18/07/2025
দেশে প্রবাসীবাংলাদেশিদের অনেক অবদান আছে।তারা টাকা ইনকাম করে তাদের পরিবারের কাছে পাঠায় ঠিকেই।এতে দেশের উন্নতি হয়।২৪ শের জুলাই আন্দোলনে তারা বিদেশে থেকে আন্দোলন করে জেলে পর্যন্ত গেছে।হাসিনা সরকার থাকলে তারা আজীবন বের হতে পারতো না।হাসিনা সরকার যাওয়ার পর দেশের যে অবস্থা হয়েছিল তাতে প্রবাসীরা যদি রেমিট্যান্স না পাঠাত তাহলে দেশটা চলতো না।প্রবাসীরা ভোটের সুযোগ পেয়ে এতে তো খারাপ কিছু হয়নি।তাদের নিয়ে কোন কারন ছাড়া এমন বিদ্বেষ মুলক বক্তব্য ঘৃনা ছড়ায়।দেশে রাজনীতি বিদের অবদান কি? শুধু টাকা পাচার করা? আসলে কোন কিছু মিলাতে পারবেন না।কেন তারা এমন করছে!