Daily Diary of R&S

Daily Diary of R&S One day all our dreams will come true. Allah will help us...❤️❤️❤️

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়.....হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও...
20/04/2025

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়.....
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।
চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,
তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না!
আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না।
নিজেকে ভালবাসুন 🖤

বগুড়ার ফুডিস এর পক্ষ থেকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী অফার,,,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ উপলক্ষে  আমাদের ফুড কার্...
14/04/2025

বগুড়ার ফুডিস এর পক্ষ থেকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী অফার,,,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের ফুড কার্টে যোগ হতে যাচ্ছে সেট ম্যানু। তাও আবার মাত্র ১০০ টাকার নিচে 😊😊😊😊 জি ঠিক বলছি, পহেলা বৈশাখ থেকে আমাদের বগুড়া ফুডিস এ পাচ্ছেন ফ্রাইড রাইস, ২পিস চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল ও ফ্রেঞ্চ ফ্রাই এর অসাধারণ প্লেটার, প্রাইজ জানতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে, পরবর্তী পোস্টটি দেখার জন্য। তাই নতুন এই প্লেটার টি টেস্ট করতে হলে অবশ্যই চলে আসতে হবে বগুড়া ফুডিস এ। আমাদের ঠিকানা : জেলখানার মোড়, লাবাম্বা (কালি মন্দিরের পিছনে) বগুড়া।
বিশেষ দ্রষ্টব্য : এই সেট মেনু পাবেন আগামী ১৪/৪/২০২৫ ইং তারিখ হতে।
আমাদের হোম ডেলিভারি সার্ভিস নিতে ইনবক্সে নক দিন। অথবা কল করতে পারেন: ০১৯১১-৯১৩২৯৫.

বগুড়ার ফুডিস এর পক্ষ থেকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী অফার,,,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ উপলক্ষে  আমাদের ফুড কার্...
12/04/2025

বগুড়ার ফুডিস এর পক্ষ থেকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী অফার,,,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের ফুড কার্টে যোগ হতে যাচ্ছে সেট ম্যানু। তাও আবার মাত্র ১০০ টাকার নিচে 😊😊😊😊 জি ঠিক বলছি, পহেলা বৈশাখ থেকে আমাদের বগুড়া ফুডিস এ পাচ্ছেন ফ্রাইড রাইস, ২পিস চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল ও ফ্রেঞ্চ ফ্রাই এর অসাধারণ প্লেটার, প্রাইজ জানতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে, পরবর্তী পোস্টটি দেখার জন্য। তাই নতুন এই প্লেটার টি টেস্ট করতে হলে অবশ্যই চলে আসতে হবে বগুড়া ফুডিস এ। আমাদের ঠিকানা : জেলখানার মোড়, লাবাম্বা (কালি মন্দিরের পিছনে) বগুড়া।
বিশেষ দ্রষ্টব্য : এই সেট মেনু পাবেন আগামী ১৪/৪/২০২৫ ইং তারিখ হতে।
আমাদের হোম ডেলিভারি সার্ভিস নিতে ইনবক্সে নক দিন। অথবা কল করতে পারেন: ০১৯১১-৯১৩২৯৫.

হ্যালো ফুডিস...আসসালামু আলাইকুম। আমাদের ফুড কার্ট বগুড়া ফুডিস কিন্তু আজকে থেকে আবার আগের মতোই রেগুলার ওপেন থাকবে। বিকাল ...
30/03/2025

হ্যালো ফুডিস...
আসসালামু আলাইকুম। আমাদের ফুড কার্ট বগুড়া ফুডিস কিন্তু আজকে থেকে আবার আগের মতোই রেগুলার ওপেন থাকবে। বিকাল ৫ টা থেকে রাত ১১ টা প্রজন্ত এছাড়াও চাঁদ রাত উপলক্ষে আজকে লেট নাইট প্রজন্ত আমাদের ফুড কার্ট খোলা থাকবে। জমিয়ে আড্ডা সাথে মজার মজার ফাস্ট ফুড আইটেমস ইনজয় করার জন্য চলে আসত পারেন, বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে।
লোকেশন: জেলখানা মোড় ( কালি মন্দিরের পিছনে ) লাবাম্বা, বগুড়া।
বিশেষ দ্রষ্টব্য: ঈদ উপলক্ষে থাকছে অনেক অনেক অফার ও প্রাইজ ডিস্কাউন্ট।
হোম ডেলিভারির জন্য আমাদের পেজে অথবা নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ০১৯১১ ৯১-৩২-৯৫

৩০-০৩-২০২৫বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঈদ উপলক্ষে বগুড়ার ফুডিস এ চলছে অনেক অনেক অফার। সেই সাথে অনলাইনে নিতে পারবেন আমাদ...
30/03/2025

৩০-০৩-২০২৫
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঈদ উপলক্ষে বগুড়ার ফুডিস এ চলছে অনেক অনেক অফার। সেই সাথে অনলাইনে নিতে পারবেন আমাদের অর্ডার।
আপনারা সবাই চলে আসুন প্রিয়জন, বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে। আমরা আছি কালী মন্দিরের পেছনে জেলখানার মোড়, লাবাম্বা বগুড়া।
প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
এছাড়াও আমাদের সব ফাস্ট ফুড আইটেমস গুলো হোম ডেলিভারি নিতে চাইলে। নিচের দেওয়া নাম্বারে কল করুন।
০১৯১১ ৯১-৩২-৯৫

Today's simple Ifter,Alhamdulillah.
22/03/2025

Today's simple Ifter,Alhamdulillah.

এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন, আমি জানি। কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে...
21/03/2025

এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন, আমি জানি।

কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে। নিউজ এক থাকবে। খালি মিডিয়া আলাদা।

বাট ফ্যাক্ট কী জানেন?

যেই মিটিং থেকে উঠে আসছে, ঐটা এক্সেপ্ট করলেই ৫০০০ কোটির ফান্ড পাইয়া যাইতো।

বোকা মানুষ।

টাকাও ছাইড়া আসছে। এখন আবার ঐ দুর্নীতির নিউজেই ফাঁসবে।

বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ঐ প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই।

হাসনাত পারলে ভালো। না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিলো.....

হ্যা, কাপ্তানই তো। যখন হাজার কোটির ডিলিংসে ক্যাশপ্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে।

স্যালুট, ক্যাপ্টেন বাংলাদেশ!!

-cp

21/03/2025

হাসনাত আবদুল্লাহর মতো সাহসী ছেলেরাই পারে এ দেশের কান্ডারী হতে,স্যালুট ভাই তোরে

20/03/2025

পেজে আবার এক্টিভ থাকবো এখন থেকে ইনশাআল্লাহ, সবাই পাশে থাকবেন প্লিজ।

সরাসরি চুলা থেকে,শুভ বিকেল, কেমন আছেন সবাই? সবার রমজান কেমন যাচ্ছে?
19/03/2025

সরাসরি চুলা থেকে,শুভ বিকেল, কেমন আছেন সবাই? সবার রমজান কেমন যাচ্ছে?

Address

Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Diary of R&S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share