28/09/2021
hlw free fire বন্ধুরা আশা করি সবাই ভালো আছে।
free fire এ নতুন আপডেট এর পর থেকে আমাদের সবার মাঝে একটা জিনিস এর কাজ করছে সেটা হলো weekly / monthly membership ta কি?? কি পরিবর্তন আসছে।। চলে জেনে নেওয়া যাক যে weekly / monthly membership এ কি পরিবর্তন আসছে।।
# weekly - আমরা যেমন আগে নরমাল weekly নিতাম ঠিক তেমনই আছে।। কিন্তু আগে weekly নিলে আমরা প্রথমে 60 💎 পাইতাম সেখানে আমরা এখন পাবো 100💎.এবং আগে যেমন প্রতি দিন 60💎 করে পাইতাম কিন্তু প্রতি দিন প্রতি দিন 50 💎 করে পাবো। মানে হলো। প্রথম দিন 100💎 এর পরের 6 দিন 50💎 করে 350 💎
অর্থাৎ আগে weekly তে 420 💎 পাইতাম 7 দিনে সেখানে এখন পাবো 450 💎..
এখন সবার ভিতর আরেকটা প্রশ্ন? কাজ করছে। যে তাহলে 875 💎 এখানে দেওয়া কেন??
আমরা কিন্তু 7 দিনে 450 💎 পাইতেছি।।যেখানে 420 পাইতাম।। তাহলে (875-450) . বাকি 425 💎 কি করে পাবো। তাই তো। বাকি 425💎 আমরা পাবো না কিন্তু ঔ 425 💎 এর সমতুল্য আমরা কিছু Gift পাবো যেমন gan box, ইত্যাদি। যা weekly ওখানে দেওয়া আছে।।
অর্থাৎ আমরা 7 দিনে 420💎 এর পরিবর্তনে 450 💎 পাইতেছি এবং425 💎 এর সমতুল্য gift পাইতেছি।।।
# monthly -এইবার আশি monthly membership এ।। এইটাও অনেক টা weekly মতো।।আমরা যেমন আগে নরমাল monthly নিতাম ঠিক তেমনই আছে।। কিন্তু আগে monthly নিলে আমরা প্রথমে 100💎 + পাইতাম সেখানে আমরা এখন পাবো 500💎.এবং আগে যেমন প্রতি দিন 60💎 করে পাইতাম কিন্তু প্রতি দিন প্রতি দিন 70 💎 করে পাবো। মানে হলো। প্রথম দিন 500💎 এর পরের 30 দিন 70 💎 করে 2100 💎
অর্থাৎ আগে monthly তে 1900 💎 পাইতাম 30 দিনে সেখানে এখন পাবো 2600 💎..
এখন সবার ভিতর আরেকটা প্রশ্ন? কাজ করছে। যে তাহলে 6150 💎 এখানে দেওয়া কেন??
আমরা কিন্তু 30 দিনে 2600 💎 পাইতেছি।।যেখানে 1900 পাইতাম।। তাহলে (6250-2600) . বাকি 3550 💎 কি করে পাবো। তাই তো। বাকি 3550💎 আমরা পাবো না কিন্তু ঔ 3350 💎 এর সমতুল্য আমরা কিছু Gift পাবো যেমন gan box, ইত্যাদি। যা monthly ওখানে দেওয়া আছে।।
অর্থাৎ আমরা 30 দিনে 1900💎 এর পরিবর্তনে 26000 💎 পাইতেছি এবং3550 💎 এর সমতুল্য gift পাইতেছি।।।
S.F.Diamond Top Up
_____
Our help line number
01792360418