26/03/2025
• আসন্ন ঈদে যেসব হাইওয়ে-তে পুলিশ পেট্রোল পুলিশ টহল দেওয়া গুরুত্বপূর্ণ।।
• এই হাইওয়ে গুলোর ছিনতাই প্রবন এলাকা ভুক্ত স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোলিং এর শত ভাগ-ই কার্যকর করলেই হাইওয়েতে ছিনতাই ডাকাতি ৩০% এ কমে আসবে!
যদিও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বের শতভাগ দিয়ে চেষ্টা করেন তাহলে হাইওয়ে-তে ৩০% ও চুরি ছিনতাই ডাকাতির প্রভাব কমাতে সক্ষম হবে।
• ঢাকা টাঙ্গাইল মহা সড়ক!
• ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কুমিল্লার মহাসড়ক চান্দাইল, নারায়ণগঞ্জের সিমরাইলে।
পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক সড়কের ছেচানিয়া ব্রিজ।
• ঢাকা আরিচা মহাসড়ক।
রাজধানীর প্রবেশপথসহ গভীর রাতে সড়কে ছিনতাইয়ের হটস্পটগুলো : -
| যাত্রাবাড়ী, সাইনবোর্ড, উত্তরা, গুলশান, গাজীপুরের চন্দ্রা, মতিঝিল, লালবাগ, ওয়ারী, ফার্মগেট ও রমনা |
• চান্দিনা, মেঘনা ব্রীজ এরিয়া
কুমিল্লা নাজিরা বাজার বিশ্বরোড
১)বিজিবি ক্যাম্প থেকে বাসটার্মিনাল পর্যন্ত।কক্সবাজার ;
২)খুরুশকুল রাস্তামাথা,কক্সবাজার
৩)বার্মিজ মার্কেট কক্সবাজার
৪)লাবনী পয়েন্ট, সুগন্ধ বীচ,কলাতলী বীচ।
৫)সদর হাসপাতাল রোড।
৬)লালদীঘির পাড়,কক্সবাজার
• ঢাকা থেকে চাঁদপুর আসার ( দাউদকান্দি- মতলব কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-নোয়াখালী-চাঁদপুর কুমিল্লা হাইওয়ে)
• ঢাকা-চট্টগ্রাম রোড়ের ফেনী লালপুলের পরে বলি বাড়ির গাড়া।
• ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক এর (১)গৌরিপুর থেকে নায়েরগাঁও পর্যন্ত।এ রুটে বিটিশ্বর,নৈয়াইর,বিশেষ করে এ জায়গাগুলোতে ছিনতাই চুরি ডাকাতি হয় প্রায় সময়।
(২) গৌরিপুর আমিরাবাদ হয়ে কচুঁয়া হাজীগঞ্জ এই মহাসড়কে কিছুদিন পরপর চুরি, ডাকাতি,চিনতাই হয়।
• উত্তরা হাউজ বিল্ডিং থেকে গাজীপুরা রেড জোন
• চট্টগ্রাম পটিয়া বাইপাস
চট্টগ্রাম পটিয়া,খরনা
• এলেংগা টু ময়মনসিংহ যাওয়ার পথে গজারিয়া বাগান রসুলপুর
• ঢাকা টাঙ্গাইল হাইওয়ের , ধেরুয়া টু মির্জাপুর এই জায়গায় প্রায়ই ছিনতাই হয় -
• মাধবপুর হইতে শায়েস্তাগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক -
• ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর অংশ, গোমতী ব্রীজের পর থেকে নিমসারের মধ্যবর্তী নির্জন অংশ বিশেষত রাতের বেলা।
• ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ময়মনসিংহের বাইপাস থেকে শুরু করে একে বারে ময়মনসিংহ সিমানা শেষ হওয়ার আগ পযর্ন্ত
• মাদারীপুর জেলা, রাজৈর উপজেলার সেনখালী
• যাত্রাবাড়ী মোড়,সায়দাবাদ, ধলপুর বউবাজার এর মুখে প্রতিদিন ছিনতাই হয়
• চট্টগ্রাম পতেঙ্গা আউটার রিং রোড খেজুর তলা ওখানে ডাকাতি হয়
• ময়মনসিংহ জিলা স্কুলের পিছনে
চরপারা টু ব্রিজ (রেড জুন)
কৃষ্টপুর বাঘমারা
• চাদপুর টু হাজিগঞ্জ মহাসড়ক,
• হাজিগঞ্জ টু রামগঞ্জ লক্ষীপুর মহাসড়ক।
• চট্টগ্রাম ঢাকা
নদীপথ এবং স্থল পথ দুই টাই!
• ঢাকা সিলেট হাইওয়ে সায়েস্তাগন্জ।
• কাঁচপুর ব্রিজ এর নীচে ঢাকা কুমিল্লা হাই রোড
• গৌরিপুর থেকে চাদপুর কচুয়া রোডে ডাকাতি চিনতাই ঘটেই যাচ্ছে।রাত ১২-৪ পর্যন্ত এই রাস্তায় যানবাহন সম্পুর্ন ঝুকি নিয়ে চলতে হয়।
• চট্টগ্রাম থেকে আসার সময় আনোয়ারার নির্জন এলাকা!
• জগন্নাথপুর ব্রহ্মপুত্র নদীর ব্রিজের দুই পাশে ,ভৈরব কিশোরগঞ্জ।
• মেঘনা ব্রিজএলাকা
• ইলেটগঞ্জ টু মুরাদনগর
• মেঘনা ব্রিজ
• সাভার, হেমায়েতপুর, আশুলিয়া।
• দাউদকান্দিত হাইওয়ে থেকে গৌরিপুর মতলব চাঁদপুর রোড়!
• Arambag road, banorgati, gollamari, Khulna
• হাজীগঞ্জ - কচুয়া হাইওয়ের মর্ধ্যখানে অবস্থিত রেল ক্রসিং বা কাজিরগাও এলাকায়। হাজীগঞ্জ উপজেলা চাঁদপুর জেলা৷
• সায়েদাবাদ বাস টার্মিনাল !
• উত্তরা-আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর, রাজেন্দ্রপুরের ভিতরে কিছু অংশ।
• গাবতলি-মোহাম্মদপুর,মিরপুর ১১-১২,ফার্মগেট-খামারবাড়ি।
যাত্রাবাড়ী-সায়দাবাদ,সানারপাড়-চিটাগাংরোড
• ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায়।
• আসাদগেট টু মোহাম্মদপুর ফুটপাতের এরিয়া
• যশোর সদর, ৮ নাম্বার ওয়ার্ড,নতুন বাজার পিছনে।এই জায়গায় দিনে দুপুরে চাঁদাবাজি/ছিনতাই হচ্ছে।
• আখাউড়া জংশন রেলস্টেশন থেকে কসবা তে বা ব্রাহ্মণবাড়িয়া যেতে মাঝে মাঝে উশৃঙ্খল ডাকাত দলের সম্মুখীন হতে হয় এবং কুমিল্লা থেকে কসবা যাওয়ার পথে এমন ঘটনা ঘটে থাকে। এই সকল রোডে পুলিশ টহল জোরদার করতে হবে।
উত্তরা আজমপুর থেকে টঙ্গী কলেজ গেট।
এখানে পুলিশের নাকের ডগায় মোবাইল ছিনতাই হয়। কোন স্টেপ নেই।
• মাধবপুর থেকে মনতলার মধ্যে হালুয়া পাড়া ব্রিজ।গোয়াহাটি মোর থেকে মনতলা তেমনিয়া ডিসি রোডের মধ্যে শাহপুর থেকে নোয়াহাটি।উভয় জায়গা সরকার পতনের পর কয়েক বার ডা/কাতি হয়েছে বড় ধরনের।এগুলো লোকাল রোড হবিগঞ্জ জেলা মাধবপুর থানার অন্তর্ভুক্ত।
• কক্সবাজার -টেকনাফ সড়ক, কেন্টেনমেন্ট স্কুলের আগে,ডালা নামে পরিচিত,সেই এলাকায় পুলিশ ক্যাম্প থাকা জরুরি
•ঢাকা গোপালগঞ্জ হাইওয়ে।
যদিও খুলনার এই অঞ্চলে ডাকাতি হয় নাই তারপরও হওয়ার সম্ভাবনা আছে।
• Dhaka gazipur ( tongi stationroad) এই জায়গাগুলি দিন এ দুপুরে ছিনতাই হয় ডাকাতি হয় ।
• ঢাকা - নােয়াখালী হাইওয়ে
• লাকসাম থেকে নাথেরপেটুয়া রােডে
১। সাভার, মেইন রোড, ব্যাংক টাউন, পোলিশ লাইন।
২। সাভার, রেডিও কলোনীর পরে, মেইন রোড,।
৩। সাভার, মেইন রোড,, বিপিএটিসি থেকে স্মৃতিসৌধ এর আগ পর্যন্ত।
• ঢাকা - ভাংগা এক্সপ্রেস হাইওয়ে।
পুলিয়া থেকে মালিগ্রাম এর মাঝামাঝি সলিলদিয়া নামক স্থান।
• ফেনী লালপোল টু সোনাগাজী রোড
• মেঘনাঘাট টু কুমিল্লা ক্যান্টনমেন্ট আগে পয্যন্ত জায়গাটা ইনসিকিউর।
• টঙ্গী ফ্লাইওভারের উপরে, নবীনগর বাসস্ট্যান্ডে, গাজীপুর চৌরাস্তা এলাকায়, ময়মনসিংহ ব্রীজ এলাকায়, তারাকান্দা উপজেলাধীন কিছু জায়গায়।
• সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায়।
• Dhaka -Barisal Haighway
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ এমনিতে বেশি ভাগ সময় ডাকাতের আনাগোনা বেশি থাকে!
• চট্টগ্রাম শহরে চুরি ছিনতাই বেশি হয় এই এলাকাগুলোতে
|
• নিউ মার্কেট এরিয়া, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট, দুই নাম্বার গেইট, নতুন ব্রীজ, কালামিয়া বাজার, জিইসি মোড়, দেওয়ানহাট মোড়, বড়পোল হালিশহর|
• টংগি,গাবতলি, সায়দাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্থান, ফার্মগেট, কেরানিগঞ্জ, মোহাম্মদপুর, চিটাগং রোড,সানারপাড়,মিরপুর ১১
• ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর আগে।
• যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত।