06/10/2025
জীবনে অনেক সময় আমরা এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের বিশ্বাস ভেঙে দেয়, ঠকায়, বা কষ্ট দেয়। স্বাভাবিকভাবেই তখন আমাদের ভেতরে রাগ, অভিমান, দুঃখ সব মিলেমিশে তোলপাড় করে। কিন্তু প্রশ্ন হলো, এই নেতিবাচক আবেগগুলোকে বয়ে বেড়ালে শেষ পর্যন্ত লাভটা কার? সত্যি বলতে, এতে ক্ষতি হয় শুধু আমাদেরই।
মানুষকে দোষারোপ করা সহজ, কারণ তাতে মনে হয় আমরা নির্দোষ প্রমাণিত হচ্ছি। কিন্তু দোষ চাপালেও ভেতরের ক্ষত শুকায় না। বরং সেটা দীর্ঘদিন ধরে আমাদের ভেতরে তিক্ততা জমতে থাকে। অথচ জীবন খুব ছোট এতটা সময় কষ্টের বোঝা টেনে নেওয়ার জন্য নয়।
আমি বিশ্বাস করি, যে আমাকে ঠকিয়েছে সে নিজের কর্মফলের জবাব নিজেই একদিন পাবে। আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার দায়িত্ব শুধু আমার শান্তি রক্ষা করা। তাই আমি তাকে অভিশাপ বা অভিযোগ পাঠাই না; বরং নিজের ভেতরে ক্ষমার আলো জ্বালাই। কারণ ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজের ভেতরকার কষ্ট থেকে মুক্ত হওয়া।
আজ আমি ঠিক করেছি
আমি কারো প্রতি রাগ পুষে রাখবো না।
আমি কারো দোষ ধরে বসে থাকবো না।
আমি শুধু ভালো থাকার জন্য বাঁচবো।
জীবন একবারই আসে। তাই অন্যের ভুলকে নিজের কষ্টের কারণ বানিয়ে নয়, বরং নিজের শান্তিকে অগ্রাধিকার দিয়ে পথ চলাই শ্রেয়।