Ontor Ali

Ontor Ali চলেন মিথ্যে বলা বাদ 🤭 দেই, হিংসে 🧐 করা কমিয়ে দেই, দুনিয়াতে ভালোবাসা 😍 বিলিয়ে দেই।

21/07/2025

আমরা ওহী ফুড প্রোডাক্টস্ এর পক্ষ থেকে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। জাতীয় আকাশযানে এমন বিপদের ঘটনা ছিনিয়ে নিয়েছে আমাদের স্বপ্ন ও শান্তি।
এমন ঘটনা আর চাই না।

✊ প্রতিবাদ ও দাবি

আসুন আমরা জোরালোভাবে দাবি তুলি :-

1. দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত এবং স্বচ্ছভাবে উদঘাটন করতে হবে।
2. শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে বেসামরিক বিমান চালনা বন্ধ বা কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।
3. জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাহিনীর স্বাস্থ্য ও নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে পুনর্মূল্যায়ন করতে হবে।
4. সুষ্ঠু ও প্রয়োজনীয় আর্থ-সামাজিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আহত, নিহত ও তাদের পরিবারকে।

আমরাদের শুধু একটাই চাওয়া আমাদের —শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন ভবিষ্যতে এমন বিপর্যয়ে ঝুঁকিতে না থাকে। রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

18/07/2025

সে আমারে ভিডিও করতে দিবেই না।
আপনার এলাকায় হয় এমন ধান্দা!

সুখ ছোট জিনিসে লুকিয়ে থাকে – এক কাপ চা, প্রিয়জনের হাসি, ভোরের সূর্যোদয় – এগুলোতেই জীবনের আসল সৌন্দর্য।
18/07/2025

সুখ ছোট জিনিসে লুকিয়ে থাকে – এক কাপ চা, প্রিয়জনের হাসি, ভোরের সূর্যোদয় – এগুলোতেই জীবনের আসল সৌন্দর্য।

12/07/2025

আপনি ঘুরে দাঁড়াতে শিখে গেলেই প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে!
প্রতিবাদ হোক এভাবেই।

11/07/2025

মানসিক প্রশান্তির জন্য কি প্রয়োজন?

09/07/2025

যে দিন হারায়ে যায়, সেটা আর ফিরে না । চলেন শৈশবকে ছুয়ে দেখি একটুখানি ।

05/07/2025

আপনার মতামতা জানতে চাই ।

কানসাট রাজবাড়ী।
29/06/2025

কানসাট রাজবাড়ী।

26/06/2025

একদিন আমের রাজ্যে । যেখানে শত শত বিঘা জমিতে শুধুই আম বাগান ।

মগজে রাইখেন ☝️
26/06/2025

মগজে রাইখেন ☝️

25/06/2025

🏗 পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী জোড়গাছা গ্রামে মসজিদ নির্মাণের জন্য আপনার সহযোগিতা প্রয়োজন! 🤲
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা
আলহামদুলিল্লাহ! জোড়গাছা গ্রামে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি শুধু একটি ইমারত নয়, বরং ইবাদতের একটি পবিত্র স্থান, যেখানে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, কুরআন শিক্ষা নেবেন এবং ইসলামের আলো ছড়িয়ে পড়বে।
আমাদের এই পুণ্য উদ্যোগে আপনার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ! 💖 মহান আল্লাহ তাআলা বলেছেন—
📖 "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন।" (সহিহ মুসলিম)
আপনার সদকাহ, দান বা যাকাত পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে—
📌 বিকাশ / নগদ / রকেট: 📱 01798734447
📌 ইসলামী ব্যাংক একাউন্ট: 💳 20507770222581349
আপনার সহযোগিতা সরাসরি জোড়গাছা গ্রামে মসজিদ নির্মাণে ব্যয় হবে, ইনশাআল্লাহ! আসুন, আমরা সবাই এই মহৎ কাজের অংশীদার হই এবং আল্লাহর ঘর নির্মাণে অবদান রাখি।
🤲 দোয়া ও ভালোবাসায় পাশে থাকুন, আল্লাহ আপনার দান কবুল করুন!
#জোড়গাছা_মসজিদ #মসজিদ_নির্মাণ #সাদাকাহ #দান #ইসলামিক_প্রজেক্ট #জান্নাতের_পথ #মহান_উদ্যোগ #মুসলিম_কমিউনিটি

Address

Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ontor Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ontor Ali:

Share