30/12/2025
একজন মহীয়সী নারীর বিদায়, একজন আপসহীন নেত্রীর বিদায়। **ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**
তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল এক সাহসী কণ্ঠ। দেশের আলেম-ওলামাদের সম্মান ও অধিকার রক্ষায় তিনি সব সময় ছিলেন সোচ্চার ও স্পষ্ট অবস্থানে। ধর্ম, মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।
তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী— গরিব, মজলুম ও বঞ্চিত জনগণের পক্ষে যিনি দৃঢ় কণ্ঠে কথা বলেছেন। ক্ষমতার মোহ নয়, বরং জনগণের অধিকারই ছিল তাঁর রাজনীতির মূল চেতনা।
কারাবরণ, অসুস্থতা, ষড়যন্ত্র— কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছিলেন একজন অনন্য মহীয়সী নারী।
আজ তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তাঁর আদর্শ, সাহস ও আপসহীন অবস্থান এই জাতি আজীবন স্মরণ করবে।
আল্লাহ তাআলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মাগফিরাত দান করুন, তার কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানিয়ে দিন।
আল্লাহ তাআলা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।