আনন্দ-আড্ডা

আনন্দ-আড্ডা এ পেজের প্রধান উদ্দেশ্য হলো পাঠককে আনন্দ দেওয়া

27/03/2025
25/02/2025

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে! তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে।

কখনো অন্য কারো যোগ্য হতে যেওনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে! একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে স'ন্তু'ষ্টি অনুভব করছ।

অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে, নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে! নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না।

তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভা'ঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভু'ল ত্রু'টি সং'শো'ধ'নে'র জন্য নিজেকে ভা'ঙ্গো। দেখবে! দিনকে দিন তোমার উন্নতি-ই হয়েছে, ডি'প্রে'শ'ন ঘি'রে ধ'রেনি। কিন্তু! যখন-ই তুমি অন্যের জন্য নিজেকে ভা'ঙ্গ'বে কিংবা গড়বে তখন-ই সে ছেড়ে গেলে তুমি ডি'প্রে'শ'নে ভু'গ'বে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভা'ঙ্গো - গড়ো;

নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ! যা করো আর না করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না, নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না, বরং অ'ব'হে'লা তু'চ্ছ'তা'চ্ছি'ল্য ছাড়া কিছুই পাবে না;

জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন-- এক টাকা আরেক দেখতে সুন্দর হওয়া, পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, না ঘরে, না বাহিরে, যে পুরুষ আয় করতে পারে না, ঘরে বসে বসে খায়, সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টে'ন'শ'ন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা স'ম্ব'ন্ধ যখন ভে'ঙ্গে যায় তখন কোনো দো'ষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে, তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব-- নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।

একটা কথা মনে রাখা ভী'ষ'ণ ভাবে জরুরী, জীবনের ক'ঠি'ন সময় গুলো তোমাকে একাই কা'টাতে হবে, তাই বি'প'দ থেকে উ'দ্ধার হতে গেলে-- স'ঙ্গ কিংবা সা'হায্য পাওয়ার আশা ছে'ড়ে দাও, তোমার হয়ে তোমার ল'ড়াইটা কেউ ল'ড়বে না, তো''মার ল'ড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌঁ'ড়টা কেউ দৌঁ'ড়াবে না, তোমার দৌঁ'ড়টা তোমাকে একাই দৌঁ'ড়াতে হবে। মনে রাখবে! দিন শেষে কেউ কারো নয়, না তুমি কারো, না কেউ তোমার।

May you find success, happiness, and everything your heart desires. Wishing you and your family a very Happy New year 20...
01/01/2025

May you find success, happiness, and everything your heart desires. Wishing you and your family a very Happy New year 2025!

22/12/2024

Address

Binodpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ-আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share