21/07/2025
আমরা ওহী ফুড প্রোডাক্টস্ এর পক্ষ থেকে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। জাতীয় আকাশযানে এমন বিপদের ঘটনা ছিনিয়ে নিয়েছে আমাদের স্বপ্ন ও শান্তি।
এমন ঘটনা আর চাই না।
✊ প্রতিবাদ ও দাবি
আসুন আমরা জোরালোভাবে দাবি তুলি :-
1. দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত এবং স্বচ্ছভাবে উদঘাটন করতে হবে।
2. শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে বেসামরিক বিমান চালনা বন্ধ বা কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।
3. জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাহিনীর স্বাস্থ্য ও নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে পুনর্মূল্যায়ন করতে হবে।
4. সুষ্ঠু ও প্রয়োজনীয় আর্থ-সামাজিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আহত, নিহত ও তাদের পরিবারকে।
আমরাদের শুধু একটাই চাওয়া আমাদের —শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন ভবিষ্যতে এমন বিপর্যয়ে ঝুঁকিতে না থাকে। রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।