Yasir Ahmed

Yasir Ahmed Hi! I am a professional Digital Marketer and Freelancer. I will Provide a Highly satisfying service.❤
(1)

09/07/2024

ার_যা_করা_দরকার_আপনি_শুধু_তাই_করতে_থাকুন.

* একটা নির্দিষ্ট সময় পর দেখবেন, আপনার যা পাওয়া দরকার ছিল তা পেয়ে গেছেন। যত বড় আত্মবিশ্বাসী আপনি হোন না কেন, যত বড় দক্ষ কিংবা যোগ্য আপনি হোন না কেন; যেটা করা দরকার সেটা যদি আপনি করতে না পারেন, তবে যেটা পাওয়া দরকার সেটা আপনি কখনোই পাবেন না।

* ভাগ্যের কারণে বড়জোড় লটারি জেতা যায়। কিন্তু সেখানেও অন্তত লটারি বিক্রেতার কাছে গিয়ে লটারিটা কিনতে হয়। এতটুকু তো সেখানেও করা লাগে। অর্থাৎ কিছুই না করে কিছুই পাওয়া যায় না।

* বড় স্বপ্ন দেখার আগে নিশ্চিত করুন, সেই স্বপ্ন পূরণের জন্য আপনার মধ্যে কি পরিমাণ পরিশ্রম করার মানসিক শক্তি আছে? জীবন খুবই সহজ। চিন্তাকে সহজ রাখুন, জীবনকে উপভোগ করুন।

* একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন- এই জীবনে যা হতে চান, যা করতে চান তার জন্য সর্বোচ্চ সেক্রিফাইজ করতে প্রস্তুত আছেন?
সর্বোচ্চ ইফোর্ট কি আপনি আসলেই দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন?
এই ছোট্ট প্রশ্নের উত্তরই বলে দিবে আপনার ভবিষ্যৎ কেমন হবে?
এটুকু বলার জন্য সায়েন্স জানা লাগে না।"

#সতর্কীকরণঃ লেখাগুলো কপি করা যাবেনা। বাট আপনি চাইলে পোস্টটা শেয়ার করতে পারবেন।

 #নিজের_উপর_কনফিডেন্স_না_থাকলে_আপনি_কোনো_কাজেই_সহজে_এগোতে_পারবেন_না।  *  "স্যার আমি পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না।...
08/07/2024

#নিজের_উপর_কনফিডেন্স_না_থাকলে_আপনি_কোনো_কাজেই_সহজে_এগোতে_পারবেন_না।

* "স্যার আমি পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না।“ 👇👇👇

Me: হ্যা ঠিক বলেছেন। আপনাকে দিয়ে আসলেই কিছু হবে না। আপনি আসলেই পারবেন না। কে বলেছে আপনাকে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে? সব কাজ সবাইকে দিয়ে হয়না। যেমন তোমাকে দিয়ে হচ্ছে না।

* “ স্যার আমার ভাগ্যটাই আসলে খারাপ। লাইফে কিছুই করতে পারলাম না।“ 👇👇👇

Me: হ্যা ঠিকই। অনেক খারাপ ভাগ্য আপনার। আপনার ভাগ্যটা খুব স্পেশালি সময় দিয়ে বানানো হয়েছে যাতে আপনি কিছুই করতে না পারেন মতো এবং আপনি কোথাও সফল হতে পারবে না, আপনি সোনা ধরলে তা ছাই হয়ে যাবে, আপনি হীরা ধরলে তা মাটি হয়ে যাবে। কারণ আপনার ভাগ্যটা খারাপ।

* “স্যার আমি কিছু করে দেখাতে চাই। প্লিজ আমাকে একটা পরামর্শ দিন।“ 👇👇👇

Me: বললামই তো আপনি পারবেন না। আপনার হাতে সময় নেই। আপনি প্রচুর ব্যস্ত। আপনার ভাগ্য খারাপ। তাছাড়া আপনাকে কেন বড় কিছু করে দেখাতে হবে? লাইফে প্রচুর এনজয় করা দরকার। আপনি বরং তাই করুন।

* “কিন্তু স্যার…” 👇👇👇

Me: কোনো কিন্তু না। আর শুনেন, লাইফে কোথাও যদি একবার হেরে যান, ছিটকে পড়ে যান, তবে ভুলেও সেকেন্ড টাইম উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন না। কী দরকার লাইফে এত চ্যালেঞ্জ নেয়ার? যা করতেছেন বরং তাই করতে থাকেন।

লাইফের সবচেয়ে তিক্ত সত্য কথা হচ্ছে, যতক্ষণ কারো জন্য করার কেউ থাকে, উৎসাহ দেয়ার কেউ থাকে, কাধে হাত রাখার কেউ থাকে, ভরসা দেয়ার কেউ থাকে, ততক্ষন তাঁর ব্রেইন থেকে শুধু এসব “আজাইরা” কথাগুলোই বের হতে থাকবে। মানুষ তখনই সর্বশক্তি নিয়ে ,তাঁর সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত লেগে থাকে, যখন পিঠটা দেয়ালে ঠেকে যায়। মাঝে মাঝে তাই কাউকে অনুপ্রেরণা না দেয়াটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে যায়। আপনি ৫০% কনফিউশন রেখেও যদি বলেন "আমি পারবো না", তবে আপনাকে আশ্বস্ত করে ১০০% কনফিডেন্স নিয়ে বলবো, "আপনি একদমই পারবেন না"। খুশি তো এবার?

👉 যদি সত্যিই কিছু করে দেখাতে চান, দুনিয়ার সব আউল ফাউল চিন্তা বাদ দিয়ে কাজে ফোকাস দেন। বাকিটা সৃষ্টিকর্তার প্রতি ছেড়ে দেন। "

#সতর্কীকরণঃ লেখাগুলো কপি করা যাবেনা। বাট আপনি চাইলে পোস্টটা শেয়ার করতে পারবেন।

Congratulations Dear All....!!!😍🥰For Becoming Best Performer Of 3rd Round...🥰😍Go Ahead & Best Of Luck Dear All.ছোট ছোট ক...
29/06/2024

Congratulations Dear All....!!!😍🥰

For Becoming Best Performer Of 3rd Round...🥰😍
Go Ahead & Best Of Luck Dear All.

ছোট ছোট কাজগুলো ধারাবাহিকভাবে করলে একসময় গন্তব্যে পৌঁছানো যায়।

পরিশ্রম কখনো পরিশ্রমী ব্যাক্তিকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না।
শুধু ধর্য ধরে লেগে থাকলে Today Or Tomorrow গন্তব্যে পৌঁছানো যাবে....!!!💪❤️

আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে!
আপনার রাতজাগা স্বপ্নগুলো।❤️
আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- মানুষের অবজ্ঞা আর অবহেলা করা মুহূর্তগুলো।💯
আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- মানুষের কটু কথাগুলো।

আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে- আপনার না বলা কথা গুলো; যে কথাগুলো আপনি নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে পারলে বলবে বলে মনের ভিতর যত্ন করে আগলে রেখেছো দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর।

কারো কটু কথা শুনে হতাশ হওয়া যাবেননা।💪
অন্তত নিজের মনের ভিতর আগলে রাখা সেই জমা কথাগুলো বলার জন্য হলেও আপনাকে অন্তত একবার সফল হতে হবে।💪❤️

দেখা যাক পরবর্তী বেস্ট পারফরমার কারা কারা হচ্ছেন। 😍



28/06/2024

পবিত্র জুমার 🕋 দিন উপলক্ষে আল্লাহ আমাদের সকলের গুণা মাফ করে দিক।
(আমিন) 🤲❤️

24/06/2024

#ছবি_এডিটিংয়ের_৪টি_সেরা_ওয়েবসাইট..! 😱

এই ৪টি ওয়েবসাইট আপনার ছবি এডিটিং অনেক সহজ এবং প্রফেশনাল এডিটরদেরমতো করে দিতে পারে। ✅তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই ৪টি AI Website সম্পর্কে বিস্তারিত জেনে নিন...!

 #ডিজিটাল_মার্কেটিং_শিখে_ফ্রিল্যান্সিং_এ_ক্যারিয়ার_গড়তে_চান?* তাহলে এই ফ্রি ক্লাসটা আপনার জন্য।ফ্রি ক্লাসে কি কি থাকছে...
20/06/2024

#ডিজিটাল_মার্কেটিং_শিখে_ফ্রিল্যান্সিং_এ_ক্যারিয়ার_গড়তে_চান?

* তাহলে এই ফ্রি ক্লাসটা আপনার জন্য।
ফ্রি ক্লাসে কি কি থাকছে....

👉 ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা?
👉 ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো?
👉 কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন?
👉 ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে কাজ পাবো?
👉 ডিজিটাল মার্কেটিং শিখে কোন উপায়ে
উপার্জন করবো?
👉 কোন কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে?
👉 এছাড়া কাজ শিখার পর কাজ কোথায় পাবেন?

তারিখঃ ২৪-০৬-২০২৪ রোজ - সোমবার
সময়ঃ দুপুর ২:৪৫ মিনিট

* আপনি ফ্রিল্যান্সিং শিখতে
বিস্তারিত তথ্যের জন্য ফ্রি ক্লাসে জয়েন করুন।
সীট কনফার্ম করতে ইনবক্সে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ শুধুমাত্র অল্প সংখ্যক কিছু বাছাইকৃত ব্যাক্তিদের ফ্রী ক্লাসে সুযোগ পাবে।

 #আলহামদুলিল্লাহ...!এডমিশন কনফার্ম এস এ স্টুডেন্ট। সাকসেস বিজ ফ্যামিলির সাথে আপনাদের যাত্রা সুন্দরভাবে হোক সেই  জন্যই দো...
20/06/2024

#আলহামদুলিল্লাহ...!
এডমিশন কনফার্ম এস এ স্টুডেন্ট। সাকসেস বিজ ফ্যামিলির সাথে আপনাদের যাত্রা সুন্দরভাবে হোক সেই জন্যই দোয়া রইল।

আলহামদুলিল্লাহ, আপনাদের দুইজনের জন্য অনেক শুভকামনা রইল। 🤲❤️









19/06/2024

আলহামদুলিল্লাহ...! ❤️
প্রতিবারের মত এবারও কোরবানির ঈদ খুব সুন্দর কাটিয়ে আজকে থেকে
কাজে বেক করলাম। ❤️😊

শত ব্যাস্ততার মাঝেও একটু প্রশান্তি প্রয়োজন। ❤️
14/06/2024

শত ব্যাস্ততার মাঝেও একটু প্রশান্তি প্রয়োজন। ❤️

14/06/2024

#লাইফে_অন্তত_এমন_একজন_ব্যাক্তি_হতে_হবে। 💪

* যার ফলে, আপনার সাথে কারাপ আচরণ করা মানুষগুলো যেনো আফসোস করে।

* আপনার সাথে বেইমানি করার কারণে আফসোস করে।

* আপনার সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে, তারা যেনো আফসোস করে।

* আপনাকে যারা ঠকাইছে, তারা যেনো আপসোস করে।

* আপনার খারাপ সময়ে, যারা আপনার পাশে ছিলনা। তারা যেনো আফসোস করে।
এবং আপনাকে অবহেলা করার কারণে যেনো আফসোস করে।

আর ভালো মন্দ সবার জীবনে থাকে। তাই এসব বিষয় নিয়ে চিন্তা করে নিজের বর্তমান সময় নষ্ট করবেননা। ভলো একটা কেরিয়ার তৈরি করতে পারলে তখন আপনাকে নিয়ে চিন্তা করার মানুষের অভাব হবেনা। আর একটা কথা সবসময় মনে রাখবেন। 👇
"আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে।"
সো আপনার বর্তমান আর ভবিষ্যতের জন্য দোয়া রইলো। 🤲❤️

#সতর্কীকরণঃ লেখাগুলো কপি করা যাবেনা। বাট আপনি চাইলে পোস্টটা শেয়ার করতে পারবেন।

12/06/2024

ী_Website_আর_Landing_Page_এর_মধ্যে_পার্থক্য_কী? 🤔

👉 এই প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ❤







Address


Alerts

Be the first to know and let us send you an email when Yasir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasir Ahmed:

  • Want your business to be the top-listed Media Company?

Share