Mashkurul Alam

Mashkurul Alam নিজের কাছে ফিরতেছি আশা করছি আমি আর আমাকে হতাশ করবোনা...!🙏 Contact With Me. https://www.facebook.com/maskuroul.alom
(1)

মানবতা আজ কোথায়?
15/07/2025

মানবতা আজ কোথায়?

প্রেমে পড়েছিলাম একজনের একবার !শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে ভালবাসছিলাম খুব তারে! সে আমাকে এমন স্পেশাল ফিল করাই...
14/07/2025

প্রেমে পড়েছিলাম একজনের একবার !
শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে ভালবাসছিলাম খুব তারে! সে আমাকে এমন স্পেশাল ফিল করাইছে মনে হয়েছে তাকে ছাড়া চলবে না। হারাই যাওয়ার কথা বললে ছেড়ে যাওয়ার কথা বললে বলছিল তুমি ছেড়ে গেলে আমার কষ্ট হবে তুমি ছাড়া আমার চলবে না।
তারপর একদিন সে নিজেই ছেড়ে গেল আমার আকুতি মিনতি কোন কিছুই তাকে আর আটকাইতে পারল না, সে চলে গেল ফিরেও দেখল না।
অবশেষে সব হারিয়ে গেল অথচ সবকিছুই থেকে যাওয়ার কথা ছিল।
নিয়মের ঘরে অনিয়ম এসে মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে রেখে গেল সব। কিছু বর্ষা নিংড়ানো স্মৃতি যত্নের কিছু কথোপকথন অগোছালো কিছু শব্দ দিয়ে বাক্য গড়া ও প্রকাশিত উপন্যাস আর অবহেলা পূর্ণ এই আমি!
তারপর আমার আর ভালো দিন আসলো না। মনে হল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর সবকিছু কেমন যেন বন্ধ হয়ে গেছে সব সুখ শান্তি হাসি দূরে কোথাও হারিয়ে গেছে।
জীবনের পথে হঠাৎ ভীষণ একাকীত্ব আর কষ্টের আধার নেমে এলো, যেখানে শুধুই একটানা হতাশা বিষন্নতা আমাকে ঘিরে আছে ।
সেই পুরনো সুখ আর হাসির দিনগুলো এখন কেবল স্মৃতি আর আমি সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু সময় আর ফিরে আসলো না।
হঠাৎ একা হয়ে যাওয়াতে চারপাশ এত সংকীর্ণ হয়ে আসলো নিজেরে মেনে নিতে কষ্ট হতো খুব মাঝেমধ্যেও মনে হতো আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি আমি বোধহয় বেশিদিন আর বাঁচবো না মরে যেতেও ইচ্ছে হতো মানসিক প্রমাণ নিয়ে আমি দিনের পর দিন তার চলে যাবার কারণ খুঁজেছি কি দোষ আমার কি করিনি আমি কি ছিল না আমার মাবুদ সে তো ভিন্ন মানুষ না আমি কি তাকে ভালোবাসি নাই ইত্যাদি ইত্যাদি।
তারপরে একদিন নিজে নিজেই বুঝলাম আসলে ভালোবাসায় সবকিছু না ভালোবাসার আগে বেশি গুরুত্বপূর্ণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা। যাকে চাই সে আমাকে চায় কিনা মন থেকে নাকি কোন জিনিস চাইলে সেই জিনিস পাইয়ে দিতে পুরো দুনিয়ার সাহায্য করে সে তো আমাকে চাই নাই সে তো আর আমাকে ভালোবাসে নাই।
হঠাৎ হঠাৎ কোন ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় অথবা জোসনার গলা রাত্রিতে চোখে ঝাপসা হয়ে আসে সেই মুহূর্তে ইচ্ছে করে আরো একবার তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করি কেন ভালোবাসলেন না আমায় কেন থেকে গেলেন না কি অপরাধ ছিল আমার আমি কি সত্যিই ভালোবাসার মত মানুষ ছিলাম না।
তবুও পরিশেষে বলি ভালো থাকুক পৃথিবীর সকল বিশ্বাস ভাঙ্গা মানুষ গুলো।
হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকুক ঠকে যাওয়া মানুষগুলো আমৃত্যু কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকুক সমাজ পরিবার সবার চাওয়াই থাকুক স্বার্থপরতা। জয় হোক উদার মনস্ক সেই সব মানুষের যারা একটি পবিত্র সম্পর্কের বিপরীতে দাঁড় করায় অপবিত্র সম্পর্ক।

বুঝলে বাচ্চারা।
11/07/2025

বুঝলে বাচ্চারা।

শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণে হতাশাগ্রস্থ...
10/07/2025

শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।
দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণে হতাশাগ্রস্থ ছিলাম। বেশ কয়েকবার আপিল করেছি কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি।
শেষমেষ আল্লাহর রহমতে আবার ফেসবুক পেজের রিকমেন্ডেশন এক্টিভ হয়েছে।

আমার কথা বলতে ভালো লাগে না।মুখ ফুটে কাউরে নিজের অবস্থা সম্পর্কে জানাতে ভালো লাগে না।আমার কারোর দয়ার পাত্র হইতে ভালো লাগে...
06/07/2025

আমার কথা বলতে ভালো লাগে না।
মুখ ফুটে কাউরে নিজের অবস্থা সম্পর্কে জানাতে ভালো লাগে না।
আমার কারোর দয়ার পাত্র হইতে ভালো লাগে না।
আমার নীরবতা ভালো লাগে।
কিছু না বলার পরেও কেউ সব বুঝে নিলে ভালো লাগে।
হঠাৎ মাথায় হাত রেখে "সব ঠিক হয়ে যাবে" বললে ভালো লাগে।
জড়িয়ে ধরে অভয় দিলে ভালো লাগে।
আমার পরিস্থিতি পরিবর্তন করা তার সাধ্যে নেই,কিন্তু আমার পাশে থেকে সেটাকে একটু সহজ করে দিলে আমার ভালো লাগে।

তুমি যারে ভালবাসো, সে যেন তোমার অভাবে না মরে।তামাম দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক, শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে।...
30/06/2025

তুমি যারে ভালবাসো, সে যেন তোমার অভাবে না মরে।তামাম দুনিয়ার সব অভাব তারে জড়ায় ধরুক, শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে। ভাতের অভাব বলো,কাপড়ের অভাব, দুনিয়ার সব অভাবই এক সময় না এক সময় চলে যায়। জেনে রাখো শুধু কেউ ভালবাসার অভাবে অভাবী হলে সেই অভাব যায় না।

কাউকে ভালবাসলে ভেঙে চুরে বাসো। ভেঙে চুরে মানে আমার তোমাকেই লাগবে, লাগবে মানে লাগবেই।তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই প্রমাণিত।
যেন বাস্তবতা নামক ঝড় এসে আচমকা উপড়ে ফেলতে না পারে গাছের শেকড়। কাউকে ধরলে শক্ত করে ধরো। এমন ভাবে শক্ত করে ধরো,যেন ঝড়ে ছুটে আসা যে কোন অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের দোচালা ঘর।এমন কইরা মুচড়ে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে।

যদি ভেঙে চুরে ভালবাসতে নাই পারো,যদি শক্ত করে সারাজীবনের জন্য হাত ধরতে না পারো,তাইলে কাউরে দু,দিন ফুর্তির জন্য ভালবাসা দেখিও না। ভেতর থেকে জ্যান্ত রেখে মানুষ মারার সবচেয়ে বড় অস্ত্র ভালবাসা দিয়ে ভালবাসা কেড়ে নেওয়া।

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন ।মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকাল সুখ ...
26/06/2025

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন ।
মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকাল সুখ ,ভালোবাসার সম্পর্ক অথবা নিজের প্রিয় মুহূর্ত সবই একসময় বদলে যায় সময়ের সাথে সাথে।

মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়, এই পরিবর্তন মেনে নেওয়া প্রিয়জনের দৌড়ে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।

তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া বা নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্য একটি সত্যি হলো জীবনে কোন কিছুই স্থায়ী নয় ভালো সময়ই যেমন শেষ হয় তেমন খারাপ সময়ও

তাই কঠিন সময়ে ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলার প্রয়োজন।

ভুল মানুষের জন্য কতই কিছুই না করলাম কত চোখের জল অপচয় করলাম তার জন্য কতরাত না ঘুমিয়ে কাটিয়েছি প্রতিরাতে চোখের জলে বালি...
13/06/2025

ভুল মানুষের জন্য কতই কিছুই না করলাম কত চোখের জল অপচয় করলাম তার জন্য কতরাত না ঘুমিয়ে কাটিয়েছি প্রতিরাতে চোখের জলে বালিশ ভিজিয়েছি ।
জানো আমি খুব বোকা ছিলাম আমি তোমাকে চিনতে ভুল করেছি তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে না।
এত ভালোবাসার পরেও যে মানুষটা অন্য কারো ভালোবাসা পাওয়ার লোভ করে আর যাই হোক সেই মানুষটা কখনো কাউকে মন থেকে ভালবাসতে পারে না ।
নিজের জন্য মায়া হয় ভুল মানুষের জন্য জীবনে কত মূল্যবান সময় নষ্ট করেছি তার পিছে।
আজকাল আয়নার সামনে নিজেকে দেখলে বড্ড মায়া হয় চোখে মুখে আর সেই আগের মত উজ্জ্বলতা নেই চেহারাই কেমন জানি কষ্টের ছাপ পড়ে গেছে আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছি।
কারো সাথে কথা বলতে ইচ্ছে হয় না নিজেকে রুমে বন্দী করে রাখি এখন মানুষকে ভয় পাই ,বেশি কেউ একটু ভালোবাসা দেখালে কেমন জানি একটা ভয় কাজ করে হারানোর, বুঝি না তার কি এসব অভিনয় নাকি সত্য।
তবে একটা জিনিস ভেবে শান্তি লাগে আমি তোমাকে ঠকাইনি আমি প্রতারক না আমি ভালোবাসতে জানি কিন্তু তুমি ভালবাসতে জানো না খুব শান্তি পাই এটা ভেবে আমি বেইমানি করি নাই আমি বেইমান না।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Mashkurul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mashkurul Alam:

Share