Fatema

Fatema When sadness fill your heart and tears flow in your eyes. Always remember three things. Allah is with you. Allah still with you. Allah always you.

সময়ের যিনি সৃষ্টিকর্তা, তাঁর জন্য যদি আপনি " সময় " না করতে পারেন, আপনার চাইতে চরম অকৃতজ্ঞ তখন আর কে হতে পারে?
15/03/2025

সময়ের যিনি সৃষ্টিকর্তা, তাঁর জন্য যদি আপনি " সময় " না করতে পারেন, আপনার চাইতে চরম অকৃতজ্ঞ তখন আর কে হতে পারে?

মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন...
09/03/2025

মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস!

তিনি বলেন, এমন নেকলেস আমি আমার জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক!

কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বললো, "আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলছি। সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন, তাকে আমি ৫০০ দিনার দেবো।"

৫০০ দিনার মানে কয়েক কোটি টাকা!

যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি হীরা পেলেন, হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন, সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে না?

কিন্তু, তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে ৫০০ দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না।

ফলে, বৃদ্ধকে হীরার থলেটি ফিরিয়ে দিলেন।

মক্কায় জ্ঞানার্জন করতে লাগলেন। এভাবেই কয়েক বছর কেটে গেলো।

একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে। নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃত্যুবরণ করে।

সেই আলেম কোনোরকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো।

একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, "আপনি নামাজ পড়াতে পারবেন?"

তিনি বললেন, "হ্যাঁ, পারবো।"

তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিশেবে রেখে দিলো। তিনি কুরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কুরআন শেখাতে লাগলেন।

প্রতিদিন নানান উপহার-উপঢৌকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা খুব খুশি।

তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন? একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিলো। আল্লাহ তার রিযিকের কী সুন্দর ব্যবস্থা করেছেন!

ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইলো। অনেকটা জোর করেই বিয়ে দিলো!

ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে!

পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কীভাবে সম্ভব?

লোকজন চিৎকার করে বললো, "আল্লাহু আকবর!"

এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন।

লোকজন বললো, "কয়েকবছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শুনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন।

এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছাপোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দেবেন।

কিন্তু, তার আগেই তিনি ইন্তেকাল করেন!

দেখুন, আপনার তাকদীর, সেই সম্ভ্রান্ত লোকের দু'আ আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করেন, যার জন্য সেই মেয়ের বাবা দু'আ করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে!"

সেই মহান আলেমের নাম ছিলো কাদিল মারিস্তান।

তার মনে পড়লো কুরআনের একটি আয়াত:

"ধৈর্যধারণ করো। আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না!" [সূরা হুদ: ১১৫]

__দোয়া কবুলের গল্পগুলো বই থেকে সংগ্রহ করা।

#দোয়া #আলহামদুলিল্লাহ

Rose❣️
26/02/2025

Rose❣️

27/10/2024

নতুন কারিকুলামের ৬ষ্ঠ-১০ম শ্রেণির বই বাতিল। ২০২৫ সাল থেকে পুরাতন সিলেবাসে পড়ালেখা চলবে ইন শা আল্লাহ। 😊

সে অনেক দিন আগের কথা।😋মিনি সিংগারা।Fatema Jannat
27/10/2024

সে অনেক দিন আগের কথা।😋
মিনি সিংগারা।
Fatema Jannat

আসসালামু আলাইকুম। মনে আছে তো সবার? ৬ তারিখ থেকে আবার অর্ডার নেয়া শুরু হবে ইন শা আল্লাহ 🥰⚡যানবাহনে  ভাড়া কেজি হিসেবে, কেক...
31/01/2024

আসসালামু আলাইকুম।
মনে আছে তো সবার?
৬ তারিখ থেকে আবার অর্ডার নেয়া শুরু হবে ইন শা আল্লাহ 🥰

⚡যানবাহনে ভাড়া কেজি হিসেবে, কেকের ভাড়া চিনির দানা হিসেবে😬

আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ। খালাতো ভাইয়ের গায়ে হলুদ এর জন্য বানানো কেক।১১/০১/২০২৪ ~ বৃহস্পতিবার
24/01/2024

আলহামদুলিল্লাহ।
মা শা আল্লাহ।

খালাতো ভাইয়ের গায়ে হলুদ এর জন্য বানানো কেক।

১১/০১/২০২৪ ~ বৃহস্পতিবার

গরমের দিন বাচ্চাকে ঘুম পারিয়ে সাবধানে তাও উঠে আসা যায়।কিন্তু ভাই শীতের দিন 🥲।লেপ-কম্বল এর প্যাচ ছাড়িয়ে বের হতে না হতেই ও...
14/01/2024

গরমের দিন বাচ্চাকে ঘুম পারিয়ে সাবধানে তাও উঠে আসা যায়।
কিন্তু ভাই শীতের দিন 🥲।
লেপ-কম্বল এর প্যাচ ছাড়িয়ে বের হতে না হতেই ওনার ঘুমের প্যাচও খুলে যায়।

12/01/2024

আসসালামু আলাইকুম।
গ্যালারিতে ভিডিওটা চোখে পরলো হুট করে।
ইডিট করার সময় নেই।
অনেকদিন কোনো পোস্ট করা হয়নি😊😊😊।

আলহামদুলিল্লাহ 🥰এক পাউন্ড চকলেট কেক।এক বছর আগের ডেলিভারি করা কেক।😬
05/01/2024

আলহামদুলিল্লাহ 🥰
এক পাউন্ড চকলেট কেক।
এক বছর আগের ডেলিভারি করা কেক।😬

ইহা আমার ভুলের কেক।😐ভুলের মাশুল গত(২ দিন আগের)পোস্টে মিলিয়ে নিন।🥹
02/01/2024

ইহা আমার ভুলের কেক।😐
ভুলের মাশুল গত(২ দিন আগের)পোস্টে মিলিয়ে নিন।🥹

আলহামদুলিল্লাহ! প্রথম বানানো দুই তালা কেক।চেষ্টা করেছি আরকি😇।১ পাউন্ড অরেঞ্জ কেক।
01/01/2024

আলহামদুলিল্লাহ!
প্রথম বানানো দুই তালা কেক।
চেষ্টা করেছি আরকি😇।
১ পাউন্ড অরেঞ্জ কেক।

Address

Sherpur, Bogura, Rajshahi
Puran Bogra

Telephone

+8801835520024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema:

Share