
31/08/2025
মাটির বাড়ি মানেই গরীবের বাস, এধারণা পাল্টে দেওয়ার মত একটা ছবি। শুধু তাই নয়, টাকা থাকলেই মানুষ মাটির বাড়ি ছুড়ে ফেলে পাকা দালান উঠায় একথাও সবার জন্য প্রযোজ্য নয় বরং ভালোবেসে কিছু মানুষ থেকে যায় মাটির বাড়িতে আজীবন।
লোকেশন: ভাতাহান্দা, দুপচাঁচিয়া,বগুড়া।
,