ভোলা সমাচার

ভোলা  সমাচার ২৪ ঘন্টা ভোলার সর্বশেষ সংবাদ-সবার আগে

19/07/2025
19/07/2025

ভোলায় পথসভায় যা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম...

ওএসডি হলেন ভোলার সিভিল সার্জন কে. এম শফিকুজ্জামান-----------------------------------------------------------------------...
12/10/2024

ওএসডি হলেন ভোলার সিভিল সার্জন কে. এম শফিকুজ্জামান
----------------------------------------------------------------------------
ভোলা প্রতিনিধি।। ভোলার সিভিল সার্জন ডা. কে. এম শফিকুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও পটুয়াখালী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. মু. মনিরুল ইসলামকে ভোলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন। ওই প্রজ্ঞাপনে ভোলার সিভিল সার্জন ছাড়াও নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ বেলায়েত হোসেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দিবাগত রাতে ভোলার সিভিল সার্জন ডা. কে. এম শফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ভোলার সিভিল সার্জন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. কে. এম শফিকুজ্জামান ২০২১ সালের জুলাই মাসে সিভিল সার্জন হিসেবে ভোলায় যোগদান করেন। টানা তিন বছর দুই মাসের অধিক সময় তিনি ভোলায় ছিলেন। দীর্ঘ তিন বছরে তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও নার্সদের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। একাধিকবার ভোলা নার্সিং কলেজের শিক্ষার্থীদের তার সরকারি বাসায় রাত্রীযাপন নিয়েও বেশ সমলোচনার জন্ম দেন। এছাড়াও তার স্ত্রী ভোলায় না থাকার সুবাদে বিভিন্ন সময়ে হাসপাতালের নার্সদের তার বাসায় নিয়ে অনৈতিক কাজেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ও নবায়নের ক্ষেত্রেও মোটা অংকের টাকা নিতেন তিনি। এমনকি নিজ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ফাইলে স্বাক্ষরের বিনিময়ে তাকে ঘুষ দিতে হতো। এতো সব অভিযোগ থাকলেও রাজনৈতিক ছত্র ছায়ায় থাকার কারনে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। তার নানা অপকর্মের বিষয়ে ভোলার স্থানীয় এক সাংবাদিক নিউজ করেও তার হুমকি ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে।

ভোলা সদর উপজেলায়...
03/09/2024

ভোলা সদর উপজেলায়...

ভোলা সদর উপজেলায় টাকার জন্য মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে ভূট্টু ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

19/08/2024

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৪ দফা দবিতে মানববন্ধন করেন ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা।

ভোলা সদর উপজেলায়...
19/08/2024

ভোলা সদর উপজেলায়...

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নদীত...

11/08/2024

গত ১৯ জুলাই (শুক্রবার) ঢাকার সাইনবোর্ড এলাকার বাসা থেকে রাজ মিস্ত্রি কাজের উদ্দেশে বেড়িয়ে যান মো. ইয়াছিন (১৮)। নামা....

ভোলায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ ও নিহতের স্মরণে দোয়া মাহফিলভোলা প্রতিনিধি।। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্...
09/08/2024

ভোলায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ ও নিহতের স্মরণে দোয়া মাহফিল

ভোলা প্রতিনিধি।। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ৯দফা দাবি বাস্তায়নে গণ-সমাবেশ ও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা। আজ শুক্রবার (০৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি মুফতি ইয়াসিন নবীপুরী মাওলানা ওবায়দ বিন মোস্তফা, সেক্রেটারী
মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারী মুফতী আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা. ইউসুফ আদনান, সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, দৌলতখান উপজেলা সভাপতি মাওলানা আবু সাইদ আব্বাসী, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আঃ রহমান চৌধুরী, ছাত্র নেতা মুহা. আবু জাফর ও হাবিবুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মাধ্যমে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। জুলুম করলে তার পতন অবশ্যই একদিন না একদিন হবেই। ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে এই বিজয়কে এক শ্রেণির লুটেরা ম্লান করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সকলকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হব।
একই সাথে বর্মান গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পীর সাহেব চরমোনাইর দেয়া ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান।

দাবিগুলো হলো- গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইবুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। একই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছরের সকল হত্যা, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। গত ১৬ বছরে সরকারের দুর্নীতি ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই সাথে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপিদের অবৈধ অর্থ সম্পত্তি ক্রোক করতে হবে। এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদের বিচার করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পি.আর) চালু করতে হবে। গত ১৬ বছরে শিক্ষাখাতের মান ও নৈতিকতা ক্ষতি হয়েছে। তাই এই ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষাকমিশন গঠন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না।
সমাবেশ শেষে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

ভোলায় বিএনপি-জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পুলিশের মতবিনিময়ভোলা প্রতিনিধি।। দেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ভোলা...
08/08/2024

ভোলায় বিএনপি-জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পুলিশের মতবিনিময়

ভোলা প্রতিনিধি।। দেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ভোলায় বিএনপি-জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা পুলিশ লাইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ পুলিশ লাইনে অবস্থানরত সকল পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
সভার শুরুতে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় সকলে পুলিশ সুপারের সাথে একমত পোষণ করে ভোলা জেলা পুলিশকে সার্বিক সহায়তা করবে বলে আশ্বস্ত করেন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, সদস্য ইয়ারুল আলম লিটন, মো. কবির, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাপ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন প্রমূখ।
এ সময় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে মানুষের জান-মাল রক্ষা ও আইনশৃঙ্খলা রক্সায় পুলিশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দেড় যুগ পর ভোলায় জামায়াতে ইসলামীর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসভোলা প্রতিনিধি।। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...
08/08/2024

দেড় যুগ পর ভোলায় জামায়াতে ইসলামীর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

ভোলা প্রতিনিধি।। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় শোকরিয়া মসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দেড় যুগেরও বেশী সময় ধরে জামায়েত ইসলামী প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে না পারলেও গোপনে তাদের সাংগঠনিক সকল কার্যক্রম চালিয়ে গেছেন। বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা শহরের সদর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেড় যুগ পর একত্রিত হতে পেরে নেতাকর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। সমাবেশকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টা থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকেল ৪টার মধ্যেই শহরের বাংলাস্কুল মোড় থেকে খলিফাপট্টি মসজিদ পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিকেল ৪টার দিকে জামায়েত ইসলামীর ভোলা জেলা আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। হাফেজ বনি আমিনের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলার নায়েবে আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সেক্রেটারী হারুন অর রশিদ, সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা আব্দুল গাফ্ফার, ভোলা পৌরসভার সেক্রেটারী- রুহুল আমিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি আহমেদ হোসাইন, ভোলা ব্যবসায়ী ফোরামের সহসভাপতি মো. রফিজল হোসাইন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিলো। যার ফলে তারা জামায়েত ইসলামীর মতো দলকে নিষিদ্ধ করার মতো দুঃসাহস দেখিয়েছে। যার ফলে আজ তাদেরকে শুধু ক্ষমতা নয়; দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা বাংলাদেশের মানুষের বিজয়। এ বিজয়কে নষ্ট করার জন্য একটা পক্ষ ইতোমধ্যে হামলা ও লুটতরাজ শুরু করে দিয়েছে। আমরা এ লুটতরাজের বিপক্ষে তীব্র প্রতিবাদ গড়ে তুলবো। আমরা ধ্বংস চাই না, নির্মাণ চাই। প্রতিশোধ চাই না, ক্ষমা চাই। যারা ভুল করেছে তারা যদি ক্ষমা চেয়ে ফিরে আসে আমরা তাদেরকে বুকে টেনে নিবো। আমরা কোনোভাবেই এক ডাকাতের হাত থেকে রক্ষা করে আরেক ডাকাতের হাতে তুলে দিতে চাই না।
বক্তারা আরো বলেন, জামায়েত ইসলামী ও ছাত্র শিবির প্রতিটি হিন্দু বাড়ি ও মন্দিরসহ নির্যাতিতদের বাড়িঘর পাহারা দিবে। এসময় সেনা প্রধানকে উদ্দেশ্য করে দ্রুত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার আহবান করেন। যে সরকার আসবে তাদের প্রথম কাজ হবে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগকে পরিবর্তন করে সকল অপরাধের বিচার করা।

'কারো বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে দলীয় নেতাকর্মীদেরকেও ছাড় দেওয়া হবে নাইকরামুল আলম, ভোল।। ভোলায় রাজনৈতিক বিরো...
08/08/2024

'কারো বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে দলীয় নেতাকর্মীদেরকেও ছাড় দেওয়া হবে না

ইকরামুল আলম, ভোল।। ভোলায় রাজনৈতিক বিরোধ বা অন্য কোনো বিরোধের কারনে কারো উপর হামলা বা বাড়ি-ঘর, ব্যবস প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর করা হলে কাউকে ছাড় দেওয়া হবে বলে দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি করে দিয়েছেন ভোলা জেলা বিএনপি। গত কয় দিন ধরে ভোলায় কিছু কিছু যায়গা থেকে এ ধরনের সংবাদ আসলে বুধবার বিকেল থেকে শহরে এ বিষয়ে মাইকিং করা হয়। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
এছাড়াও বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যা৬টার দিকে ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ সদর রোডের স্বর্ণ ব্যবসায়ী অবিনাস নন্দিকে ডেকে এনে নিজে দাঁড়িয়ে থেকে বন্ধ থাকা দোকান খুলে দেন। এ সময় আসিফ আলতাফ সকল ধর্ম ও দলের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার কথা বলেন। কেউ কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসলে সাথে সাথে তাকে ফোন দিতে বলেন।
গত রবিবারের ভোলায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ভোলা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের পরের দিন অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুললেও হামলার আশঙ্কা ও নিরাপত্তার কথা চিন্তা করে দুই-চারটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বুধবার বিকেলের দিকে সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ নিজে দাঁড়িয়ে থেকে তার দোকান খুলে দেন। এসময় তিনি কোনো প্রকার শঙ্কা ছাড়াই ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে বলেন এবং তার সাথে থাকা চার পাঁচজন বিএনপি নেতাকে দেখিয়ে বলেন, যদি কোনো ব্যবসায়ী চাঁবাজির শিকার বা হুমকি-ধমকির শিকার হয় তাহলে ওই নেতারা দায়ী থাকবেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দিন ভোলায় এসে হিন্দু সম্প্রদায়ের মন্দির প বাড়ি বাড়ি গিয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. মোশারেফ শাজাহানের ছেলে ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ তাদেরকে অভয় দেন এবং দলীয় নেতাকর্মীদেরকে এদেরকে দেখে রাখার কঠোর নির্দেশনা দেন৷ এছাড়াও যে সকল যায়গা থেকে হামলা ও ভাঙচুরের সম্ভাবনা রয়েছে সেখানে গিয়ে দলীয় নেতাকর্মীসহ সকলকে সতর্ক করে দেন।
এছাড়াও বুধবার দুপুরের পর জেলা বিএনপির পক্ষ থেকে ভোলা শহর ও আশপাশের এরিয়ায় মাইকিং করে দলীয় নেতাকর্মীসহ সকলকে সতর্ক করা হয়। ব্যক্তিগত আক্রোশের কারনে কারো বাসা-বাড়ি, দোকানপাট, সরকারি-বেসরকারি স্থাপনাসহ কোনো কিছু ভাঙচুর করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন ৮-১০জন নেতাকর্মীদের নিয়ে হ্যান্ডমাইকে পাড়া-মহল্লায় প্রচার করেন

ছবি ক্যাপশন: ভোলা শহরের সদর রোডের স্বর্ণ ব্যবসায়ী অবিনাস নন্দির দোকাল খুলে দিয়ে হাত মিলিয়ে অভয় দেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।

Address

Bhola

Telephone

01790730940

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোলা সমাচার:

Share