10/09/2025
ডাকসু নির্বাচন-২০২৫ এ শিবির নয় বিজয়ী হয়েছে যোগ্য, মেধাবী,শিক্ষার্থী বান্ধব প্রার্থী এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর পরাজিত হয়েছে মিথ্যাচার,শিবির ট্যাগিং,বামের বিভাজনের রাজনীতি, তাদের ন্যারেটিভ এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ড ,ছাত্রদলের ছাত্রলীগ হয়ে উঠার রাজনীতি,হাসিনা মার্কা রাজনীতি,কাদের ও বাকেরের জুলাই বিক্রি,এবং মুক্তিযুদ্ধ বিক্রেতারা।
এরকম একটা ভূমিধ্বস হবে এটা সবাই অনুমান করেছিল।একারনেই ঐক্যবদ্ধ জোট যখন প্রচার প্রচারনা চালাতে ব্যস্ত তখন বাকিরা মিথ্যাচার,ট্যাগিং, বিভাজন তৈরিতে ব্যস্ত।তারা এসব না করে যদি শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করতো তবে বোধহয় হাড্ডা হাড্ডি লড়াই হতো।তবে শামিম হোসেনের মত প্রার্থীকেও ডাকসুতে প্রয়োজন ছিলো।
সর্বপরি শিবিরের জন্য এটা একটা এসিড টেস্ট।এটাই নির্দেশ করবে ভবিষ্যতে শিবিরের স্থান কোথায় হবে।