Flim Bangladesh

Flim Bangladesh This is a pafe of Bangladesh flim
advertisement.

ভাগ্য ভালো, বরবাদ আগে রিলিজ হয়েছে; না হলে আজকে বাংলাদেশের কথিত সিনেবোদ্ধাদের সমালোচনার কারণে ফেসবুকে ঢোকাই কষ্টকর হয়ে যে...
12/08/2025

ভাগ্য ভালো, বরবাদ আগে রিলিজ হয়েছে; না হলে আজকে বাংলাদেশের কথিত সিনেবোদ্ধাদের সমালোচনার কারণে ফেসবুকে ঢোকাই কষ্টকর হয়ে যেত।"
✍️

কিছু বিশ্বাস এতটাই শক্তিশালী হয় যে, তা ইতিহাসকে গড়ে তোলে। 'প্রিয়তমা' তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।😍
29/06/2025

কিছু বিশ্বাস এতটাই শক্তিশালী হয় যে, তা ইতিহাসকে গড়ে তোলে। 'প্রিয়তমা' তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।😍

ঢালিউডের এপিক ক্ল্যাশ: এক কিংবদন্তীর জয়গাথা।😍আজকাল অনেকে আফরান নিশোর সিনেমা দিয়ে শাকিব খানের 'ক্ল্যাশ'কে 'এপিক' বলছে, যা...
29/06/2025

ঢালিউডের এপিক ক্ল্যাশ: এক কিংবদন্তীর জয়গাথা।😍

আজকাল অনেকে আফরান নিশোর সিনেমা দিয়ে শাকিব খানের 'ক্ল্যাশ'কে 'এপিক' বলছে, যা নিতান্তই হাস্যকর। চলচ্চিত্র আর নাটক সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। মাত্র দুটো সিনেমা করে যেখানে নিজেকে প্রমাণ করার এখনো অনেক বাকি, সেখানে বাংলা সিনেমার 'নাম্বার ওয়ান' শাকিব খানের সাথে এই তুলনা কিসের ইঙ্গিত দেয়?
প্রকৃত 'এপিক ক্লাশ' যদি ঢালিউডে কেউ দেখে থাকে, সেটা ছিল ২০১৭ সালে। একদিকে শাকিব খান তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন— ব্যক্তিগত বিতর্ক, অসুস্থতা, এমনকি শিল্পী সমিতির নিষেধাজ্ঞা। অন্যদিকে, টলিউডের সুপারস্টার জিৎ প্রবেশ করছেন বাংলাদেশে, অনেকেই মনে করছে তাকে দিয়ে শাকিবকে বাজার থেকে সরানোর চেষ্টা চলছে। জাজ মাল্টিমিডিয়া 'বস-২' এর জন্য অসামান্য প্রচারণা চালাচ্ছে।
কিন্তু সব বাধা ভেঙে 'নবাব' শুধু বক্স অফিসেই জয়ী হয়নি, এটি শাকিব খানের অদম্য মানসিক শক্তি আর স্টারডমের এক অমর দৃষ্টান্ত স্থাপন করেছে! এই ক্লাশ শুধু বক্স অফিসের ছিল না, ছিল কিংবদন্তীর টিকে থাকার লড়াই। সেই ঐতিহাসিক ক্ল্যাশের ৮ বছর পূর্তিতে মনে হয়, এমন এপিক মুহূর্ত ঢালিউডে সহজে আসবে না।
✍️SAFIN 😍

ইন্ডাস্ট্রি হিট 𝗣𝗥𝗜𝗬𝗢𝗧𝗢𝗠𝗔 সিনেমার ২ বছর-------------------------------চারিদিক থেকে শোনা যাচ্ছিলো শাকিব খান ইস ফিনিশড। তখ...
29/06/2025

ইন্ডাস্ট্রি হিট 𝗣𝗥𝗜𝗬𝗢𝗧𝗢𝗠𝗔 সিনেমার ২ বছর

-------------------------------
চারিদিক থেকে শোনা যাচ্ছিলো শাকিব খান ইস ফিনিশড। তখন হঠাৎ করে প্রিয়তমার এনাউন্সমেন্ট আসে, ফার্স্ট লুক দেখেই সবাই ভাবতে শুরু করে,কি আসছে, কি হতে যাচ্ছে? এরপর শাকিবের বৃদ্ধ লুক রিভিল করা হয়, এখন ও স্পষ্ট মনে আছে পুরো বাংলায় সিনেমার পোস্টার নিয়ে এর আগে এত আলোচনা হয়নি। এরপর রিলিজ পেলো প্রিয়তমা.. আর কিছু কি বলতে হবে?

আজ এই ইন্ডাস্ট্রি হিট 'প্রিয়তমা' সিনেমার দুই বছর🎬🤍

All credit goes to Himel Ashraf 🤍

ইন্ডাস্ট্রি হিট 'প্রিয়তমা' সিনেমার দুই বছর🎬🌟 শাকিব খানের কামব্যাক সিনেমা।🌟 পরিচালক হিমেল আশরাফের সাথে শাকিব খানের প্রথম ...
29/06/2025

ইন্ডাস্ট্রি হিট 'প্রিয়তমা' সিনেমার দুই বছর🎬

🌟 শাকিব খানের কামব্যাক সিনেমা।
🌟 পরিচালক হিমেল আশরাফের সাথে শাকিব খানের প্রথম সিনেমা।
🌟 শাকিব-ইধিকা জুটির প্রথম সিনেমা।
🌟 মাত্র ৪৮ দিনে এই সিনেমার সব কাজ শেষ করা হয়েছিল।
🌟 চার্টবাস্টার মিউজিক এলবাম।
🌟 সঙ্গীতশিল্পী বালাম এই সিনেমার 'ও প্রিয়তমা' গানের মাধ্যমে বহুবছর পর প্লে-ব্যাকে ফিরেছিলেন।
🌟 সঙ্গীত জগতের কিংবদন্তি প্রিন্স মাহমুদ এই সিনেমার 'ঈশ্বর' গানের মাধ্যমে দারুণভাবে কামব্যাক করেছিলেন।
🌟 দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো।
🌟 শাকিব খানের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছিল, যা 'বেদের মেয়ে জোসনা'–এর ৩৪ বছরের রেকর্ড ভেঙেছে।
🌟 দেশের প্রথম ৩০, ৪০ কোটি গ্রোসার। প্রোডিউসারের মতে-সিনেমাটির মোট গ্রস কালেকশন ৪১ কোটি টাকা।
🌟 উত্তর আমেরিকায় 'দেবী'র কালেকশনকে বিট করে ৩য় সর্বোচ্চ কালেকশন তুলেছিল (বর্তমানে ৪র্থ সর্বোচ্চ)।
🌟 ২০২৩ সালের হাইয়েস্ট গ্রোসার এবং ঢালিউড ইন্ডাস্ট্রি হিট।

Sri lankan Airlines. 🔥🇱🇰
17/05/2025

Sri lankan Airlines. 🔥🇱🇰

দুই বাংলার সবচেয়ে বেশি ভিউজ পাওয়া বাংলা সিনেমার টিজার/ট্রেইলার শাকিব খানের বরবাদ 🥰মাত্র দুই মাসের মধ্যেই ৮.১ মিলিয়ন ভ...
17/05/2025

দুই বাংলার সবচেয়ে বেশি ভিউজ পাওয়া বাংলা সিনেমার টিজার/ট্রেইলার শাকিব খানের বরবাদ 🥰
মাত্র দুই মাসের মধ্যেই ৮.১ মিলিয়ন ভিউজ শুধুমাত্র একটি চ্যানেল থেকেই 🔥
সবচেয়ে বেশি ভিউজ পাওয়া বাংলা সিনেমার গান শাকিব খানের ✅
সবচেয়ে বেশি ভিউজ পাওয়া বাংলা মুভি শাকিব খানের ✅
সবচেয়ে বেশি বক্স অফিসে ইনকাম করা বাংলা মুভি শাকিব খানের ✅
ঢাকাই ইন্ডাস্ট্রির সর্বাধিক বাণিজ্যিক সফল অভিনেতা শাকিব খান। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর মুক্তিপ্রাপ্ত তিন সিনেমা বরবাদ, তুফান এবং প্রিয়তমা একাধিক নতুন মাইলফলক স্থাপন করেছে।

প্রিয়তমা
প্রথম সপ্তাহের আয় ---- প্রায় সাড়ে দশ কোটি টাকা
২য় সপ্তাহ শেষে ------- ১৮ কোটি ৮৫ লাখ টাকা
৩য় সপ্তাহ শেষে ------- ২৪ কোটি ৬০লাখ টাকা
১ মাসের আয় -------- ২৬ কোটি ৯২লাখ টাকা
আর এখন পর্যন্ত প্রিয়তমার মোট আয় ৪২ কোটি টাকার আশেপাশে।

তুফান
প্রথম দুই সপ্তাহের আয় ---- প্রায় পচিশ কোটি টাকা
৩য় সপ্তাহ শেষে ------- ৩৫ কোটি টাকা আর
১ মাসের আয় -------- ৪৫ কোটি ৯২লাখ টাকা
আর এখন পর্যন্ত তুফানের মোট আয় ৫৬ কোটি টাকার আশেপাশে।

বরবাদ
প্রথম সপ্তাহের আয় ---- প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকার কাছাকাছি
৩য় সপ্তাহ শেষে ------- আয় ৫০ কোটি ছাড়িয়ে যায়।
আর এখন পর্যন্ত বরবাদের মোট আয় ছাড়িয়ে গেছে ৭৫কোটির রেকর্ড।



বাংলা ভাষার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া হিরো শাকিব খান ✅
এজন্যই মেগাস্টার শব্দটা শুধুমাত্র শাকিব খানের সাথেই যায় ??

Address

Bhulta, Rupjong, Narayanganj
Bhulta

Alerts

Be the first to know and let us send you an email when Flim Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flim Bangladesh:

Share