09/07/2024
ার_যা_করা_দরকার_আপনি_শুধু_তাই_করতে_থাকুন.
* একটা নির্দিষ্ট সময় পর দেখবেন, আপনার যা পাওয়া দরকার ছিল তা পেয়ে গেছেন। যত বড় আত্মবিশ্বাসী আপনি হোন না কেন, যত বড় দক্ষ কিংবা যোগ্য আপনি হোন না কেন; যেটা করা দরকার সেটা যদি আপনি করতে না পারেন, তবে যেটা পাওয়া দরকার সেটা আপনি কখনোই পাবেন না।
* ভাগ্যের কারণে বড়জোড় লটারি জেতা যায়। কিন্তু সেখানেও অন্তত লটারি বিক্রেতার কাছে গিয়ে লটারিটা কিনতে হয়। এতটুকু তো সেখানেও করা লাগে। অর্থাৎ কিছুই না করে কিছুই পাওয়া যায় না।
* বড় স্বপ্ন দেখার আগে নিশ্চিত করুন, সেই স্বপ্ন পূরণের জন্য আপনার মধ্যে কি পরিমাণ পরিশ্রম করার মানসিক শক্তি আছে? জীবন খুবই সহজ। চিন্তাকে সহজ রাখুন, জীবনকে উপভোগ করুন।
* একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন- এই জীবনে যা হতে চান, যা করতে চান তার জন্য সর্বোচ্চ সেক্রিফাইজ করতে প্রস্তুত আছেন?
সর্বোচ্চ ইফোর্ট কি আপনি আসলেই দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন?
এই ছোট্ট প্রশ্নের উত্তরই বলে দিবে আপনার ভবিষ্যৎ কেমন হবে?
এটুকু বলার জন্য সায়েন্স জানা লাগে না।"
#সতর্কীকরণঃ লেখাগুলো কপি করা যাবেনা। বাট আপনি চাইলে পোস্টটা শেয়ার করতে পারবেন।