18/10/2025
খেদমত পরিবর্তন :
গত রমজানের পর একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনের সূচনা। ছাত্রদের সার্বিক উন্নয়নকল্পে আমাদের চেষ্টার কোন কমতি ছিল না। দীর্ঘদিনের বসে যাওয়া প্রতিষ্ঠানের ঝিমিয়ে পড়া ছাত্রদের মনমেজাজ বিশুদ্ধ ও পরিশুদ্ধকরণ, পড়ালেখার স্পৃহা, উদ্যমতা, দায়িত্ববোধ তৈরীতে আমরা কার্পণ্য করিনি। আমাদের ২জন মাওলানা সাহেবের দায়িত্ব ছিল কিতাব বিভাগ (মিঝান পর্যন্ত) নিয়ন্ত্রণ। আমরা যথেষ্ট চেষ্টা করে মেহনত চালিয়ে যাচ্ছিলাম। ছাত্রদের বক্তৃতা শেখানোর মত গুরু দায়িত্ব আমরা আঞ্জাম দিয়ে আসছিলাম যথেষ্ট যত্নের সাথে।
হঠাৎ করে গত ১০/১০/২০২৫ইং মাদ্রাসার কর্তৃপক্ষ কর্তৃক এক আত্মঘাতী সীদ্ধান্ত গ্রহন করে। কিতাব বিভাগের এক মাওলানা সাহেবকে বহিষ্কার করার গৃহীত সীদ্ধান্তটা এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় সামনে আসায় অধমের কাছে বিষয়টি খটকা লাগে। ভালো করে যাচাই করে কমিটি কর্তৃক গৃহীত সীদ্ধান্তটা জুলুম বলে মনে হল। এবং যোগ্য কাউকে এভাবে জুলুমের ভিত্তিতে বিদায় দেয়াকে অধমের পক্ষ থেকে উক্ত জায়গায় নিজের সম্মানহানীর আশংকা প্রকাশ করে ১১/১০/২৫ইং (শনিবার) উস্তাজদের মিটিংয়ে কমিটির কাছে খেদমত থেকে অব্যহতি মর্মে সীদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি কর্তৃপক্ষকে ১মাস সময় দিয়ে এর মধ্যে শিক্ষক নিয়গের বিষয়ে আবেদন করা হয়। পরবর্তীতে কমিটি উক্ত সীদ্ধান্তে সম্মতি প্রকাশ করে।
উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামীম সাহেবের প্রতি অধম আজীবন কৃতজ্ঞ থাকবে। কেননা তিনি অধমকে সাধ্যের মধ্যে সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়েছেন শুধুমাত্র মাদ্রাসার কল্যাণের বিবেচনা করে। আল্লাহ তায়ালা সম্মানিত মুহতামীম সাহেবের সকল পাপ ক্ষমা করে দিন, তার ত্যাগ কবূল করে নিক আমীন। তার সততার ওসীলায় সকল বালা-মুসিবত থেকে তাকে হিফাজত করুন আমীন।
নতুন খেদমত :
মাদারীপুর সদর থানা, কুলপুদ্দি চৌরাস্তা মসজিদের ইমাম ও খতীব।
সকলকে দাওয়াত রইল। জাজাকাল্লাহ খাইরান।
১৭/১০/২০২৫ ইং