27/05/2025
তোমায় প্রথম দেখেছিলাম নীরব সেই বিকেলে,
চোখে ছিল আলো, মন হারাল এক তুফানে ঢলে।
হাত ছুঁইনি তবু হৃদয় কাঁপে ধীরে,
চেনা ছিলে না তবু চেনা লাগে অনেক ঘন ঘোরে।
তোমার চুলের ওড়নায় খেলছিল হাওয়া,
দেখে মনে হয়েছিল, এ বুঝি প্রেমের ছায়া।
নজর পড়তেই যেন থেমে গিয়েছিল সময়,
তুমি আসলে ভালোবাসা — আমার জীবনের পরিচয়।