06/01/2022
ইউপি নির্বাচন
ভোলায় নৌকা ৯ ও স্বতন্ত্র ৩ ইউনিয়নে বিজয়ী
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় ১২টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে ৯টি ইউনিয়নে। আর ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান প্রার্থী বে-সরকারিভাবে বিজয়ী হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাচন অফিসার মো: মিজানুর রহমান এ ফলাফল নিশ্চিত করেছেন।
ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন, শিবপুর ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন (আওয়ামী লীগ) ৮ হাজার ৬ শত ৮৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকোটতম স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম পেয়েছে মাত্র ২ শত ৬০ ভোট। এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভেদুমিয়া ইউনিয়নেও ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম বারের নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন মোস্তফা কামাল কামাল। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৪ হাজার ৭ শত ৫৪ ভোট। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো: কালিমুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৬ শত ৮২ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো: মোসলেউদ্দিন পেয়েছেন ২ হাজার ৭ শত ৫৩ ভোট। এই ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুল হাই ৩ হাজার ৬ শত ৭৬ ভোট পেয়েছেন।
উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন মনসুর ভোট পেয়েছেন ১০ হাজার ৮ শত ৮ ভোট। তার নিকটতম প্রার্থী ভোট পেয়েছেন হাতপাখা আ: রহিম ১হাজার ১ শত ৭। বাপ্তা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ) পেয়েছেন ১০ হাজার ৩ শত ৭৭ ভোট। তার নিকটতম সতন্ত্র প্রার্থী কামাল হোসেন ভোট পেয়েছেন ৪ হাজার ৭ শত ৮২ ভোট।
চরসামাইয়া ইউনিয়নে আওয়ামী লীগের মহিউদ্দিন মাতাব্বর ৭ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলনের তরিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩ শত ৪ ভোট।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ইফতেখার হাসান স্বপন (আওয়ামী লীগ), আলীনগর ইউনিয়নে বশির আহম্মেদ (আওয়ামী লীগ), ভেলুমিয়া ইউনিয়নে আব্দুস সালাম মাস্টার (আওয়ামী লীগ), পশ্চিম ইলিশা ইউনিয়নে মো. জহিরুল ইসলাম জহির (আওয়ামী লীগ), বাপ্তা ইউনিয়নে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা (আওয়ামী লীগ), ধনিয়া ইউনিয়নে এমদাত হোসেন কবির (আওয়ামী লীগ)।
অপরদিকে ইলিশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন, ভেদুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ও রাজাপুরে রেজাউল হক মিঠু চৌধুরী বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ সামনে রেখে আগেই নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে ছিলেন। এ ছাড়া আচরণবিধি দেখভাল করতে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ছিলেন।