বীরগঞ্জ ব্রেকিং নিউজ

বীরগঞ্জ ব্রেকিং নিউজ সত্য প্রকাশে আপসহীন আপনার চারপাশের অন্যায়, অবিচার, দুর্ভোগ — জানান আমাদের।

📞 যোগাযোগ: 01760668356
(1)

সাংবাদিকরা আমাদের চারপাশের ঘটনাবলি এবং সাম্প্রতিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে নিরলস পরিশ্রম করে থাকেন। তাদের প্রতিটি কাজই গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ তৈরি থেকে তথ্য যাচাই, জনগণের আস্থা অর্জন পর্যন্ত সাংবাদিকতার প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকতার সফলতা নির্ভর করে এই পেশার প্রতি তাদের নিষ্ঠা, সততা, এবং নিরপেক্ষতার ওপর।

একজন ভালো সাংবাদিকের জন্য কমন সেন্স, লেখার

দক্ষতা, ভাষাগত জ্ঞান, চাপ সামলানোর ক্ষমতা, এবং মানুষের সঙ্গে ভালো যোগাযোগ স্থাপনের ক্ষমতা অপরিহার্য। তবে দুঃখজনকভাবে কিছু ভুয়া সাংবাদিক পরিচয়ের অপব্যবহারের কারণে সাধারণ মানুষের মধ্যে এই পেশার প্রতি সন্দেহের সৃষ্টি হচ্ছে, যা কেবল প্রকৃত সাংবাদিকদেরই নয়, পুরো পেশাটির প্রতি শ্রদ্ধা হারাতে প্রভাবিত করছে।

সাংবাদিকতা সত্যিকার অর্থে জনসেবার একটি মাধ্যম, এবং এটি এক ধরনের দায়িত্ব যা শুধু নির্দিষ্ট যোগ্যতা ও প্রশিক্ষণের মাধ্যমেই উপযুক্তভাবে পালন করা সম্ভব।

বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ঢেম ঢেমিয়া কালী মেলা মাঠে দোলনা ও অন্যান্য বিনোদন সামগ্রী বসানোর কাজ চলছে পুরোদ...
17/10/2025

বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ঢেম ঢেমিয়া কালী মেলা মাঠে দোলনা ও অন্যান্য বিনোদন সামগ্রী বসানোর কাজ চলছে পুরোদমে।
আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে ঐতিহ্যবাহী এই কালী মেলা। 🎡

আজকে যুব কল্যাণ পরিষদের ১ বছর পূর্তী উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি বিতারন করা হয়! এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ড...
16/10/2025

আজকে যুব কল্যাণ পরিষদের ১ বছর পূর্তী উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি বিতারন করা হয়! এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং সদস্য বৃন্দ

জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে তিস্তাপাড়ে মশাল মিছিল, দেশের মেইনস্ট্রিম মিডিয়াডে উদাসীনতার ছাপ স্পষ্ট,,,অথচ, আমরা দ...
16/10/2025

জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে তিস্তাপাড়ে মশাল মিছিল, দেশের মেইনস্ট্রিম মিডিয়াডে উদাসীনতার ছাপ স্পষ্ট,,,

অথচ, আমরা দক্ষিণবঙ্গের যেকোনো ঘটনাই দেখি জাতীয় মিডিয়ায় ট্রেন্ডে চলে আসতে। তাতে কি, উত্তরবঙ্গ তো বছরে তিনবার পানিতে ডুবে। উত্তরবঙ্গের উন্নয়নের চিত্র উত্তরবঙ্গে না এসেও একতা/পঞ্চগড়/দ্রুতযান এক্সপ্রেস কিংবা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠলেই বোঝা যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্যস্থল তিস্তা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা বাঁচাও কর্মসূচির নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও বিএনপির বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান।

চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করা হলো তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে। কিন্তু এখানেও যেনো অবহেলিত উত্তরবঙ্গ। নেই কোনো জাতীয় গণমাধ্যম গুলোয় প্রচার। রাজধানী পর্যন্ত পৌছায় কি উত্তরবঙ্গ বাসীর আওয়াজ? কেনোই বা নেয়া হয়না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দ্যোগ??

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট কলেজে এবার এইচএসসি পরীক্ষায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে।কলেজটির একজন শি...
16/10/2025

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট কলেজে এবার এইচএসসি পরীক্ষায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে।
কলেজটির একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি।

বীরগঞ্জ  কলেজের ফলাফল..পাশের হার ৭৪.১৪%GPA-5   ৪৬ জন। মানবিক ৩৮ জনবিজ্ঞান বিভাগ ৮ জন।
16/10/2025

বীরগঞ্জ কলেজের ফলাফল..
পাশের হার ৭৪.১৪%
GPA-5 ৪৬ জন। মানবিক ৩৮ জন
বিজ্ঞান বিভাগ ৮ জন।

16/10/2025

এ বছর এইচএসসি -২০২৫ এ কোন বোর্ডে কত শতাংশ পাস করছে দেখে নিন...

ঢাকা শিক্ষাবোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষাবোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ড- ৫৭.৪৯ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ড- ৬২.৫৭ শতাংশ

15/10/2025

বীরগঞ্জ পৌরশহরের স্লুইসগেট রোডে রাতের বেলা কুকুরের উৎপাত থেকে রেহাই চায় চলাচলরত মানুষজন!

ঠাকুরগাঁও বিমানবন্দরে সেনাপ্রধানের আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সেনা সদস্যরাআগামীকাল ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে আ...
15/10/2025

ঠাকুরগাঁও বিমানবন্দরে সেনাপ্রধানের আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সেনা সদস্যরা

আগামীকাল ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে আসছেন সেনাবাহিনীর প্রধান। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে। নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে কাজ চলছে পুরোদমে।

রিপন মিয়ার নিজস্ব কোনো একাউন্ট নেই।বেতন পান মাসিক ভিত্তিতে...
15/10/2025

রিপন মিয়ার নিজস্ব কোনো একাউন্ট নেই।
বেতন পান মাসিক ভিত্তিতে...

বীরগঞ্জে ভ্যানের উপরেই ভ্যানচালকের মৃত্যুআজ বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ মোড়ে এক ভ্যানচাল...
15/10/2025

বীরগঞ্জে ভ্যানের উপরেই ভ্যানচালকের মৃত্যু

আজ বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ মোড়ে এক ভ্যানচালক ভ্যানের উপরেই মৃত্যুবরণ করেন।

প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে চিনতে পারেননি। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে নিয়ে যান।

বীরগঞ্জ সরকারি কলেজ মসজিদের সামনে রাস্তার গর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী অফ...
15/10/2025

বীরগঞ্জ সরকারি কলেজ মসজিদের সামনে রাস্তার গর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ স্যার।

তার নির্দেশে দ্রুত হাইওয়ে বিভাগের উদ্যোগে রাস্তার গর্ত সংস্কার করা হয়।

জনদুর্ভোগ লাঘবে এমন দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#বীরগঞ্জ #দিনাজপুর #উপজেলা_নির্বাহী_অফিসার #জনদুর্ভোগ

Full TimeBangladesh 1️⃣   :1️⃣ HongKong, Chinaরাকিবের গোলে সমতা ১ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করল বাংলাদেশ ফুটবল দল। সুযোগ গুল...
14/10/2025

Full Time
Bangladesh 1️⃣ :1️⃣ HongKong, China

রাকিবের গোলে সমতা ১ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করল বাংলাদেশ ফুটবল দল। সুযোগ গুলা কাজে লাগলে জয় নিয়ে মাঠ ছাড়ত।

এই ড্র টা জয়ের সমান।

Address

Dinajpur
Birganj
5230

Alerts

Be the first to know and let us send you an email when বীরগঞ্জ ব্রেকিং নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share