Roza's Diary

Roza's Diary Nothing helps me express more than writing!
(2)

06/10/2025

জীবনে অনেক সময় আমরা এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের বিশ্বাস ভেঙে দেয়, ঠকায়, বা কষ্ট দেয়। স্বাভাবিকভাবেই তখন আমাদের ভেতরে রাগ, অভিমান, দুঃখ সব মিলেমিশে তোলপাড় করে। কিন্তু প্রশ্ন হলো, এই নেতিবাচক আবেগগুলোকে বয়ে বেড়ালে শেষ পর্যন্ত লাভটা কার? সত্যি বলতে, এতে ক্ষতি হয় শুধু আমাদেরই।

মানুষকে দোষারোপ করা সহজ, কারণ তাতে মনে হয় আমরা নির্দোষ প্রমাণিত হচ্ছি। কিন্তু দোষ চাপালেও ভেতরের ক্ষত শুকায় না। বরং সেটা দীর্ঘদিন ধরে আমাদের ভেতরে তিক্ততা জমতে থাকে। অথচ জীবন খুব ছোট এতটা সময় কষ্টের বোঝা টেনে নেওয়ার জন্য নয়।

আমি বিশ্বাস করি, যে আমাকে ঠকিয়েছে সে নিজের কর্মফলের জবাব নিজেই একদিন পাবে। আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার দায়িত্ব শুধু আমার শান্তি রক্ষা করা। তাই আমি তাকে অভিশাপ বা অভিযোগ পাঠাই না; বরং নিজের ভেতরে ক্ষমার আলো জ্বালাই। কারণ ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজের ভেতরকার কষ্ট থেকে মুক্ত হওয়া।

আজ আমি ঠিক করেছি
আমি কারো প্রতি রাগ পুষে রাখবো না।
আমি কারো দোষ ধরে বসে থাকবো না।
আমি শুধু ভালো থাকার জন্য বাঁচবো।

জীবন একবারই আসে। তাই অন্যের ভুলকে নিজের কষ্টের কারণ বানিয়ে নয়, বরং নিজের শান্তিকে অগ্রাধিকার দিয়ে পথ চলাই শ্রেয়।

05/10/2025

আপাতত কারো সাথে মিশতে চাইনা,
যে সব জায়গা থেকে কষ্ট পেয়েছি,
সে সব জায়গায় আর ফিরতে চাই না,
কারো ভূল ধারনা ভাঙতে চাইনা ,
যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে ,
মিথ্যা অপবাদ চাইনা,
চাইনা আর কেউ বুঝুক আমাকে ,
আপাতত দুরত্ব চাইছি ,
আপাতত শান্তির দরকার আমার শান্তি চাইছি।

30/09/2025

আমি পৃথিবীর আর কাউকে ঘৃণা করি না। আমি ঘৃণা করি আমার ভাগ্যকে, আমার আবেগ অনুভূতিকে। ঘৃণা করি নিজেকে, ভালোবাসতে না পারার ব্যর্থতাকে,

নিজেকে যন্ত্রণায় তীলে তীলে শেষ করাকে নিজেকে ঠকানোকে। নিজের প্রতি মনে এত ঘৃণা, এত অভিমান আর আক্ষেপ নিয়ে কী ভালো থাকা যায়.?

29/09/2025

আমার বাবা নেই বলে আমি দুর্বল নই, বরং শক্ত হয়েই বড় হয়েছি।
আমি হেলায়–ফেলায় বড় হইনি যে অন্য কারো হেলা–ফেলা সহ্য করবো।
আমার মা-ই আমার ভরসা, আমার শক্তি।
আমি মায়ের আদরে, মায়ের ভালোবাসায় মানুষ হয়েছি।
কোনোদিন কারও কাছে কিছু চাইনি—
যা চেয়েছি সব নিজের যোগ্যতায় অর্জন করেছি।

আমি কারও কাছে কিছু চাই না—
না জিনিস, না কারো শিখিয়ে দেয়া ব্যবহার।
তাই আমাকেও দয়া করে কারও শেখানো আচরণ দেখাবেন না।

কেউ যদি আপনাকে শিখিয়ে দেয় আমার খবর নিতে বা কেমন আছি জানতে, আর আপনি সেটা করেন—
ভাববেন না আমি বুঝি না। খুবই হাস্যকর লাগে এগুলা ৷
আমি খুব ভালো করেই জানি কে কেমন।

💔 শেখানো পিরিত আমার কাছে পিরিত না ৷ তাই এইসব অন্য কোথাও দেখায়েন৷

27/09/2025

"একসময় ভাবতাম, মানুষকে মুগ্ধ করতে পারলেই বোধহয় সে একদিন আমাকে ভালোবাসবে। খোদার অশেষ কৃপায় মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু আধটু পেয়েছিলাম।

তারপর ফ্যালফ্যাল করে চেয়ে দেখলাম, মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায়। আর মুগ্ধতা ফুরালে মানুষও আর থাকে না।

কেউ ভালোবাসার অভিনয় করতো, আমি বোকার মতো সেই সুনিপুণ অভিনয় গিলে ফেলতাম৷ কেউ ঘোরের মাঝে চিরদিনের প্রতিশ্রুতি দিতো। তার ঘোর কেটে যেতো, অথচ আমি পড়ে থাকতাম মিথ্যে গল্পের মূল চরিত্র হয়ে।

চালাক মানুষগুলো ধাক্কা খেয়ে শিখে যায়। বোকারা কিচ্ছু শিখে না। একবার ধাক্কা খেয়ে তারা ভাবে, বোধহয় মানুষটা ভুল ছিলো। দ্বিতীয়বার ধাক্কা খেয়ে তারা ভাবে, বোধহয় সময়টা ভুল ছিলো। তারপর আবার সে নিজেকে উজাড় করে দেয়। নিজের সবটুকু দিয়ে সে আবার ভালোবাসা পেতে চায়।

বোকারাও অনেক দিন পরে গিয়ে টের পায়, তার নিখাঁদ ভালোবাসা, নির্ভেজাল আবেগ, হাসি, কান্না আর শুদ্ধতম প্রতিশ্রুতির দুই পয়সা দাম কারো কাছে নেই।

একদিন মানুষ সব প্রতিশ্রুতি ভেঙ্গে ফেলে, একদিন সে সমস্ত আবেগ হেসে উড়িয়ে দেয়, একদিন সে সবকিছু ছুঁড়ে ফেলে দেয়; একদিন মানুষ অবলীলায় হেঁটে চলে যায়, ফিরেও তাকায় না।

ভীষণ দেরিতে হলেও একদিন বুঝে গেলাম, এত বিশাল একটা পৃথিবীতে আমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে নাই। হয়তো সাময়িক মায়া করেছে। কিন্তু শেষমেশ ভালোবাসে নাই৷

10/09/2025

🌿 আজ একটু কষ্ট হচ্ছে?
মনে রাখুন, রাত যতই গভীর হোক, ভোর কিন্তু আসবেই।
আপনার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে— শুধু ধৈর্য ধরুন ✨

08/09/2025

👉ভয়ানক শিরক...
👉ঈমান নষ্টের শিরক..
ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি,মাঝ বয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন..

সাথে ম্যাচ,রসুন,লোহা আর কি আবলামি জিনিস জানি ভুলে গিয়েছি এগুলো সাথে এনেছো,,?
শুনো সব সময় এগুলা সাথে রাখবা, নইলে বাচ্চার ক্ষতি হবে,জীন, ভুত এর আছর পড়বে..(নাউজুবিল্লাহ)

কত বড় শিরক,, ওয়াল্লাহি এটা শিরকে আকবরের বৈশিষ্ট্য এর মধ্যে পড়ে,,আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর উপর এই ভেবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুছিবত থেকে রক্ষা করবে তা বড় শিরকের অন্তভুর্ক্ত হয়ে যায়।।আর বড় শিরক হচ্ছে শিরকে আকবর।।

এই ধরনের কত শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহু আলাম,,জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে,,বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবেনা,হায়েজগ্রস্থ নারী অপারেশন করা রোগি বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারী চন্দ্র,সুর্য গ্রহনের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে,গর্ভবতী নারী হাস খেলে বাচ্চার গলা হাসের মত হবে ইত্যাদি (নাউজুবিল্লাহ)

আল্লাহ অবশ্যই তার সঙ্গে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। (সূরা নিসা : আয়াত ৪৮)

যদি তাঁরা (নবী রাসূলগণ) শিরক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। (সূরা আনআ’ম : আয়াত ৮৮)
(হে নবি) আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি করা হয়েছে যে, যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন, তাহলে আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। (সূরা যুমার : আয়াত ৬৫)

যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দিয়েছেন। তার পরিণতি হবে জাহান্নাম। এ সব যালিমদের কেউই সাহায্যকারী নেই। (সূরা মায়িদা : আয়াত ৭২)

আর সকল আলেমগনের ঐক্যমতে শিরকে আকবর এর কারনে উক্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়৷
আল্লাহ আমাদের সবাইকে সঠিক টা বোঝার তৌফিক দান করুন আমিন।

Copy

18/08/2025

"ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা "!!🍃❤️‍🩹 Roza's Diary

13/08/2025

মানুষ তখনই ফিরে আসতে চায় যখন ফিরে আসার জায়গাটা অব আগের মতো থাকে না...

08/08/2025

Address

Rajshahi
Binodpur
6206

Alerts

Be the first to know and let us send you an email when Roza's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roza's Diary:

Share