HM ABDUL HALIM

HM ABDUL HALIM ইসলামিক লাইফ জীবন গড়ুন কুরআন-সুন্নাহর আলোকে��
(3)

01/01/2026

গভীর রাতে আতশবাজির বিকট শব্দে ঘুম ভেঙে সন্ত্রস্ত হবে শিশুরা, ছটফট করবে হার্টের রোগী ও পাখিরা—এ কেমন সভ্য সমাজ? এই অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।

অল্প কিছু অমানুষের কাছে গোটা দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে এই উশৃঙ্খলা আইন করে নিষিদ্ধ করা হোক। এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক।✍️ Ahmadullah

খালেদা জিয়া সত্যিই অনেক ভাগ্যবতী নারী। কারণ উনার লাশ বহনকারীদের মধ্যে ছিল আল্লামা মামুনুল হক হাফি, মিজানুর রহমান আযহারী।...
31/12/2025

খালেদা জিয়া সত্যিই অনেক ভাগ্যবতী নারী। কারণ উনার লাশ বহনকারীদের মধ্যে ছিল আল্লামা মামুনুল হক হাফি, মিজানুর রহমান আযহারী। আর জানাজা পড়াচ্ছেন আব্দুল মালেক হাফি। এমন একজন যুগ শ্রেষ্ঠ হক্কানি আলেমের নামাজের ইমামতির মাধ্যমে দুনিয়া ছেড়ে চিরতরে তিনি বিদায় হলেন। 💔

30/12/2025

একজন মহীয়সী নারীর বিদায়, একজন আপসহীন নেত্রীর বিদায়। **ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**

তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল এক সাহসী কণ্ঠ। দেশের আলেম-ওলামাদের সম্মান ও অধিকার রক্ষায় তিনি সব সময় ছিলেন সোচ্চার ও স্পষ্ট অবস্থানে। ধর্ম, মূল্যবোধ ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।

তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী— গরিব, মজলুম ও বঞ্চিত জনগণের পক্ষে যিনি দৃঢ় কণ্ঠে কথা বলেছেন। ক্ষমতার মোহ নয়, বরং জনগণের অধিকারই ছিল তাঁর রাজনীতির মূল চেতনা।

কারাবরণ, অসুস্থতা, ষড়যন্ত্র— কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছিলেন একজন অনন্য মহীয়সী নারী।

আজ তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তাঁর আদর্শ, সাহস ও আপসহীন অবস্থান এই জাতি আজীবন স্মরণ করবে।

আল্লাহ তাআলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মাগফিরাত দান করুন, তার কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানিয়ে দিন।

আল্লাহ তাআলা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর ১২দলীয় জোটের আসন সংখ্যার চূড়ান্ত সিদ্ধান্ত এক নজরে।
29/12/2025

বাংলাদেশ জামায়েতে ইসলামীর ১২দলীয় জোটের আসন সংখ্যার চূড়ান্ত সিদ্ধান্ত এক নজরে।

29/12/2025

বিএনপির কি আসলেই প্ল্যান আছে?

একজন রাষ্ট্রনায়কের আসলে প্ল্যান থাকে না; থাকে ড্রিম। কিন্তু তারেক রহমান বললেন, উনার প্ল্যান আছে।

মেনে নিলাম, উনার প্ল্যান আছে। কিন্তু সেই প্ল্যান এতো ল্যাঙড়া-লুলা কেন?

৪/৫ দিনের শোডাউনের প্ল্যান যারা সুচারুরূপে করতে পারে না, তাদের দেশ গড়ার প্ল্যানের কি ভ্যারাচ্যারা অবস্থা আল্লাহয় ভালো জানে।

উনারা ৩০০ ফিটে সমাবেশ করলেন, কিন্তু বজ্য ব্যবস্থাপনার কোনো প্ল্যান ছিলো না। সিটি কর্পোরেশনকে গিয়ে বজ্য সরানো লাগলো।

উনারা স্মৃতিসৌধে গেলেন। কিন্তু কোনো প্ল্যান ছিলো না। নারী রাস্তায় গাড়ীতে সন্তান প্রসব করলেন। এমন প্ল্যান করলেন যে, সিনিয়র নেতারাই জানেন না। তারা সন্ধ্যার পর বিরক্ত হয়ে কাজ সেরে কেটে পড়েন।

উনারা জিয়ার মাজারে গেলেন। কোনো প্ল্যান ছিলো না। ফলে ছুটির দিনেও মানুষ কমফোর্টলি যাতায়াত করতে পারেনি।

উনারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্র বানাতে নির্বাচন কমিশনে গেলেন। ভর্তিচ্ছুদের জন্য রাস্তা ক্লিয়ার রাখার কোনো প্ল্যান ছিলো না। ফলে তারা সময়মতো হলে পৌঁছতে পারেনি।

উনাদের কোনো কাজেই প্ল্যানের নমূনা দেখি না। দেখি বিচ্ছিরি রকম বিশৃঙ্খলা। এসব বিশৃঙ্খলা কি উনারা প্ল্যান করে করেন?

নাকি মুখে প্ল্যান বললেও বাস্তবে প্ল্যানটাও নেই! ড্রিম তো পরের কথা!

মুখে প্ল্যানের কথা বলে কাজে প্ল্যানহীন হলে সেটা কি মানুষ ধরতে পারবে না? উনারা পাবলিককে কী মনে করছেন? পাবলিক তো এখন আসলেই মারাত্মক।

সাধারণ পাবলিককেও উনারা এসব খাওয়াতে পারবেন না। তার উপর আছে চব্বিশের বিপ্লবীরা। আছে চির উন্নত শির জেনজি। আর লাইনে আছে জেন আলফা। এরা আরও আগুন। এদের দেখে আমি নিজেই ইনস্পাইরেশন নেই। এরা জেনজিকে ছাড়িয়ে যাবে।

খুচরা প্লানের গল্প ছেড়ে জনতার কাতারে নেমে আসুন তারেক রহমান। মানুষের কথা শুনুন; প্রজন্মের কথা শুনুন। নয়তো আপনার প্ল্যানের গল্পকে জেনজি কীভাবে জয় বাংলা করবে - বুঝেই উঠতে পারবেন না।

এ দেশের মানুষ সরল ও সাধারণ। কিন্তু বিগড়ে গেলে খিড়কি দিয়ে পালাতে বাধ্য করে। যুগে যুগে এ মাটি থেকে জালিম খিড়কি দিয়ে পালাতে বাধ্য হয়।

28/12/2025

যারা ক্ষমতায় না থেকেও
২৪ ঘণ্টায় এনআইডি আদায় করতে পারে,
তারা ক্ষমতায় এলে
নাগরিক অধিকার নয়—বিক্রি হবে আনুগত্য।

আজ তদবির,
কাল দলীয় পরিচয়,
পরশু চুপ থাকার শর্ত।

ক্ষমতায় এলে বদলাবে না ব্যবস্থা,
বদলাবে শুধু সুবিধাভোগীর নাম।

রাষ্ট্র থাকবে আগের মতোই—
শুধু সাধারণ মানুষের জন্য আরও কঠিন,
আর ক্ষমতাবানদের জন্য আরও দ্রুত।

গণতন্ত্রের ভাষণ নয়,
ইতিহাস বলে—
যারা বিরোধী থাকতেই বৈষম্য করে,
ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানায়।

প্রশ্ন এখন একটাই—
ক্ষমতায় এলে দেশ বদলাবে,
নাকি শুধু ক্ষমতার মালিক?

28/12/2025

মহান আল্লাহ তা'আলা মানুষের মাঝে যেমন চিন্তাশক্তি দিয়েছেন, তেমন চিন্তার বৈচিত্র্যতাও দিয়েছেন। তাই কোন একটা বিষয়ে একেক জনের একেক রকম মতামত থাকাটা অস্বাভাবিক কিছু না। আবার সকল বিষয়ে কেবলমাত্র একটি মতই সঠিক হিসেবে গণ্য হবে; এমনটা নাও হতে পারে। ক্ষেত্রবিশেষে একাধিক মতামতও গ্রহণযোগ্য হতে পারে। তাই নবি (ﷺ‬) থেকে প্রাপ্ত প্রামাণ্য দলীল সমৃদ্ধ কোন আমলকেই তুচ্ছ জ্ঞান করা উচিৎ নয়। প্রকারন্তরে এটা নবি (ﷺ‬) কে-ই তুচ্ছ জ্ঞান করার শামিল।

ইলমের পথে নামুন সেই ইলমেই আপনাকে আলোর পথ দেখাবে,, ইনশাআল্লাহ..!!🖤🤍
28/12/2025

ইলমের পথে নামুন সেই ইলমেই আপনাকে আলোর পথ দেখাবে,, ইনশাআল্লাহ..!!🖤🤍

28/12/2025

আল্লাহর কষ্টের মাঝে আছে পরীক্ষা, আর পরীক্ষার শেষে থাকে সফলতার ঘোষণা।

28/12/2025

এই দুনিয়া ধোঁকার জায়গা, এখানে চিরস্থায়ী কিছু নেই। তাই দুনিয়ার পেছনে না ছুটে আখিরাতকে গড়ার চেষ্টা করো।

28/12/2025

Address

Gaptoli Bogura
Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when HM ABDUL HALIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category