun

Ibrahim Mamun ░▒▓█ আমি স্বপ্ন দেখি না, স্বপ্নই আমাকে খুঁজে বেড়ায়। █▓▒░

12/06/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মনযোগ দিয়ে ছবির দিকে তাকান, এটি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা!আপনি কি দেখছেন? অ-ন্ত-র-ঙ্গ অবস্থায় না-রী-পু-রু-ষ?বিজ্ঞানীর...
22/05/2025

মনযোগ দিয়ে ছবির দিকে তাকান, এটি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা!
আপনি কি দেখছেন? অ-ন্ত-র-ঙ্গ অবস্থায় না-রী-পু-রু-ষ?
বিজ্ঞানীরা প্রমান করেছেন যে এই ছবিটিতে শি-শু-রা কোন প্রেমিক-প্রেমিকার অবস্থান সনাক্ত করতে পারেনা কারণ তাদের মস্তিষ্ক এরকম কোন দৃশ্যের সাথে পরিচিত নয়।
শি-শু-রা এই ছবিতে ৯টি ডলফিন দেখতে পায়।
মনস্তাত্ত্বিক দূষণ নির্ধারণ করতে এই পরীক্ষাটি করা হয়।
যদি ৬ সেকেন্ডের মধ্যে ডলফিন খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে আপনার মন দূ-ষি-ত।
যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে করেন।

"যেই ঘটনা জাহিলিয়াতকেও হার মানায়" রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-ম...
15/05/2025

"যেই ঘটনা জাহিলিয়াতকেও হার মানায়"

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না।

এর দুইদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা-মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় নিয়ে আসে।

তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে।

বাবা-মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে। কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে।

একপর্যায়ে যখন জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লু গুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে।

বাবা-মা তখনও স্বীকার করেনি। কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা-মা ও বুঝে যায় বাঁচার আর কোন পথ নেই।

তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে।

তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায়- প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে।

প্রতিবেশীদের সাথে তাদের একটা ৩২ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে।

তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে।

এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই ৩২ বিঘা জমিটা দখল দিয়ে নিজেদের করে নিতে পারবে।

এজন্যেই তারা ২৭ জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়।

এ স্বীকারোক্তি গুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন।

তাছাড়া মেয়েটাকে কিভাবে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা-মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে।

জান্নাতী মেয়েটার বয়স খুব বেশি না, ১৫ বছর বয়স মাত্র। পড়াশোনা করত ক্লাস নাইনে।

গ্রামের সবাই এ ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্যে শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল- মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল।

মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে- মেয়টা পড়াশোনায় অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরই এইচএসসি পরীক্ষা দিতো। হয়তো ভালো একটা রেজাল্টও করতো।

আমাদের চারপাশে কতশত দম্পতির সন্তান হয়না বিধায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন পার করে। একটা সন্তানের জন্যে কত হাহাকার করে।

অথচ সামান্য কিছু জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসিখুশি মেয়ে জান্নাতির

লোভ মানুষকে কোথায় নিয়ে গেছে।

12/04/2025

শতবর্ষের গৌরব, মেধা আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এখনো প্রিয় বিদ্যা অঙ্গন। 🥀

"ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়"

❣️🔥

Happy birthday to my little boy, who's not so little anymore. I love you eternally!Happy 6th Birthday "ARAF"
11/04/2025

Happy birthday to my little boy, who's not so little anymore. I love you eternally!
Happy 6th Birthday "ARAF"

হঠাৎ করেই একদিন অনির্দিষ্ট কালের জন্য সবকিছু থেকে অনেক দূরে হারিয়ে যাবো ফেসবুক,ম্যাস্নেজার, হোয়ার্টস অ্যাপ, ইন্সট্রাগ্রা...
05/04/2025

হঠাৎ করেই একদিন অনির্দিষ্ট কালের জন্য সবকিছু থেকে অনেক দূরে হারিয়ে যাবো
ফেসবুক,ম্যাস্নেজার, হোয়ার্টস অ্যাপ, ইন্সট্রাগ্রাম কোথাও আর আমায় খুঁজে পাওয়া যাবে না।

মাঝে মাঝে মনে হয় সবাই "Taken for granted" হিসেবে নিয়ে নিয়েছে
হয়তো সবটা সহ্য করে নেই নয়তো মুখ বুঝে চুপ করে রই।
একপ্রকার অভ্যস্ত হয়ে গেছি এমন
সত্যি বলতে ব্যক্তিগত জীবন নিয়ে কারো সাথে কোনো কিছু শেয়ার করা কিংবা কথা বলা কোনোটাই পছন্দ নয়।
কারো কাছ থেকে অন্তত সহানুভূতি পাওয়ার জন্য হলেও না।

হয়তো মাঝে মাঝে এজন্যই বড্ড হাঁপিয়ে উঠি
আর যেনো সহ্য করা যাচ্ছে না
যত বড় হচ্ছি ততই অতীতে ফেলে আসা যন্ত্রণা গুলোর কথা বারবার মনে হয়ে যাচ্ছে।

কতকাল শান্তিতে ঘুম হয় না
কতকাল স্বস্তিতে নিঃশ্বাস ফেলা হয় না
কত যুগের দুঃখ গুলো যত্ন করে পুষে রেখেছি সেগুলোও কেউ ভাগ করে নিতে আসে না
সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে আর কত দেরি
আর কতযুগ অপেক্ষা করলে সফল হতে পারবো
জীবন থেকে বিদায় নিতে পারবো
নিজেকে মুক্তি দিতে পারবো।

খুব সম্ভবত স্কুল জীবনের পর নিজেকে আর জীবিত বলে মনে হয় নি।
এখন আমি বরাবরই একটা জীবিত লাশ মাত্র।
সবকিছুই তার নিজ গতিতে চলছে কেবল মনটা অনেকদিন আগেই মারা গেছে।
তাই এখন দুঃখ পেলেও কাঁদি না মন খারাপের গল্প গুলোও কাউকে শোনাই না।
একেবারেই নিজের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ে থাকি
সত্যি বলতে চোখের পানি গুলোও শুকিয়ে গেছে শত চেষ্টাও গাল বেয়ে পড়ে না।

___আপন বলে কেউ চিরকাল থাকে না
একটা নিদিষ্ট সময়ের পর সবাই হারিয়ে যাবে 😔

• আসন্ন ঈদে যেসব হাইওয়ে-তে পুলিশ পেট্রোল পুলিশ টহল দেওয়া গুরুত্বপূর্ণ।। • এই হাইওয়ে গুলোর ছিনতাই প্রবন এলাকা ভুক্ত স্থান...
26/03/2025

• আসন্ন ঈদে যেসব হাইওয়ে-তে পুলিশ পেট্রোল পুলিশ টহল দেওয়া গুরুত্বপূর্ণ।।

• এই হাইওয়ে গুলোর ছিনতাই প্রবন এলাকা ভুক্ত স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোলিং এর শত ভাগ-ই কার্যকর করলেই হাইওয়েতে ছিনতাই ডাকাতি ৩০% এ কমে আসবে!

যদিও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বের শতভাগ দিয়ে চেষ্টা করেন তাহলে হাইওয়ে-তে ৩০% ও চুরি ছিনতাই ডাকাতির প্রভাব কমাতে সক্ষম হবে।

• ঢাকা টাঙ্গাইল মহা সড়ক!
• ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কুমিল্লার মহাসড়ক চান্দাইল, নারায়ণগঞ্জের সিমরাইলে।
পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক সড়কের ছেচানিয়া ব্রিজ।
• ঢাকা আরিচা মহাসড়ক।
রাজধানীর প্রবেশপথসহ গভীর রাতে সড়কে ছিনতাইয়ের হটস্পটগুলো : -
| যাত্রাবাড়ী, সাইনবোর্ড, উত্তরা, গুলশান, গাজীপুরের চন্দ্রা, মতিঝিল, লালবাগ, ওয়ারী, ফার্মগেট ও রমনা |
• চান্দিনা, মেঘনা ব্রীজ এরিয়া

কুমিল্লা নাজিরা বাজার বিশ্বরোড
১)বিজিবি ক্যাম্প থেকে বাসটার্মিনাল পর্যন্ত।কক্সবাজার ;
২)খুরুশকুল রাস্তামাথা,কক্সবাজার
৩)বার্মিজ মার্কেট কক্সবাজার
৪)লাবনী পয়েন্ট, সুগন্ধ বীচ,কলাতলী বীচ।
৫)সদর হাসপাতাল রোড।
৬)লালদীঘির পাড়,কক্সবাজার

• ঢাকা থেকে চাঁদপুর আসার ( দাউদকান্দি- মতলব কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-নোয়াখালী-চাঁদপুর কুমিল্লা হাইওয়ে)
• ঢাকা-চট্টগ্রাম রোড়ের ফেনী লালপুলের পরে বলি বাড়ির গাড়া।
• ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক এর (১)গৌরিপুর থেকে নায়েরগাঁও পর্যন্ত।এ রুটে বিটিশ্বর,নৈয়াইর,বিশেষ করে এ জায়গাগুলোতে ছিনতাই চুরি ডাকাতি হয় প্রায় সময়।
(২) গৌরিপুর আমিরাবাদ হয়ে কচুঁয়া হাজীগঞ্জ এই মহাসড়কে কিছুদিন পরপর চুরি, ডাকাতি,চিনতাই হয়।

• উত্তরা হাউজ বিল্ডিং থেকে গাজীপুরা রেড জোন
• চট্টগ্রাম পটিয়া বাইপাস
চট্টগ্রাম পটিয়া,খরনা
• এলেংগা টু ময়মনসিংহ যাওয়ার পথে গজারিয়া বাগান রসুলপুর
• ঢাকা টাঙ্গাইল হাইওয়ের , ধেরুয়া টু মির্জাপুর এই জায়গায় প্রায়ই ছিনতাই হয় -
• মাধবপুর হইতে শায়েস্তাগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক -
• ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর অংশ, গোমতী ব্রীজের পর থেকে নিমসারের মধ্যবর্তী নির্জন অংশ বিশেষত রাতের বেলা।

• ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ময়মনসিংহের বাইপাস থেকে শুরু করে একে বারে ময়মনসিংহ সিমানা শেষ হওয়ার আগ পযর্ন্ত
• মাদারীপুর জেলা, রাজৈর উপজেলার সেনখালী
• যাত্রাবাড়ী মোড়,সায়দাবাদ, ধলপুর বউবাজার এর মুখে প্রতিদিন ছিনতাই হয়
• চট্টগ্রাম পতেঙ্গা আউটার রিং রোড খেজুর তলা ওখানে ডাকাতি হয়
• ময়মনসিংহ জিলা স্কুলের পিছনে
চরপারা টু ব্রিজ (রেড জুন)
কৃষ্টপুর বাঘমারা
• চাদপুর টু হাজিগঞ্জ মহাসড়ক,
• ⁠হাজিগঞ্জ টু রামগঞ্জ লক্ষীপুর মহাসড়ক।

• চট্টগ্রাম ঢাকা
নদীপথ এবং স্থল পথ দুই টাই!
• ঢাকা সিলেট হাইওয়ে সায়েস্তাগন্জ।

• কাঁচপুর ব্রিজ এর নীচে ঢাকা কুমিল্লা হাই রোড

• গৌরিপুর থেকে চাদপুর কচুয়া রোডে ডাকাতি চিনতাই ঘটেই যাচ্ছে।রাত ১২-৪ পর্যন্ত এই রাস্তায় যানবাহন সম্পুর্ন ঝুকি নিয়ে চলতে হয়।

• চট্টগ্রাম থেকে আসার সময় আনোয়ারার নির্জন এলাকা!
• জগন্নাথপুর ব্রহ্মপুত্র নদীর ব্রিজের দুই পাশে ,ভৈরব কিশোরগঞ্জ।
• মেঘনা ব্রিজএলাকা
• ইলেটগঞ্জ টু মুরাদনগর
• মেঘনা ব্রিজ
• সাভার, হেমায়েতপুর, আশুলিয়া।
• দাউদকান্দিত হাইওয়ে থেকে গৌরিপুর মতলব চাঁদপুর রোড়!
• Arambag road, banorgati, gollamari, Khulna
• হাজীগঞ্জ - কচুয়া হাইওয়ের মর্ধ্যখানে অবস্থিত রেল ক্রসিং বা কাজিরগাও এলাকায়। হাজীগঞ্জ উপজেলা চাঁদপুর জেলা৷
• সায়েদাবাদ বাস টার্মিনাল !
• উত্তরা-আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর, রাজেন্দ্রপুরের ভিতরে কিছু অংশ।
• গাবতলি-মোহাম্মদপুর,মিরপুর ১১-১২,ফার্মগেট-খামারবাড়ি।
যাত্রাবাড়ী-সায়দাবাদ,সানারপাড়-চিটাগাংরোড
• ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায়।
• আসাদগেট টু মোহাম্মদপুর ফুটপাতের এরিয়া
• যশোর সদর, ৮ নাম্বার ওয়ার্ড,নতুন বাজার পিছনে।এই জায়গায় দিনে দুপুরে চাঁদাবাজি/ছিনতাই হচ্ছে।

• আখাউড়া জংশন রেলস্টেশন থেকে কসবা তে বা ব্রাহ্মণবাড়িয়া যেতে মাঝে মাঝে উশৃঙ্খল ডাকাত দলের সম্মুখীন হতে হয় এবং কুমিল্লা থেকে কসবা যাওয়ার পথে এমন ঘটনা ঘটে থাকে। এই সকল রোডে পুলিশ টহল জোরদার করতে হবে।
উত্তরা আজমপুর থেকে টঙ্গী কলেজ গেট।
এখানে পুলিশের নাকের ডগায় মোবাইল ছিনতাই হয়। কোন স্টেপ নেই।

• মাধবপুর থেকে মনতলার মধ্যে হালুয়া পাড়া ব্রিজ।গোয়াহাটি মোর থেকে মনতলা তেমনিয়া ডিসি রোডের মধ্যে শাহপুর থেকে নোয়াহাটি।উভয় জায়গা সরকার পতনের পর কয়েক বার ডা/কাতি হয়েছে বড় ধরনের।এগুলো লোকাল রোড হবিগঞ্জ জেলা মাধবপুর থানার অন্তর্ভুক্ত।

• কক্সবাজার -টেকনাফ সড়ক, কেন্টেনমেন্ট স্কুলের আগে,ডালা নামে পরিচিত,সেই এলাকায় পুলিশ ক্যাম্প থাকা জরুরি

•ঢাকা গোপালগঞ্জ হাইওয়ে।
যদিও খুলনার এই অঞ্চলে ডাকাতি হয় নাই তারপরও হওয়ার সম্ভাবনা আছে।
• Dhaka gazipur ( tongi stationroad) এই জায়গাগুলি দিন এ দুপুরে ছিনতাই হয় ডাকাতি হয় ।
• ঢাকা - নােয়াখালী হাইওয়ে
• লাকসাম থেকে নাথেরপেটুয়া রােডে

১। সাভার, মেইন রোড, ব্যাংক টাউন, পোলিশ লাইন।
২। সাভার, রেডিও কলোনীর পরে, মেইন রোড,।
৩। সাভার, মেইন রোড,, বিপিএটিসি থেকে স্মৃতিসৌধ এর আগ পর্যন্ত।

• ঢাকা - ভাংগা এক্সপ্রেস হাইওয়ে।
পুলিয়া থেকে মালিগ্রাম এর মাঝামাঝি সলিলদিয়া নামক স্থান।

• ফেনী লালপোল টু সোনাগাজী রোড
• মেঘনাঘাট টু কুমিল্লা ক্যান্টনমেন্ট আগে পয্যন্ত জায়গাটা ইনসিকিউর।

• টঙ্গী ফ্লাইওভারের উপরে, নবীনগর বাসস্ট্যান্ডে, গাজীপুর চৌরাস্তা এলাকায়, ময়মনসিংহ ব্রীজ এলাকায়, তারাকান্দা উপজেলাধীন কিছু জায়গায়।
• সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায়।

• Dhaka -Barisal Haighway

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ এমনিতে বেশি ভাগ সময় ডাকাতের আনাগোনা বেশি থাকে!
• চট্টগ্রাম শহরে চুরি ছিনতাই বেশি হয় এই এলাকাগুলোতে
|

• নিউ মার্কেট এরিয়া, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট, দুই নাম্বার গেইট, নতুন ব্রীজ, কালামিয়া বাজার, জিইসি মোড়, দেওয়ানহাট মোড়, বড়পোল হালিশহর|

• টংগি,গাবতলি, সায়দাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্থান, ফার্মগেট, কেরানিগঞ্জ, মোহাম্মদপুর, চিটাগং রোড,সানারপাড়,মিরপুর ১১

• ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর আগে।

• যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত।

Happy Independence Day.
25/03/2025

Happy Independence Day.

24/03/2025
06/11/2024

Factory visit to Guangzhou City, China🤝
゚viralfbreelsfypシ゚viral ゚viralvideo ゚viralシ

01/10/2024

ঢাকাবাসীর জন্য সুখবর অনলাইনে জুতা কিনে আর সাইজ নিয়ে ঝামেলায় পরতে হবে না,আমাদের নিজস্ব প্রতিনিধি সম্ভব্য দুইটা সাইজ নিয়ে যাবে। আপনারা চেক করে পারফেক্ট সাইজ নিতে পারবেন🤝

Adidas Brand Copy🔥🔥🔥

ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশ🤝
☎️01716650364 -01617743843 WhatsApp WeChat

📌📌 ধামাকা অফার- সরাসরি হোলসেলার এর কাছ থেকে কিনুন, হোলসেল দামে খুচরা 📌📌⛸️ 🥾 👞 👟 🔴💥 সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলি...
18/04/2024

📌📌 ধামাকা অফার- সরাসরি হোলসেলার এর কাছ থেকে কিনুন, হোলসেল দামে খুচরা 📌📌

⛸️ 🥾 👞 👟

🔴💥 সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারী 💥🔴

👉 𝐍𝐨 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞 ⚠️
👉 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐜𝐡𝐚𝐫𝐠𝐞 𝐨𝐧𝐥𝐲 ✅


🔰 𝐇𝐨𝐦𝐞 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 ✅

🔥𝐍𝐞𝐰 𝐀𝐫𝐫𝐢𝐯𝐚𝐥🔥

✅𝐇𝐢𝐠𝐡 𝐐𝐮𝐚𝐥𝐢𝐭𝐲✨
✅𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐞𝐝 𝐒𝐡𝐨𝐞𝐬✨
✅𝐌𝐚𝐫𝐤𝐞𝐭 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞 𝐏𝐫𝐢𝐜𝐞✨
✅39- 44 𝐀𝐥𝐥 𝐒𝐢𝐳𝐞 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞✨

🛒এখনই অর্ডার করতে 👇

👥 ফুল ঠিকানা:
📞ফোন নম্বর:
🎞️ জুতার ছবি এবং সাইজ আমাদের ইনবক্সে মেসেজ করুন।
🤝

📢📣যোগাযোগ : 01611-134973 (Whatsapp)

Address

Cha 75/2 North Badda
Bhola
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim Mamun:

Share