
20/04/2025
কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়.....
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।
চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,
তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না!
আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না।
নিজেকে ভালবাসুন 🖤