HM ABDUL HALIM

HM ABDUL HALIM ইসলামিক লাইফ জীবন গড়ুন কুরআন-সুন্নাহর আলোকে��
(3)

19/05/2025
15/02/2025

My WhatsApp channel,

08/01/2025

এতোদিন মিজানুর রহমান আজহারি সাহেবকে তাদের ভালো লাগতো এখন আর ভালো লাগে নাহ, কারণ⤵️ মিজানুর রহমান আজহারী সাহেব বলেছিলো,
"একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে।

10/11/2024

সবচেয়ে বেশি সৌন্দর্য রয়েছে
সুন্দর আচরণের মাঝে।
যার আচরণ সুন্দর নয়, তার কোন সৌন্দর্যই নেই

07/11/2024

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

12/09/2024

কোরআনের পরিচয় abdullah al mamun

প্রিয় ভাই ও বোনেরা,আজ আমাদের প্রিয় দেশ অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন। বন্যার ভয়াবহতা বহু মানুষের জীবন বিপন্ন করে দিয়েছ...
25/08/2024

প্রিয় ভাই ও বোনেরা,

আজ আমাদের প্রিয় দেশ অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন। বন্যার ভয়াবহতা বহু মানুষের জীবন বিপন্ন করে দিয়েছে। বহু পরিবার আজ গৃহহীন, খাদ্যহীন, এবং আশ্রয়হীন। একদিকে গর্জনকারী নদী, অন্যদিকে মানুষের মুখে ভয়ের ছাপ—এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমরা কেবলই অনিশ্চয়তার মধ্যে রয়েছি।

এই দুর্যোগের মুহূর্তে, আমাদের সহানুভূতি এবং মানবিকতা পরীক্ষা দেয়া হচ্ছে। আমরা যারা নিরাপদ আছি, তাদের দায়িত্ব হলো এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এক টুকরো সহানুভূতির মাধ্যমে আমরা তাদের বেঁচে থাকার আশা জাগিয়ে তুলতে পারি।

আপনাদের সাহায্য তাদের জন্য একটি নতুন আশার আলোর সঞ্চার হতে পারে। আসুন, আমরা সকলে মিলে এই মানবিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিই। দয়া করে নিচের ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার সাহায্য পাঠান:

**হিসাবের নাম:** Abdullah Al Amin
**ব্যাংক:** Islami Bank
**অ্যাকাউন্ট নম্বর:** 20507776704701379
**রাউটিং নম্বর:** 125270607
**ব্রাঞ্চ:** মহাস্থানগঞ্জ ব্রাঞ্চ (Agent Banking Service)

এছাড়া, বিকাশ অথবা নগদে দানের জন্য যোগাযোগ করুন: **01301233231**

আমরা যদি এখনই তাদের পাশে না দাঁড়াই, তবে এই মানবিক বিপর্যয় তাদের জীবনে এক অন্ধকারের ছায়া ফেলবে। আপনার সামান্য সহায়তাও তাদের জন্য অপরিসীম। আসুন, একত্রে আমরা তাদের কষ্ট হ্রাস করি, এবং এই দুর্দিনে তাদের মুখে হাসি ফেরানোর চেষ্টা করি।

আপনার সাহায্য তাদের জন্য জীবনদায়ী হতে পারে। আসুন, আমরা আমাদের মানবিক দায়িত্ব পালন করি এবং একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

Address

Gaptoli Bogura
Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when HM ABDUL HALIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category