MD Abdul Awwal Molla

MD Abdul Awwal Molla اَللّٰهمّ ارنَا الْحقَّ حقًّا وَارْزقْنا اتِّباعَه، وَارنا البَاطل باطلًا وَّارْزقنَا اجْتنابه

04/05/2025

উম্মাহর প্রিয় বোনেরা,শুধু টিকটক আর রিলস দেখে মূল্যবান সময় নষ্ট করো না।একাডেমিক এক্সিলেন্সির সাথে সাথে এই বাঘিনী বোনটার মতো ইসলাম নিয়েও স্টাডি কইরো।
ইসলাম-কুফরের চূড়ান্ত লড়াইয়ে সিংহপুরুষ ভাইয়েরা ময়দান কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে, তোমরাও মেধার চমক ও শক্তিশালী বাকনিপুণতার মাধ্যমে ভাইদের সহযোগী শক্তি হও।
জাঝাকিল্লাহ,প্রিয় বোন ড. নাসিমা হাসানের(বিশিষ্ট লেখিকা ও শিক্ষাবিদ)জন্য। আপনি যেভাবে নারী-বিষয়ক সংস্কার কমিশনের দুটো হিজড়ার অসার বক্তব্যকে চ্যালেঞ্জ করে স্বদেশ ও স্বধর্মের পক্ষে নিজের বক্তব্যকে শক্তিশালী যুক্তি ও সময়ের বাস্তবতার আলোকে তুলে ধরেছেন তা উম্মহ দরদী অনেক বোনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনি যেন কবি আসাদ বিন হাফিজের কবিতার প্রতিভূ...
"ঠোঁটের জবাব দেবো ঠোঁট দিয়ে আর
কলমের জবাব দেবো সিদ্ধ কলমে "

বাসে করে যাচ্ছিল নারী কমিশনের এক নারী। কপালে ইয়া বড় টিপ, বাটি চুল, কানে দুল। ব্লাউজ পরেছে ঠিকই, সমুদ্র সৈকত দেখাতে কার্প...
22/04/2025

বাসে করে যাচ্ছিল নারী কমিশনের এক নারী। কপালে ইয়া বড় টিপ, বাটি চুল, কানে দুল। ব্লাউজ পরেছে ঠিকই, সমুদ্র সৈকত দেখাতে কার্পণ্য করেনি। শাড়িকে ব্লাউজের উপর দিয়ে নিয়ে কাঁধের পেছনে ঝুলিয়ে দিয়েছে। বাসের সিটে বসে জানালার দিকে তাকিয়ে আছে। মাঝেমধ্যে বাস ব্রেক করলে খেই হারিয়ে সামনের সিটে গিয়ে বাড়ি খায়। এভাবে কয়েকবার হলে রাগে দাত গিজগিজিয়ে বলে, ‘এজন্যই বাসে উঠতে ইচ্ছে হয় না। খালি ব্রেক করে।’

পাশে বসা ছিল আরেক হিন্দু নারী। তার কাপড়চোপড়ে শালিনতা ছিল। সে শুনে বলল, ‘কী করবেন আপা। রিয়েলিটি মাইনা নাও।’

‘কেন, মাইনা নিতে হবে কেন?’

‘আজ রাইতে ড্রাইভার একটু রোমান্টিক হতে চাইছিল। জড়িয়ে ধরে দুয়েকটা চুমু দিতেই স্ত্রী বলে, ‘যা ইচ্ছে করতে পারো তবে একটা শর্ত আছে।’

স্বামী ভেবেছিল সামান্য কিছু চাইবে, সেটা আর পূরণ করতে বাঁধা কীসের! স্বামীও সরল মনে চাইতে বলল। জানেন আপা, স্ত্রী কী চেয়েছিল?

মহিলা কৌতূহল নিয়ে বলল, কী চেয়েছিল?

‘হীরার নেকলেস। তা না হলে নাকি স্ত্রী ধর্ষণের মামলা ঠুকে দেবে। স্বামী রাগে-ক্ষোভে বিছানা ছেড়ে নিচে ঘুমাল। সেই রাগটা এখন বাসের উপর ঝাড়ছে।

মহিলা চোখ বড় করে ফেলল। অবাক হয়ে বলল, ‘এই বেটার কি নেকলেস কেনার সামর্থ আছে? ঐ বেডিরে নাকে দড়ি দিয়ে ঘুরানো উচিত।’

‘তাকে ঘুরানোর আগে তো আপনাকে ঘুরানো উচিত। আপনারাই তো এই আইন বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করলেন। আচ্ছা আপা, আরেকটা কথা কন তো দেখি চাই, স্ত্রীকে জোর করে করল নাকি সম্মতিতে সেটার প্রমাণ কীভাবে হবে? আর রাতে শোবার ঘরে তারা দুজন ছাড়া আর কেউ নেই যে সাক্ষী দিবে!

‘স্ত্রী বলবে। মামলা করবে। স্ত্রী কি মিথ্যা বলবে?’

‘বলতেও তো পারে। ক্ষোভ মেটাতে অনেক কিছুই করতে পারে।’

মহিলা হতাশ হয়ে বড় আওয়াজে নিঃশ্বাস ফেলল। ‘কী বলব আপা দুঃখের কথা। আমরা নারী, আমাদেরও তো ইচ্ছে হয়, স্বামী আমাদের কাছে আসুক, আদর করুক। কিন্তু স্বামী আসে না। বলে, তোমাকে দেখে আমার কিছু করার ইচ্ছে জাগে না।’

মহিলার চোখের কোণে পানি খেলা করছে। বাম হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, ‘যখন কোনো মহিলা তাদের রোমান্টিকতার কথা আমার সামনে বলে, খুব কষ্ট হয়। জেলাস ফিল করি। কষ্টে কলিজা ফেটে যায়। স্বামীর কাছে গিয়ে অনেক আবদার করি, স্বামী সাই দেয় না। তাই সিদ্ধান্ত নিলাম, কষ্ট শুধু আমরা একা কেন পাব, পেলে সবাই পাবে। তাই এমন নারীদের একত্র করি, যাদের প্রতি স্বামীর অনীহা আছে।’

পাশে থাকা হিন্দু মহিলা বলল, ‘তো আপনারা আপনাদের সাজকে পরিবর্তন করেন। স্বামীর আগ্রহ বাড়ে এমনভাবে সাজেন। পুরুষকে বশ করার কৌশল তো নারীদের ভালোই জানা।’

‘সেটাই তো পারি না। সেটা করতে গেলে টাকা আসা বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে। আমাদের সৌখিন জীবন হাতছাড়া হয়ে যাবে। জানেন, এই সাজের জন্য এনজিও থেকে আমরা প্রচুর অর্থ পাই?


আমি চুপ থাকতে পারিনি, কেন তারা শিশুদের মারবে? 🗣মার্চ ফর গাজায় আগত এক শিশু প্রতিবাদকারী। ১২/৪/২০২৫
13/04/2025

আমি চুপ থাকতে পারিনি, কেন তারা শিশুদের মারবে?
🗣মার্চ ফর গাজায় আগত এক শিশু প্রতিবাদকারী। ১২/৪/২০২৫

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীতে অং...
12/04/2025

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীতে অংশ নিতে মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

12/04/2025

ব্রাহ্মনবাড়িয়া থেকে লংমার্চের জন্য ট্রেন যুগে
ঢাকা অভিমুখী হাজার হাজার মানুষ।

10/04/2025

Assalamualaikum

I have a big doubt—ডিসক্লেইমার : আজ চুরি হয়েছে এটা নিশ্চিত। ভিডিও ফুটেজে দেখেছি আমি নিজেও। তাই মিসগাইড করতে চাইছি এমনটা ...
07/04/2025

I have a big doubt—

ডিসক্লেইমার : আজ চুরি হয়েছে এটা নিশ্চিত। ভিডিও ফুটেজে দেখেছি আমি নিজেও। তাই মিসগাইড করতে চাইছি এমনটা ভাববেন না।

চুরির এই ছবিটা খুব ভাইরাল হয়েছে। ছবিটা নিয়ে প্রথম সন্দেহ জাগে— রাতের বেলা চোরেরা এমন টুপি,কেফিয়া বেঁধে চুরি করতে যাবে কেন? এরপর নজর দিয়ে যা পেলাম তা আপনারাও যাচাই করে দেখুন।

1. এক নম্বরে থাকা ব্যক্তিটি আসলে কার ওপর ভর দিয়ে বসে আছে। যদি বলেন বাম পায়ের ওপর তাহলে প্রশ্ন থেকে যায় তার সামনের দুই হাত যে বাক্স ও জুতোর ওপরে আছে সেগুলো সামান্য ভাঁজ না হয়েও কীভাবে টিকে আছে? আর ডান পায়ের ওপর ভর দেওয়ার প্রশ্নই আসে না। কারণ, ছবিতে ডান পায়ের আগা ফ্লোর থেকে ওপরে দেখা যাচ্ছে।

2. দুই নম্বর চিহ্নিত অংশে এই অতিরিক্ত হাতের মালিক কে? কোনভাবেই পাশে থাকা ব্যক্তির সাথে মেলানো যাচ্ছে না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট।

এছাড়াও সন্দেহের অন্যান্য সম্ভাব্য কারণ—

১. চোরেরা এভাবে সেইম কালার টুপি,কেফিয়া পেঁচিয়ে চুরি করতে আসবে না।
২. পুরো ছবির কোথাও বাটার লোগো-সিম্বল দেখা যাচ্ছে না।
৩. পরনের টি-শার্টের রং প্রায় সেম। মেরুন, নেভি ব্লু। একটা শুধু জেব্রা ক্রসিং।
৪. জুতোর বাক্সগুলোর প্যাটার্নও পরিচিত না। সর্ববামের চোর তো বড় কার্টুন নিয়ে বেরোচ্ছে।

সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে— AI দিয়ে বানানো ছবির মাধ্যমে তাওহিদবাদীদের ফাসানোর পায়তারা।
তবে শুনে রেখ আমরা Gen-z। তার ওপরে মানতেক-ফালসাফা পড়েছি। ধোপে টিকবা না সেক্যু😎

আজকের বাংলাদেশ 🔥🔥🔥🔥💕
07/04/2025

আজকের বাংলাদেশ 🔥🔥🔥🔥💕

এটা ফিলাস্তিন সহমর্মী নয়, জুতা চোর। বয়কটের নামে জুতা চুরি করতে গিয়েছিলো। সিলেটের এই জুতা চোরদের সনাক্ত করুন ও ধরিয়ে দি...
07/04/2025

এটা ফিলাস্তিন সহমর্মী নয়, জুতা চোর। বয়কটের নামে জুতা চুরি করতে গিয়েছিলো। সিলেটের এই জুতা চোরদের সনাক্ত করুন ও ধরিয়ে দিন।

Address

Bogra

Alerts

Be the first to know and let us send you an email when MD Abdul Awwal Molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category