22/03/2024
গল্পকবি নিউজ আজকের খবর 22/03/24 Bangla News BNP Bangladesh live Today Golpo Kobi
শিরোনাম : ড. ইউনূস মনে করছেন, সরকারকে যদি চাপে রাখা যায় তাহলে সরকার হয়তো তার সঙ্গে সমঝোতা করবে। আর তারই ধারাবাহিকতায় নিজের মামলা, দুর্নীতির অভিযোগ থেকে বাঁচার জন্য এবার ভারতের সাহায্য চেয়েছেন ড. ইউনূস। প্রশ্ন হলো ভারত কি সাড়া দিয়েছে ইউনুসের ডাকে?
মেজর হাফিজ এবং সাকিব আল হাসানের ভাইরাল ছবির মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে, মেজর হাফিজ একা না, বিএনপির অনেক নেতাই কিংস পার্টিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতারও তৃণমূল বিএনপিতে যোগদানের তথ্য ছিল। প্রশ্ন হলো কারা সেই জাতীয় বেঈমান? এবার, মুখোশ কি উন্মোচন হবে বিএনপির এইসব সুবিধাবাদী নেতাদের?