প্রকৃতি ২.০

প্রকৃতি ২.০ প্রকৃতি আমি বারবার তোমার মাঝে হারিয়ে যেতে চাই

খুবই দুঃখজন একটি সংবাদ..? Thoughts of Bilal ভাইয়ের ফেসবুক পেজটা ফেসবুকে সার্চ করে পাওয়া যাচ্ছে না।  বিশ্বাস না হলে চার...
20/05/2025

খুবই দুঃখজন একটি সংবাদ..?
Thoughts of Bilal ভাইয়ের ফেসবুক পেজটা ফেসবুকে সার্চ করে পাওয়া যাচ্ছে না।
বিশ্বাস না হলে চার্জ দিয়ে দেখুন, হয়তো হ্যাকারের হাতে পড়েছে নয়তো কিছু মানুষ তার পেছনে লেগেছে তাকে টেনে ধরে রাখার জন্য ।

জানিনা কি হয়েছে..?
👉 তবে খুব কষ্টকর বিষয়😓 এরকম মানুষ ইন্টারনেটে থাকলে ভালো কিছু শিখতে পারবো,আমরা, তা না হয়তো কাপলব্লক এবং খারাপ অশ্লীলতা ছাড়া আর কিছু শিখতে পারবো না। ভাইরের ভিডিওগুলো দেখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহ হতে ছিল সবাই।

হয়তো এত কষ্ট করে ফেসবুক পেজটা বড় করার পর যদি এরকম ভাবে উধাও মানে হ্যাক করে পেলে তাহলে এত দিনের কষ্ট সব বিফলে যাবে । তাহলে ভাই কেউ কখনো এত কষ্ট করতে চাইবে না, খুব দুঃখজনক বিষয়টা বন্ধুরা আপনারা কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন

12/05/2025

সাইকেল যেদিন পুরান হইবে

11/05/2025

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ

11/05/2025

ছি কি এইসব 🙂
এদের থেকে আশা করিনি
কি এইসব 🙂আশা করিনি||Mamun &Blu Fairy Layla

11/05/2025

মনোমুগ্ধকর দৃশ্য

10/05/2025

নিশিদ্ধ হলো আ: লীগ||যে সিদ্ধান্ত জানা গেল.. সরাসরি....
#আওমীলীগ l

10/05/2025

গ্রামের জীবন যাপন

📌📌পলাশ শাহার মা, ভাইয়ের সাক্ষাৎকার থেকে যা বুঝলাম, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছেন উনি। মাত্র এইচএসসি পাশ করেছে। অনার্সে ...
10/05/2025

📌📌পলাশ শাহার মা, ভাইয়ের সাক্ষাৎকার থেকে যা বুঝলাম, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছেন উনি। মাত্র এইচএসসি পাশ করেছে। অনার্সে ভর্তি করেছেন কিনা তাও ভাই জানেন না৷ অন্যদিকে পলাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডার। এর আগেও চাকরি করেছেন মাস্টার্স শেষ করার পর। অর্থাৎ বয়সের ব্যবধান অনেক অনেক বেশি।

এই আঠারো কুড়ি বছর বয়সের মেয়ে স্বামীর সাথে রাগারাগি করবে, অকারণ জেদ করবে এটাই তো স্বাভাবিক। আমি প্রথমে ভাবছিলাম ঘটনা কর্মক্ষেত্র পর্যন্ত কেন গেল? মেয়ে এমন আচরণ করে কেন?

তারপর যখন জানলাম বয়স এত কম, তখন আমি আসলে বাকরুদ্ধ। এমনটা তো ও করবেই। এই বয়সের মেয়েরা প্রচন্ড ইমোশনাল হয়। অল্পে রাগে, অল্পেই মোমের মত গলে যায়। কিন্তু বয়সে অতখানি বড় একজন মানুষ ওর এসব ছেলেমানুষি বুঝবে কি করে! এমন ছোট একটা মানুষ একজন এএসপি'র পদমর্যাদা, সোশ্যাল ভ্যালু, কাজের চাপ এসবই বা বুঝবে কি করে! এই এক আসমান ব্যবধান যেটুকুও বা ঘুচতো সেটুকু অসম্ভব হয়ে পড়ে এই মহিয়সী মাতার জন্য। 🙂

এই মাতা তার স্বামী হারিয়েছেন অল্প বয়সেই। যারা স্বামীর ভালোবাসা পায় না, শ্বাশুড়ির দ্বারা নির্যা*তিত হয়, পরবর্তী সময়ে তারা যখন শ্বাশুড়ি হয়, তখন এমন পচা শ্বাশুড়ি হয়। এক্ষেত্রেও ঘটনা তাই।

ঘরদোর দেখে মনে হল, অর্থনৈতিক চাপও তার উপর ছিল। স্বাভাবিকভাবেই এটা মা - ভাইদের কাছ থেকেই আসতো। বউটাও নিম্নবিত্ত পরিবারের। অর্থাভাবে থাকা মানুষ যখন হঠাৎ টাকার মুখ দেখে তখন সেটার ভাগ কাউকে দিতে চায় না। বউটাও হয়ত চাইতো না।

অতএব অশান্তি চরমে। ভাইজান বিয়ে করেছেন কচি বউ। অথচ রোমান্সের সুযোগ নেই। মা অন্তপ্রাণ ছেলে মাকেও কিছু বলতে পারতো না। অশান্তির চরম থেকে চরমে উঠেছে কেবল। দুদণ্ড শান্তি মা কিংবা বউ কেউ দিতে পারেনি। অন্তত একটা পক্ষে প্রশান্তির শীতল ছায়া পেলে মানুষটা বেঁচে যেত। সুন্দর একটা জীবন হতে পারতো। কি বলব! কেবল কষ্টই হচ্ছে। 😒

মাকে দেখা যাচ্ছে। উনি সন্তান হারিয়েছেন। অপূরণীয় ক্ষতি। তবু উনার আরো সন্তান জীবিত রয়েছে। উনার খেয়াল রাখার মানুষ আছে। কিন্তু মামা বাড়িতে মানুষ হওয়া এই বাচ্চা মেয়েটা কি বুঝতে পারছে ও কী হারিয়েছে? ও কি বুঝতে পারছে কত বড় ক্ষতি ওর হয়ে গেছে? ভাবছি কেবল।

আচ্ছা, পলাশ ভাই যদি অন্যভাবে মা*রা যেত? তখন কি এই মেয়েটাকে আমরা দেখতে পেতাম? হয়ত পেতাম। কিন্তু তখনও ও শ্বশুরবাড়ি থেকে কিছু পেত কি? মনে হয় না। এজন্যই বোধয় স্বামীকে স্পষ্ট করে লিখে যেতে হয়েছে স্বর্ণ বউয়ের।

এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে। যেতে যেতে পলাশ ভাই অনেক কিছু শিখিয়ে গেলেন।

#

10/05/2025

তুমি হয়তো সবচেয়ে সুখী মানুষ

09/05/2025

প্রকৃতির অপরুপ সাজ

Address

বীরগঞ্জ
Birganj
5220

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৃতি ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রকৃতি ২.০:

Share